এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

জীবন কাহিনী,,, ফেইসবুক গল্প

"ঘুম থেকে উঠে হাত মুখ ধুঁয়ে মাকে বললাম, " মা..ভাত দাও।


"মা মাথা নিচু করে অপরাধীর ন্যায় বললো, " বাপরে..ঘরেতো চাউল নাই। 


"আমি মায়ের মন খারাপ দেখে জোরপূর্বক হেসে বললাম, 


" সমস্যা নেই মা...বাইরে থেকে চা বিস্কুট খেয়ে নিবো। আর আমি কাউকে দিয়ে চাল পাঠিয়ে দিচ্ছি। 


"বাড়ীর বড় ছেলে। তিন বোন আর আরেকটা ছোট ভাই আছে। কোনোরকম সারাদিন গ্যারেজে কাজ করে আর বিকেলে দু -তিনটা টিউশনি করে সংসার চালায়। বাবা আমার ছোট ভাই যখন দেড় বছরের তখন স্ট্রোক করে মারা যান। হাঁটতে হাঁটতে এইসব ভাবতেই বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো । 


" চাচা ২ কেজি চাল দাওতো"


"দোকানদার চাচাকে কথাটি বলতেই ওনি দেখেও না দেখার মতো অন্য কাস্টমারদেরকে এইটা সেইটা দিচ্ছেন। আমি আবার বললাম,


" চাচা...


" চাচা সাথে সাথে ক্ষেপে উঠে বললেন,


"বাকি টেহাগুলো আগে দেও এরপরে চাইল দিমু। ৩০০০ টাকার মতো বাকি হইয়া গেছে ওই টেহা না দেওয়া অব্দি কিছু দিবার পারুম না। আঁড়চোখে তাকিয়ে দেখলাম দোকানের সবগুলো মানুষ আমার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। কান্না পাওয়ার কথা কিন্তু পাচ্ছেনা। ছেলে মানুষের কাঁদলে কি আর চলে! ওইদিন দোকানদারের পা ধরে ভাই বোনকে খাওয়ানোর জন্য চাল এনেছিলাম। আর আজ! আজ আমার ভাইয়ের প্রতিষ্ঠিত, বোনেরা বিবাহিত। একটাবারো এই পঙ্গু ভাইটার খোঁজ নেয়না। হারিয়ে ফেলেছিলাম একটা পা এক্সিডেন্টে। নিজের ছোট ছোট দুইটা ছেলে মেয়ের চেহারা দেখে আফসোস হয়, কেনো যো আগে স্বার্থপর হতে পারেনি। তাহলে আজ হয়তো আমার স্ত্রী আর সন্তান দুটো না তিন বেলা পান্তা নুন খেয়ে থাকতে হতোনা।


© সমাপ্ত  

কোন মন্তব্য নেই:

এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না! তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।"

 এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু...