মানবিক পুলিশ!😍
সময় - সকাল ০৯ঃ২২ মিনিট, স্থান - উত্তরা আজমপুর ওভার ব্রীজের নীচে।
চিত্রপট - দুজন পুলিশ সাব ইন্সপেক্টর সকালের কর্মব্যস্ত সময়ে দায়িত্তরত অবস্থায় পরস্পর কথা বলছেন।
১ম জন - আপনি একটু বসুন আমি বৃদ্ধা মহিলাটিকে রাস্তা পার করে দিয়ে আসছি।
২য় জন - কি দরকার ওপারে যাবার ওভার ব্রীজের সিঁড়ি দিয়ে পার করে দেন।
১ম জন - তাঁর শরীরের যে অবস্থা তাতে সিঁড়ি বেয়ে উঠলে আর গন্তব্যে যেতে পারবে না। পাশে দাঁড়ানো ৭০ ঊর্ধ্ব বয়সী বোরখা পরা অসহায় বৃদ্ধা নারী হাতে একটি ব্যাগ।
পরবর্তী চিত্র - মুহূর্তেই ১ম সাব ইন্সপেক্টর পাশে দাঁড়ানো বৃদ্ধার বাগটি এক হাতে নিয়ে অন্য হাতে বৃদ্ধার হাতটি ধরে চলমান গাড়ীর সারি দাঁড় করিয়ে ধীরে ধীরে রাস্তা পার করে অপর পাড়ে বাসের জন্য অপেক্ষামান।
কিছুক্ষণের মধ্যে নির্দিষ্ট রুটের বাস আগমন ও হেল্পারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বৃদ্ধাকে গন্তব্যে সাবধানে নামিয়ে দেবার পরামর্শ প্রদান।
আসলে এমন পুলিশই তো দেশের মানুষ চায়। যাঁরা বিপদে আপদে বন্ধুর মত দেশের মানুষের পাশে দাঁড়াবে। পথে ঘাটে বিপদগ্রস্থ মানুষ কোন কিছু না ভেবেই সাহায্যের জন্য থানা পুলিশের কাছে যাবেন।
দিন শুরুতেই এমন মহতী ঘটনার সাক্ষী হয়ে মনে মনে ভাবলাম, নিশ্চয় আজ আমার দিনটি খুব ভালো কাটবে.!!
©️
M
d
M
i
j
a
n
u
r
R
a
h
m
a
n
কপি
পেস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন