তাবলীগের মাধ্যমে ইসলামের ফায়দা।
টাকা আমার পকেটের!!!
গাট্টি যেটা কাঁধে নেই সেটার ওজনও বহন করি আমি!!!
৩দিন, ৪০দিন, ১২০দিন, যে সময়টা আল্লাহর
রাস্তায় ব্যয় করি সেটা আমার জীবনের অংশ!!!!
ফকিরের মতো মানুষের দ্বারে দ্বারে যাই!!!
না চাই নোট, না চাই ভোট!!!
আরামের বিছানা রেখে মসজিদের ফ্লোরে,
মাটিতে বিছানা করে মুসাফির হয়ে থাকি রাত থেকে অনেক রাত!!!
আমার স্বপ্ন, আমার মেহনত রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একজন উম্মতও যদি আল্লাহর দিকে ফিরে আসে!!!!
আর আপনি হিংসার কারণে বলে
দিলেন আমি মসজিদে মসজিদে পিকনিক করি!!!
কি বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তাই না???
আমাকে নিয়ে আপনার এত মাথা
ব্যথা দেখলে আপনার প্রতি সত্যি করুনা হয়!!!
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেছেন, দ্বীনের জন্য আমি যা
কষ্ট পেয়েছি তা অন্য কোন নবী পায় নি।
আমি আর বেলাল(রাযি:) ২১ দিন যাবত যা
খেয়ে জীবন ধারণ করেছি তা কোন
প্রাণীও খাবে না। আর তাবলীগওয়ালারা
দুই কেজি মুরগীর সাথে তিন কেজি আলু
দিয়ে পিকনিক খায়। তোমরা রাসূল(সঃ) কে
সত্যিই মানো? তিনি তো মেহমানকে তিন
দিন কী জন্য আসল জিজ্ঞাসা না করে
মেহমানদারি করতে বলেছেন। তাবলীগ
ওয়ালারা তো অন্য এলাকা, জেলা, দেশ
হতে আসেন তা হলে মেহমান হল না কেন???
উদাহরণ হিসেবে রাসূল(স:) নিজেই
দেখালেন, এক ইহুদিকে তিনি তিন দিন
মেহমানদারী করালেন এবং শেষের দিন
বিছানায় পায়খানা করে চলে গেল আর
আমার নবী চিন্তা করল আহ! আমার অযত্নের
কারনে মনে হয় লোকটি কষ্ট পেল।
আন্তির্জাতিক মান সম্পন্ন কত ওলামায়ে
কেরাম দেশে থাকতে আপনি লতিফ
সিদ্দিকীকে আলেম মনে করেন!!!!
তার সাথে সূর মিলিয়ে আমাদেরকে অবজ্ঞা করেন!!!
দেশের মধ্যে যত যুবক যুবতী যেনা,
ব্যভিচার, অবাদ অবৈধ সম্পর্কের মধ্যে
জড়িত রয়েছে তার চেয়ে কম মানুষ
দাওয়াতের কাজে তাবলীগে বাহির হয়।
তাদের বিরুদ্ধে বলার জন্য তোমাদের দলিল
নাই? সহি হাদিসকে জাল, জঈফ বলে
ডাস্টবিনে যারা ফেলে দেয় তাদের জন্য
দলিল নেই? দোয়া করি আল্লাহ তায়ালা
আপনাকে লাইত্ত্যা কাজ্জাবের সারি
থেকে আলাদা করে যেন হেদায়েত দিয়ে
দেয়। আর সে হেদায়াতের পিছনে আমাকে
মেহনত করার তৌফিক দান করেন। আমীন।
ইসলামের দাওয়াতের কাজে সহযোগিতা
করুন। আল্লাহ তায়ালা দুনিয়া আখিরাতে
কামিয়াবী দান করুন।
★আমাকে আমার জাতি ভাইয়েরা হিংসা করে ডাকে গাট্রিওয়ালা!!!
মসজিদ নাপাক কারি!!!!
ইহুদীদের দালাল!!!
অথচ আমি আমার নিজের জান মাল সময় ব্যয় করে, মাটিতে বিছানা করে রাত পার করি, পৌষ মাসের শীতে চৈত্রি মাসে রোদে কত গলিতে দাঁড়িয়ে থাকি উম্মতের জন্যে!!!
কত শত মুসলমানদেরকে দেখি টাইটেল নিয়ে ঘুরে ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল মাস্টার চেয়ারম্যান মেম্বার ইত্যাদি ইত্যাদি!!!
অথচ দুনিয়ার সমস্ত মুসলমানদের উচিত ছিল নবীওয়ালা এ দামি মেহনতকে নিজের কাজ মনে করা উম্মতের ফিকির করা!!!!
আলহামদুলিল্লাহ আমরা নবীজির রেখে যাওয়া দাওয়াতের কাজ করার জন্য আমরা আজ গাট্টিওয়ালা!!!!
একটা কথা সকলেই স্মরণ রাখি বাতিল যত শক্ত হবে দ্বীনের মেহনত তার চেয়ে বেশি গতিতে চলবে।
আল্লাহ তায়ালা সবাই কে সঠিক বুঝটাই দান করুক আমিন!
কপি
পেস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন