🔲 প্রতি আরবী মাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখা সুন্নত। এই রোজাকে আইয়্যামে বীজের রোজা বলা হয়। এই রোজা রাখার দ্বারা পূর্ণ ১ মাস নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে। আর প্রতি মাসে ৩ দিন রোজা রাখা হলে পূর্ণ ১ বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। [সুনানে তিরমিযি- ২৪৪৯]
⭕ পবিত্র রজব মাসের আইয়্যামে বীজের রোজা ২৬, ২৭ এবং ২৮ শে জানুয়ারী অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার রাখতে হবে ইন শা আল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাহরী খেতে হবে। সাহরীর শেষ সময় ৫ঃ২০ মিনিট [ঢাকা]
🔸 অনেকে প্রশ্ন করে থাকেন যে আইয়্যামে বীজের রোজা ১/২ টি রাখা যাবে কিনা.?? জ্বী, আইয়্যামে বীজের রোজা ১/২ টিও রাখা যাবে, এতে করে ১০/২০ টি রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। কারন মহান আল্লাহ তা'য়ালা প্রতিটা নেক আমলের সওয়াব ১০ গুন করে বাড়িয়ে দিয়ে থাকেন। [সূরা আন‘আম- ১৬০]
🔹 সুতরাং আইয়্যামে বীজের রোজা ৩ টিই রাখা হলে পূর্ণ ১ মাস অর্থাৎ ৩০ দিন নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে, পাশাপাশি নবীজি ﷺ এর একটি দামী সুন্নত আদায় করারও সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। আর ৩ টি রোজা রাখা সম্ভব না হলে, এভাবে ১/২ টি রোজা রাখা হলেও ১০/২০ টি রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ।
🔸 আর রোজা রাখার ক্ষেত্রে সাহরী খাওয়া হচ্ছে সুন্নত এবং ফজিলতপূর্ণ একটি সওয়াবের কাজ। তবে সাহরী খেতে না পারলেও রোজা রাখার নিয়ত করে ঘুমালে কিংবা ঘুম থেকে উঠে নিয়ত করে নিলে রোজা রাখা যাবে ইন শা আল্লাহ। এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে সাহরীতে এক ঢোক পানি হলেও পান করা উচিত। [রদ্দুল মুহতার- ২/৪১৯]
🔲 আইয়্যামে বীজের রোজা সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন, তাই এখন থেকে প্রতি মাসে আইয়্যামে বীজের এই ফজিলতপূর্ণ রোজাগুলো রাখার চেষ্টা করবেন ইন শা আল্লাহ 💝✅
![]() |
ফেইসবুক থেকে নেওয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন