❤বাংলা চলচ্চিত্রের ৬০ ও ৭০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম।
তিনি ১৯৪৪ সালের ১৭ই আগষ্ট ঢাকায় জন্ম গ্রহণ করেন। তার প্রকৃত নাম ঝর্ণা বসাক।
❤তিনি ছোটবেলা থেকে বুলবুল ললিতকলা একাডেমি তে নাচ শিখতেন।১৯৬০ সালের দিকে "এদেশ তোমার আমার " চলচ্চিত্রে একটি দলীয় নৃত্যে অংশ গ্রহণ করেন।এছাড়া রাজধানী বুকে,কখনো আসে নি,নবারুন সহ আরো বেশকিছু চলচ্চিত্রে নৃত্যশিল্পী এবং কখনো ছোট চরিত্রে অভিনয় করেন।
এরপর ১৯৬১ সালে পরিচালক মুস্তাফিজ পরিচালিত "হারানো দিন" চলচ্চিত্র প্রথম নায়িকা হিসেবে চলচ্চিত্রে
অভিনয় করেন।তার নামটি ঝর্ণা বসাক থেকে পরিবর্তন হয়ে শবনম দেওয়া হয়।পরিচালক এহতেশাম তাকে শবনম নাম দিয়েছিলো।
১৯৬১ সালে "হারানো দিন " চলচ্চিত্রে অভিনয় করে চিত্রনায়িকা শবনম অনেক জনপ্রিয়তা অর্জন করেন।এই ছবির একটি বিখ্যাত গান ছিলো"আমি রুপনগরের রাজকন্যা,রুপের যাদু এনেছি "।
❤এছাড়া চিত্রনায়িকা শবনম বাংলা চলচ্চিত্রের পাশাপাশি উর্দু চলচ্চিত্রে ও অভিনয় করতেন।একসময় তিনি বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানে অনেক জনপ্রিয় নায়িকা হয়ে যান।
❤ব্যক্তিজীবনে তিনি ১৯৬৪ সালের ২৪শে ডিসেম্বর বিখ্যাত সঙ্গীত পরিচালক রবিন ঘোষ কে বিয়ে করেন।তাদের রনি ঘোষ নামের এক পুত্র সন্তান আছে।২০১৬ সালের ১৩ই ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারনে চিত্রনায়িকা শবনমের স্বামী রবিন ঘোষ ঢাকার একটি হাসপাতালে মারা যান।
❤চিত্রনায়িকা শবনম অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।তিনি একসময় পাকিস্তানি চলচ্চিত্রে অনেক জনপ্রিয়তা অর্জন করেন এবং পাকিস্তানি চলচ্চিত্রে মোট ১২বার নিগার পুরষ্কার লাভ করেন।
চিত্রনায়িকা শবনম অভিনীত কিছু বাংলা চলচ্চিত্র হলো:আমার সংসার,সহধর্মিনী,নাচেরপুতুল,শর্ত,সন্ধি,জোয়ার ভাটা,রাজা সন্ন্যাসী,আম্মাজান,যোগাযোগ,জুলি ইত্যাদি।
চিত্রনায়িকা শবনম সর্বশেষ "আম্মাজান" চলচ্চিত্রে অভিনয় করেন।
Bangladeshi films &Entertainment news
bdfilmactressShobnom
actress
ফেইসবুক থেকে নেওয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন