এমন দিনে তারে বলা যায় ........🏵️🏵️
১৯২৭ সালের সেপ্টেম্বর মাস... কলকাতায় সেদিন অঝোর ধারায় বৃষ্টি চলছে....। ক্যানিং স্ট্রিট থেকে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ-র ফুটপাথ-এর একটি গাড়ি বারান্দায় বেশ কিছু পথচলতি মানুষ বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়েছিলেন। গাড়িবারান্দাটির লাগোয়া একটি ডিসপেন্সরি, বাইরে সাইনবোর্ড "ডক্টর রামস্বামী আয়েঙ্গার" । চেম্বারে কেউ নেই। সাদা ধুতি..এবং সাদা শার্ট পড়া এক দীর্ঘদেহী যুবকও সেই বৃষ্টি থেকে মাথা বাঁচানোর ভিড়ে উপস্থিত । একসময় যুবক টি নিজের মনে গুণ-গুণ করে গান ধরলেন। সাহেবী পোষাক পরিহিত ডাক্তারবাবু টি ছিলেন গানের ভক্ত। অনেকদিন কলকাতায় থাকার সূত্রে বাংলা গান মায় রবীন্দ্র সঙ্গীতের অনুরাগী ছিলেন। বাইরে থেকে গান কানে যেতেই তিনি দরজার কাছে এসে কান পেতে শুনলেন এক যুবক গাইছে..."এমন দিনে তারে বলা যায়.../এমন ঘনঘোর বরষায়...।" ডাক্তার রামস্বামী তার পিঠে টোকা মেরে বললেন ......কাম ইন'!
যুবকটি বিস্মিত হয়ে ভিতরে এসে বসার পর ডাক্তার-বাবু বললেন..."গানটি আবার করো তো।" এবার আরও বিস্ময় তবুও এই বর্ষায় আশ্রয়দাতা বলে কথা! তাই আবারও সে গান ধরলো...'এমন দিনে তারে বলা যায়....' ।
বিস্ময়ের তখনও বাকি ছিলো। ভাঙ্গা ভাঙ্গা বাংলায় যিনি কথা বলছিলেন সেই দক্ষিণ ভারতীয় ডাক্তার দ্বিতীয় কলি থেকে নিজেও গাইতে শুরু করলেন যুবকটির সাথে। তাকে হেসে বললেন, আমি একটু আধটু গাইতে পারি এর বেশি কিছু না...।" এরপর উচ্ছ্বসিত হয়ে যুবকটিকে বললেন..." Do you want to Broadcast..? কলকাতায় রেডিও স্টেশন হয়েছে, সেখানে আমার কিছু জানাশোনা আছে। তোমার নাম-ঠিকানা দিয়ে যাও, সময়মতো যোগাযোগ করে নেব। বৃষ্টি থামতে যুবকটি নাম-ঠিকানা লিখে চলে গেলো।
হপ্তা দুয়েক পর যুবকটির বাড়ির সামনে একটি পালকি থামলো, সেখান থেকে বেরিয়ে এলেন সেই দক্ষিণ ভারতীয় ডাক্তার বাবু । সহাস্য মুখে বললেন.." Get Ready ! আমার সাথে চলো। যুবক-কে নিয়ে এলেন সোজা টেম্পেল চেম্বার্সে অফিসে। বললেন..'এই দ্যাখো,এই হল রেডিও স্টেশন...।'
সেইসময় স্টেশন ডিরেক্টর ছিলেন স্টেপলটন সাহেব আর প্রোগ্রাম ডিরেক্টর নৃপেন মজুমদার, তিনিই সর্বেসর্বা । রামস্বামী তাকে গিয়ে বললেন."মিস্টার মজুমদার এই সেই যুবক যার কথা বলেছিলাম আপনাকে।.ছেলেটির গান একবার শুনুন। নৃপেন বাবু গান শুনে বললেন,"অপেক্ষা করুন..আজই আপনার গান ব্রডকাস্ট হবে। যুবক তো শুনে হতবাক, প্রথম দিনেই! ডাক্তার বাবু হেসে বললেন,দেখলেন আমার কান ? ঠিক একটা রত্ন খুঁজে পেয়েছি ।"
সেই দিন বিকেলে অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ১৯২৭ সালে কলকাতার বেতার কেন্দ্র থেকে যুবকের গলায় দু-টি গান সরাসরি সম্প্রচারিত হলো । প্রথম টি "এমন দিনে তারে বলা যায়..." এবং অন্যটি
"একদা তুমি প্রিয়ে আমারই তরুমূলে.." । আকাশবাণী থেকে সম্প্রচারিত সেই প্রথম রবীন্দ্র সঙ্গীত। সেদিন থেকে বাঙ্গালির সঙ্গীত ইতিহাস এবং বেতার জগতে একটি নক্ষত্র সংযোজিত হলো ।
যুবকটি আর কেউ নয়, দেশের সঙ্গীত আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, শ্রদ্ধেয় পঙ্কজকুমার মল্লিক। জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি 🌹🌹
🌲 সংকলনে ✍🏻 স্বপন সেন 🌲
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন