এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৯ জুন, ২০২৪

লিনেটহোম" ডেনমার্কের আগামী কৃত্রিম একটি দ্বীপ ...

 "লিনেটহোম"

ডেনমার্কের আগামী কৃত্রিম একটি দ্বীপ ...


রাজধানী  কোপেনহেগেন এর  উপকূল  

অঞ্চলে  সম্প্রতি  বিশালাকৃতির  একটি 

কৃত্রিম দ্বীপ  তৈরির  পরিকল্পনা নেওয়া 

হয়েছে, যা ৪০০টি ফুটবল স্টেডিয়ামের 

আয়তনের সমান  আকারের তৈরি হবে,

আর থাকতে  পারবে ৩৫ হাজার মানুষ!


ডেনমার্কের রাজধানীতে কৃত্রিম এই দ্বীপের আয়তন হবে ৪০০টি ফুটবল মাঠের সমান। জানা গেছে, ৩৫ হাজার মানুষের বসবাসের জন্য কৃত্রিম ওই দ্বীপটি তৈরি করা হচ্ছে।  সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ঝুঁকিতে থাকা কোপেনহেগেন বন্দরকে সুরক্ষা দেয়াও দ্বীপটি তৈরির অন্যতম উদ্দেশ্য। বিশাল এই দ্বীপের নাম হবে লিনেটহোম।পরিকল্পনা অনুযায়ী একটি রিং রোড, সুড়ঙ্গপথ ও মেট্রো লাইন দিয়ে মূল ভূখন্ডের সঙ্গে দ্বীপটিকে যুক্ত করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে প্রকল্পটির কাজ শুরু হবে।


স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুধু বদ্বীপ এলাকাটি গড়ে তুলতেই আট কোটি টন মাটি প্রয়োজন হবে। লিনেটহোম দ্বীপকে ঘিরে একটি বেড়িবাঁধ তৈরির পরিকল্পনা করা হয়েছে। এটি বন্দরকে ডুবে যাওয়ার ঝুঁকি এবং ঝড়-জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে।


নির্মাণকাজ পরিকল্পনা মাফিক এগোলে উপকূলে এই দ্বীপ তৈরির জন্য ভিত্তি বসানোর অধিকাংশ কাজই ২০৩৫ সালের মধ্যে শেষ হয়ে যাবে। পুরো দ্বীপটি তৈরির কাজ সম্পন্ন হতে পারে ২০৭০ সালে।


সংসদে বিল পাশ হলেও পরিবেশবাদীদের বিরোধিতার মুখে পড়েছে এই প্রকল্প। নির্মাণকাজের পরিবেশগত প্রভাব নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এরই মধ্যে পরিবেশবাদী দলগুলো ইউরোপিয়ান বিচার আদালতে এই প্রকল্পের বিরুদ্ধে মামলা করেছে।


পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সমুদ্রের তলদেশে যে পলি জমা হয়ে আছে এই নির্মাণ কাজের ফলে তা ব্যাপকভাবে নাড়া খাবে। এর ফলে সাগরের পানিতে এই তলানি মিশে গিয়ে জলের মান দূষিত হতে পারে। এতে সামুদ্রিক জীবন ও জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র...বিবিসি




কোন মন্তব্য নেই:

সকাল সাতটার সংবাদ শিরোনাম

 ১৯/০৮/২০২৫ সকালের শিরোনাম  আজকের সংবাদ শিরোনাম .................................................... * জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন কর...