🪴🪴🪴এ অক্ষর দিয়ে ৪০টি হোমিও ঔষধের সিঙ্গেল সিম্পটম।
(ঔষধের নাম ও ২টি প্রধান লক্ষন)
1 Aconitum Napellus ~হঠাৎ ভয় বা আতঙ্কে অসুস্থতা, প্রচণ্ড জ্বরের শুরুতে অস্থিরতা
2 Arnica Montana~ আঘাত বা চোটের ব্যথা, শরীর স্পর্শ করলে সহ্য হয় না
3 Arsenicum Album ~অতি দুর্বলতা ও অস্থিরতা, সামান্য পরিমাণে বারবার পানি পান
4 Argentum Nitricum ~ভয় ও দুশ্চিন্তা থেকে ডায়রিয়া, উচ্চ স্থানে ভয়
5 Alumina ~কোষ্ঠকাঠিন্য, শুকনো মল বের করতে প্রচণ্ড কষ্ট
6 Aloe Socotrina ~হঠাৎ হঠাৎ পাতলা ডায়রিয়া, টয়লেট থেকে বের হতে না হতেই আবার চাপ
7 Antimonium Crudum~ অতিরিক্ত খাবারে অরুচি ও বমি, জিভে সাদা আবরণ
8 Antimonium Tartaricum ~বুকে প্রচুর কফ জমে শ্বাসকষ্ট, দুর্বল কাশি
9 Apis Mellifica~ হঠাৎ ফুলে যাওয়া, পোকার কামড় বা অ্যালার্জিতে চুলকানি
10 Aurum Metallicum~ হতাশা ও আত্মহত্যার চিন্তা, হাড়ে হাড়ে ব্যথা
11 Asarum Europaeum~ ক্ষুদ্র শব্দেও অসহ্য কষ্ট, স্নায়বিক অতিসংবেদনশীলতা
12 Anacardium Orientale ~দ্বৈত চিন্তা (এক কাজ করতে চাই, আবার না চাই), নিষ্ঠুরতা
13 Agaricus Muscarius ~অনিয়ন্ত্রিত নাচুনি বা কাঁপুনি, ঠাণ্ডায় স্নায়বিক ব্যথা
14 Angustura Vera ~পেশীতে কঠিন ব্যথা ও খিঁচুনি, দাঁত ঘষা
15 Anhalonium ~বিভ্রম বা হ্যালুসিনেশন, মাদকাসক্তির মত অনুভূতি
16 Abrotanum~ বাচ্চাদের খিদে থাকলেও শুকিয়ে যাওয়া, জোড়ায় ব্যথা
17 Absinthium ~খিঁচুনি ও অজ্ঞান হওয়া, স্মৃতিভ্রংশ
18 Acetic Acid ~অতিরিক্ত দুর্বলতা ও রক্তশূন্যতা, প্রচণ্ড তৃষ্ণা
19 Actaea Racemosa (Cimicifuga)~ প্রসূতির স্নায়বিক উত্তেজনা, জরায়ুর ব্যথা
20 Adonis Vernalis~ হৃদযন্ত্র দুর্বলতা, ফোলা পা
21 Aethusa Cynapium~ শিশু দুধ খেলেই বমি করে ফেলে, চোখ ঘুরে যায়
22 Agnus Castus ~যৌনশক্তি হ্রাস, স্মৃতিশক্তি দুর্বল
23 Aletris Farinosa ~নারী বন্ধ্যাত্ব ও অতিরিক্ত দুর্বলতা, জরায়ুর দুর্বলতা
24 Allium Cepa ~নাক দিয়ে পানি ঝরা, চোখ দিয়ে পানি পড়লেও জ্বালা করে না
25 Allium Sativum~ হজমের গোলযোগ, রসুনজাতীয় খাবারে অরুচি
26 Alumen ~কঠিন কোষ্ঠকাঠিন্য, মলদ্বারের শিরা ব্যথা
27 Ammonium Carbonicum ~শ্বাসকষ্টে ঘুম ভেঙে যায়, স্থূল মানুষে সমস্যা
28 Ammonium Mur ~ডান দিকের কোমরে ব্যথা, পাইলস
29 Ammonium Phos ~গাঁটে ব্যথা ও দুর্বলতা, প্রস্রাবে ফসফেট
30 Amylenum Nitrosum ~হঠাৎ গরম অনুভব, রক্তমুখে উঠা
31 Anemone Pulsatilla (Pulsatilla)~ অশ্রুসিক্ত ও নরম স্বভাব, তৈলাক্ত খাবার সহ্য হয় না
32 Anemone Hepatica (Hepatica)~ কাশি ও গলায় টনটন ভাব, শ্বাসকষ্ট
33 Angustura Officinalis ~দাঁত ব্যথা, পেশীতে টান
34 Anthracinum~ মারাত্মক ফোঁড়া ও ক্ষত, গ্যাংগ্রিন প্রবণতা
35 Apocynum Cannabinum ~শরীরে পানি জমে ফুলে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া
36 Aquilegia Vulgaris ~মাথা ঝিমঝিম, হালকা বিষণ্নতা
37 Aralia Racemosa ~মধ্যরাতে শ্বাসকষ্ট, হাঁপানি
38 Aranea Diadema ~নির্দিষ্ট সময়ে জ্বর, আর্দ্র আবহাওয়ায় অসুস্থতা
39 Arum Triphyllum ~মুখে ঘা ও জ্বালা, নাক মুখে ক্ষত
40 Asclepias Tuberosa ~বুকে ব্যথা ও শ্বাসকষ্ট, কাশি।
ডা:মো:ফরহাদ হোসেন
চেম্বার:জার্মান হোমিও কেয়ার। কেন্দ্রীয় বাস টার্মিনাল,হাউজিং ১নাম্বার গেট,ABC স্কুলের পাশে।
থানা+জেলা:জয়পুরহাট সদর।
হেল্পলাইন-01955507911
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন