এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

প্যারাসিটামল যাদের  জীবনের জন্য হুমকি  ----------------------------------------------

 "বিড়ালকে আপনি প্যারাসিটামল খাওয়াবেন, প্যারাসিটামল আপনার বিড়ালকে খেয়ে ফেলবে "


প্যারাসিটামল যাদের  জীবনের জন্য হুমকি 

----------------------------------------------

১) মাংসাশি প্রাণিদের মধ্যে শুধু বিড়াল (পোষা ও বন্য সকল ক্যাটাগরি) জাতীয় প্রাণি প্রাণিতে প্যারাসিটামল বিষক্রিয়া তৈরী করে । কুকুরের ক্ষেত্রে  এই রকম সোজা সাপটা নির্দেশনা নেই । ব্রিড ভেদে কম বেশী টলারেন্স থাকলওে  কুকুরে  প্যারাসিটামল ব্যবহার নিরাপদ নয় । 


২)  প্যারটস (বাজেরিগার, ককাটিল, আফ্রিকান গ্রে প্যারট, আমাজন প্যারট, ম্যাকাউ, লাভবার্ড, ক্যানারি, ফিন্সেস, কাকাতুয়া), কবুতর  । গ্যালিফরমস বার্ড যেমন চিকেন এ প্যারাসিটামল ব্যবহার পরিলক্ষিত হলেও এদের জন্য  নির্দেশিত ব্যাথানাশকের তালিকায় প্যারাসিটামলের নাম নেই ।

৩) লেগোমরফ (Legomorph) : খরগোশ (Rabbit) এবং হেয়ার (Hare) । 

৪) রডেন্টস (Rodents) - গিনিপিগ, ক্যাপিবারা (Capybara), চিনচিলা (Chinchilla) , সজারু, দেগু (Degu) ।

৫) সকল প্রকার সরীসৃপ ও ব্যাঙ জাতীয় প্রাণি।


কেন প্যারাসিটামল ব্যবহার করেন পোষা প্রাণিতে ? 

------------------------------------------------------------

প্রথমত পোষা প্রাণিকে সন্তানতুল্য করে লালন পালন করছেন পেট পেরেন্টস । মানুষের মেডিসিন পোষায় ব্যবহার হচ্ছে হরহামেশা। এটা তারা দেখছেন । সুতরাং প্যারাসিটামল মানুষে ব্যবহার হলে নিশ্চয় পোষা প্রাণিতে উপকারী হবে । আর এই লাইনের প্রতিবেশী পেট লাভার , ফেইসবুক গ্রুপ,  ইউটিউব ভাই এর নিকট থেকে তথ্য নিয়ে জাস্টিফিকেশন না করে খাওয়ানোর কাজটা করে ফেলেন অনেক পেট পেরেন্টস ।  জ্বর আসছে কীংবা ব্যাথা পেয়েছে সামান্য বিষয়ে ডাক্তারের শরনাপন্ন না হয়ে বিড়ালকে প্যারাসিটামল দিয়ে থাকেন ।


মানুষের ক্ষেত্রে প্যারাসিটামল কিভাবে মেটাবজিম হয় ?

-------------------------------------------------------

সাধারণত ০৩ টি পদ্ধতিতে প্যারাসিটামল মেটাবলিজম হয়ে থাকে 

১) Glucuronidation : ( ফেজ-২ মেটাবলিজম )

প্যারাসিটামল দেহের Glucuronic Acid এর সাথে যুক্ত হয়ে প্যারসিটামল Glucuronide   তৈরী হয় । এই ক্ষেত্রে ইউডিডি-গ্লোকরনোসিল ট্রান্সফারেজ(UDP-Glucuronosyl Transferase) নামক  এনজাইম প্রভাবক হিসাবে কাজ করে । Paracetamol-Glucuronide একটা পানীতে দ্রবণীয় নন-টক্সিক মেটাবলাইট । গ্রহণকৃত প্যারাসিটামলের  ৫৯-৬০%  Paracetamol-Glucuronide কিডনির মাধ্যমে  বেরিয়ে যায় । 


২) সালফেসান (Sulfation) : 

প্যারাসিটামল সালফোট্রান্সফারেজ (Sulfotransferase) এনজাইমের প্রভাবে দেহের সালফেট মলিকুলের সাথে যুক্ত হয়ে প্যারাসটিামল সালফেট তৈরী হয় । ইহাও পানীতে দ্রবনীয় , নন-টক্সিক একটা মেটাবলাইট । এই পদ্ধতিতে কিডনির মাধ্যমে দেহ থেকে  বেরিয়ে যায় ২০-৩০% প্যারসিটামল ।


৩) অক্সিডেশন : (Oxidation)


এই পদ্ধতিতে ৫-১০% Paracetamol দেহ থেকে কিডনির মাধ্যমে  বেরিয়ে যায় ।  সাইটোক্রোম পি-৪৫০ এনজাইমের প্রভাবে Paracetamol/Acetaminophen  ভেঙ্গে N-acetyl-p-benzoquinoneimine (NAPQI) তৈরী হয় । এই  NAPQI  একটা বিষাক্ত এবং বিক্রিয়াশীল Metabolite  । এই নাপকি গ্লোটাথিওনের (Glutathione) সাথে বিক্রিয়া করে মারক্যাপচুরকি এসিড (Mercapturic Acid) এবং সিস্টিন কনজুগেট (Cysteine Conjugate) হিসাবে কিডনি দিয়ে বের হয়ে যায় ।


বিড়ালের ক্ষেত্রে কেন বিষক্রিয়া দেখা দেয় ?

---------------------------------------------------

১) Glucuronidation প্রক্রিয়ার মাধ্যমে প্যারাসিটামল যে এন্জাইমের (UGT) প্রভাবে Paracetamol Glucuronide ্এ রুপান্তরিত হয়ে নন-টক্সিক মেটাবলাইট হিসাবে Kidney দিয়ে বেরিয়ে যেতে পারে  সেই এনজাইমের ঘাটতি থাকে বিড়ালের লিভারে । সুতরাং প্যারাসিটামল দেহ থেকে বের করতে হলে বাকী দুই পদ্ধতি সালফেশান এবং অক্সিডেশান এর উপর নির্ভর করতে হয় । 

২) সালফেশনের জন্য যে এনজাইম (সালফোট্রান্সফারেজ) প্রয়োজন তা বিড়ালের আছে কিন্তু এই পথের তো পাসিং ক্যাপাসিটি কম  । তাই দ্রুত প্যারাসিটামল দেহে জমতে শুরু করে । বাধ্য হয়ে অক্সিডেশন প্রক্রিয়ার উপর নির্ভর করতে হয় । 


৩) অক্সিডেশন প্রক্রিয়াতে ঠিকই নাপকি (NAPOI) তৈরী হয়  যা খুবই বিষাক্ত এবং বিক্রিয়াশীল । মানুষের ক্ষেত্রে গ্লুটাথিওয়নের পর্যাপ্ত মজুদ থাকে যার দ্বারা নাপকি ভেঙ্গে মারক্যাপচুরিক এসিড এবং সিস্টিন কনজুগেট হিসাবে কিডনি দিয়ে বের হয়ে যায় । পক্ষান্তরে বিড়ালে  Glutathione  এর মজুদ সীমিত । ফলে ব্যাপকহারে উৎপাদিত নাপকিকে নন-টক্সিক মেটাবলাইট এ রুপান্তরিত করা সম্ভব হয় না ।  এই নাপকি-ই লিভার  এবং Red Blood Cell ধ্বংস করে ।


কীভাবে Cat মৃত্যুমুখে পতিত হয় ?

-----------------------------------

NAPQI হিমোগ্লোবিন ভেঙ্গে মিথ-হিমোগ্লোবিন তৈরী করে যা অক্সিজেন বহন করতে পারে না । বিড়ালের শ্বাসকষ্ট দেখা দেয় । মিউকাস মেমব্রনে সায়ানোটিক (Cyanotic) হয়ে যায় । লিভারে সেন্ট্রিলবিউলার জোনে নেক্রসিস হয়ে লিভার ফেইল করে বিড়াল মারা যায় । প্যারাসিটামল বিষক্রিয়া শুরুর সাথে সাথে  দ্রুত বিড়ালকে নিয়ে হাসপাতাল/ক্লিনিকে যাওয়া আবশ্যক ক্রিটিক্যাল কেয়ারের জন্য । অন্যথায় বিড়ালের মৃত্যু হবে ।

Courtesy: Dr. Nazmul Huda Sir

কোন মন্তব্য নেই:

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১০-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১০-০৮-২০২৫ আজকের সংবাদ শিরোনাম তিন দিনের সরকারি সফরে আগামীকাল মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা -- এই সফরে অ...