এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ধৈর্য ধরে পড়ুন,,, ফেইসবুক ইসলামী পোস্ট

 ১ মিনিট ধৈর্য ধরে পড়ুন...

জিবরাঈল (আঃ)কে আল্লাহ তায়ালা তৈরী করলেন।

জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন??

আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অত:পর জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে সিজদা করলেন ৩০ হাজার বছর ধরে।

জিবরাঈল (আঃ) মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না।

আল্লাহ তায়ালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন।

জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লা তায়ালার পক্ষ থেকে কোন খুশির বাণী জনান হল না, জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোন খুশি হন নাই? আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন - জিবরাঈল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও, জিবরাঈল (আঃ) তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতী নূর দ্বারা লিখা রয়েছে- ''লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ''

জিবরাইল (আঃ) জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ্!! আমার সিজদার সংগে এই কালিমার কি মিল?? আল্লাহ তায়ালা বললেন, ও জিবরাইল শোন আমি আল্লাহ এ দুনিয়া তৈরী করব ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবি-রাসূলগনকে পাঠাব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ কে পাঠাব

এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করব আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরটা করে রাকাত আমার জন্য ফরয করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবির উম্মত তিনবার করে "সুবহা-না রাব্বিয়াল আলা-" পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখ আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহা-না রাব্বিয়াল আলা-" বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছ, আমি আল্লাহ্ আমার বান্দার আমল নামায় এর থেকেও ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব, সুবহানাল্লাহ...!!

এই জন্য মুসা (আঃ) কাঁদছেন, আল্লাহ!! আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও, যে নবীর উম্মত এক সিজদায় জিবরাঈল (আঃ) এর সারা জীবনের ৩০ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল।।

আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি...?

আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন।

আমিন..

কপি
পেস্ট

রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি কাতার সরকার ২০২২

 আস সালামু আলাইকুম।  তোমরা সবাই কেমন আছ?  কাতার সরকার ফিফা ফুটবল বিশ্বকাপ-2022 এবং বর্তমান সময়ের উপর ভিত্তি করে আবাসন/বসবার ঘর বা ঘর সম্পর্কিত অনেক আইন যুক্ত করেছে।  যারা বিভিন্ন কোম্পানি বা পেশায় কাজ করছেন তারা যেন পারিবারিক এলাকায় থাকতে না পারেন সে ব্যাপারে সরকার খুবই কঠোর।  20শে অক্টোবরের পর কোম্পানির কোনো নিয়োগকর্তাকে পারিবারিক এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেলে তাকে এবং কোম্পানিকে 50000 কাতারি রিয়াল জরিমানা করা হবে এবং কাতার থেকে নির্বাসনের জন্য সিআইডিতে পাঠানো হতে পারে।  তাই দয়া করে ফিরোজ আব্দুল আজিজ, মানতাজা, মানশুরা, দোহা জেদিদ, মুশাইরেব, বিন মাহমুদ, সালাতা, নাজমা, আল সাদ, ফিরোজ বিন দিরহাম, মদিনা মোরা, আজিজিয়া, রায়ান, আল ওয়াকরা (বা অন্য যেকোন স্থান) এলাকা ছেড়ে যান  আপনি জানেন ব্যাচেলরদের জন্য সীমাবদ্ধ) পরবর্তী 3 মাসের জন্য, অনুগ্রহ করে 15 অক্টোবরের আগে চলে যান।  আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেহলিয়া, বা শাহানিয়ায় আপনার থাকার জায়গা নিন এবং একটি রুম বা বাসা নিন, সেখানে থাকুন, বা সবচেয়ে ভাল হবে আপনার নিজের দেশে ছুটি কাটাতে এবং 3/4 মাস পর আসবেন।

  কোম্পানির সকল সদস্যকে এই নিয়ম মেনে চলতে হবে, নতুবা জরিমানা ও কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।  আর যাদের আইডির মেয়াদ 3/4 মাস বাকি আছে, তাদের অবশ্যই ছুটিতে যাওয়ার আগে ছুটি রিনিউ করতে হবে।  এটি আপনার এবং কোম্পানির জন্যও ভালো।  কারণ এই সময়ের মধ্যে খুব কম কাজ হবে বা করা খুব বিপজ্জনক হবে।  অনুগ্রহ করে এই সময়ে কোনো কারণ ছাড়া ঘরের বাইরে যাবেন না এবং বাইরে আড্ডা দেবেন না।

বাকিটা আপনাদের ইচ্ছে!! 


আরো আপডেট পেতে আমাদের গুরুপে জয়েন হন!


🇶🇦 কাতার প্রবাসী বাংলাদেশ গ্রুুপ 🇧🇩 

🇧🇭কাতারে কাজের সন্ধান🇧🇭

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ১৬/১০/২০২২

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।  

(১৬-১০-২০২২) 

আজকের শিরোনাম-


* প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ’র নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত - জ্বালানী খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার উপায় খুঁজে বের করতে সম্মত উভয় দেশ। 


* দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঢাকা ও বন্দর সেরি বেগাওয়ানের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর। 


* বিএনপি কাঁধ থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভুত নামাতে পারছে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বললেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 


* সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


* আগামীকাল দেশের ৫৭টি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। 


* আগামীকাল থেকে সারাদেশে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করবে টিসিবি। 


* চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস উদ্বোধন করে দেশটির সেনাবাহিনীকে শক্তিশালী করার অঙ্গীকার করলেন প্রেসিডেন্ট শি জিনপিং। 


* এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে নামিবিয়া এবং নেদারল্যান্ডের জয়।

সকাল সাতটার সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ১৬/১০/২০২২

 বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ

(১৬-১০-২০২২)

আজকের শিরোনাম -


* তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছুলে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা প্রদান - সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সুলতান। 


* রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সুলতান হাজী হাসানাল বলকিয়াহ্র সৌজন্য সাক্ষাৎ - দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা। 


* ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির অপকৌশল - বললেন ওবায়দুল কাদের। 


* তিনমাস হাঁকডাক করে চট্টগ্রামে মহাসমাবেশের নামে ফ্লপ সমাবেশ করেছে বিএনপি - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


* বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। 


* ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর বর্বর হত্যাকান্ডকে গণহত্যার স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব উত্থাপন। 


* রাশিয়ায় একটি সামরিক প্রশিক্ষন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত। 


* এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠছে আজ - উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার মোকাবেলা করবে শ্রীলংকা।

শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ১৫/১০/২০২২

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।  

(১৫-১০-২০২২) 

আজকের শিরোনাম-


* তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় পৌঁছুলে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা প্রদান - সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সুলতান। 


* রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সুলতান হাজী হাসানাল বলকিয়াহ্র সৌজন্য সাক্ষাৎ - দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা। 


* ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির অপকৌশল - বললেন ওবায়দুল কাদের। 


* তিনমাস হাঁকডাক করে চট্টগ্রামে মহাসমাবেশের নামে ফ্লপ সমাবেশ করেছে বিএনপি -  মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


* বিভিন্ন কর্মসূচিতে আজ দেশে জাতীয় স্যানিটেশন মাস শুরু - জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালিত হলো বিশ্ব হাতধোয়া দিবস। 


* ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর বর্বর হত্যাকান্ডকে গণহত্যার স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব উত্থাপন। 


* তুরস্কের উত্তরাঞ্চলে কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১-এ। 


* এবং সিলেটে এশিয়া কাপ নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিলো ভারত।

সকাল সাতটার সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ১৫/১০/২০২২

 বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ

(১৫-১০-২০২২)

আজকের শিরোনাম -


* তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন ব্রæনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ - শ্রমবাজারসহ বিভিন্ন খাতে স্বাক্ষরিত হবে গুরুত্বপূর্ণ চুক্তি। 


* বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করে জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে বিএনপি - মন্তব্য ওবায়দুল কাদেরের। 


* সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট নিদর্শন বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধর্মগুরুদের অবদান অসামান্য - রাঙ্গুনিয়ায় কঠিন চিবরদান অনুষ্ঠানে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


* গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস এবং শুরু হচ্ছে জাতীয় স্যানিটেশন মাস - ২০২২। 


* তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরনে অন্তত ২২ জন নিহত। 


* এবং আজ সিলেটে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখী হবে শ্রীলংকা।

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ১৪/১0/২০২২

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।  

(১৪-১০-২০২২) 

আজকের শিরোনাম-


* তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকায় আসছেন ব্রæনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ - শ্রমবাজারসহ বিভিন্ন খাতে স্বাক্ষরিত হবে গুরুত্বপূর্ণ চুক্তি। 


* বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করে জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে বিএনপি - মন্তব্য ওবায়দুল কাদেরের। 


* সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট নিদর্শন বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধর্মগুরুদের অবদান অসামান্য - রাঙ্গুনিয়ায় কঠিন চিবরদান অনুষ্ঠানে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


* গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল সারাদেশে পালিত হবে জাতীয় স্যানিটেশন মাস- অক্টোবর ২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস। 


* চলমান অর্থনৈতিক সংকটের মুখে বৃটিশ অর্থমন্ত্রীকে বরখাস্ত করলেন দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস। 


* এবং আগামীকাল সিলেটে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখী হবে শ্রীলংকা।

শ্রেনী কক্ষে একদিন

 টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন,

__জননী তোমার কি বিয়ে হয়েছে? 

"মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল"

__হ্যাঁ স্যার। আমার একটা দুই বছরের ছেলে

আছে।

.

টিচার চট করে দাঁড়ালেন। খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, "আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানবো। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন,

.

__মা আজকে তুমিই টিচার। এই নাও চক, ডাষ্টার।

যাও তোমার প্রিয় দশ জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে দশ জন মানুষের নাম লেখলো। টিচার বললেন,

.

এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লেখলো।

.

সংসারের সবার নামের পাশে দুই একজন বন্ধু, প্রতিবেশীর নামও আছে। টিচার এবার বললেন,

.

–লিষ্ট থেকে পাঁচ জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, আর ক্লাশমেটদের নাম মুছে দিলো।

টিচার একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরো তিন জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়লো। ক্লাশের অন্য ষ্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিলো বিষয়টাকে। খুব মনযোগ

দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ

করছে। মেয়েটার হাত কাঁপছে।

.

সে ধীরে ধীরে তার বেষ্ট ফ্রেন্ডের নাম মুছলো।

এবং বাবা আর মায়ের নামও মুছে দিলো। এখন মেয়েটা রিতিমত

কাঁদছে।

.

যে মজা দিয়ে ক্লাশটা শুরু হয়েছিলো, সেই মজা আর

নেই। ক্লাশের অন্যদের মাঝেও টানটান উত্তেজনা।

লিষ্টে আর বাকী আছে দুইজন। মেয়েটার হাজবেন্ড আর

সন্তান। টিচার এবার বললেন, আরো একজনের নাম মুছো।

কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইলো। কারো নাম মুছতে সে

আর পারছেনা। টিচার বললেন 

.

–মা গো, এইটা একটা খেলা।

সাইকোলজিক্যাল খেলা। জাষ্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে

বলেছি, মেরে ফেলতে তো বলিনি!!!

.

মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিলো।

টিচার এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা

গিফ্ট বের করে বললেন– তোমার মনের উপর দিয়ে যে

ঝড়টা গেলো তার জন্য আমি দুঃখিত। আর এই গিফ্ট বক্সে

দশটা গিফ্ট আছে। তোমার সব প্রিয়জনদের জন্য।

.

এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে। মেয়েটা

বলল- প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম।

.

কারন তবু আমার কাছে বেষ্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই

রইলো। পরে যখন আরো তিন জনের নাম মুছতে

বললেন, তখন বেষ্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে

দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না। আর বেষ্ট

ফ্রেন্ড না থাকলে কি হয়েছে?

.

আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেষ্ট ফ্রেন্ড। কিন্তু

সবার শেষে যখন এই দুইজন থেকে একজনকে মুছতে

বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না।

.

পরে ভেবে দেখলাম, ছেলেতো বড় হয়ে একদিন

আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে। কিন্তু

ছেলের বাবাতো কোন দিনও আমাকে ছেড়ে যাবে না।


লেখা ও ছবি সংগৃহীত। 

#শিক্ষা_ও_তথ্য_কেন্দ্র।

ফেসবুক থেকে কপি করে
পেষ্ট করা

ময়মনসিংহের ত্রিশালে বিমান বন্দরের দাবি,,,, ময়মনসিংহ বিভাগ ফেইসবুক থেকে কপি করা

 বাংলাদেশের উওর-পূর্বাঞ্চলীয় সীমান্ত বিভাগ ময়মনসিংহ।দেশের সকল বিভাগে বিমানবন্দর থাকলেও নেই কেবল ময়মনসিংহ বিভাগে।


অথচ সকল দিক বিবেচনায় ঢাকা, চট্টগ্রামের পরই ময়মনসিংহ বিভাগের অবস্থান এবং দেশের ভবিষ্যৎ প্রাণকেন্দ্র।


ময়মনসিংহের বিভাগের ০৪ টি জেলাই সীমান্তবর্তী জেলা।

মেঘালয় রাজ্যের সাথে আছে স্থলবন্দর।


*** ময়মনসিংহ বিভাগে আছে- ০৪ টি বিশ্ববিদ্যালয়-------


১/ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

২/ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

৩/ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।

৪/ শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেলান্দহ, জামালপুর।


**** প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়- ০২ টি


১/ ময়মনসিংহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় - মুয়েট ( বর্তমমান ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ)।

২/ বঙ্গবন্ধু সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।


****ময়মনসিংহ বিভাগে আছে ০৫ টি মেডিকেল কলেজ


১/ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ

২/ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

৩/ নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতাল।

৪/ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

৫/ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ময়মনসিংহ।


*** প্রস্তাবিত মেডিকেল প্রকল্প---- 


১/ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বর্তমান ময়মনসিংহ মেডিকেল কলেজ)

২/ ময়মনসিংহ মহিলা মেডিকেল কলেজ ( বর্তমান এস কে হাসপাতাল ও কালাজ্বর গবেষণা কেন্দ্র, ময়মনসিংহ)


**** ময়মনসিংহ বিভাগের শিল্পাঞ্চল সমূহ--- (৫০০+)


১/ ত্রিশাল শিল্পাঞ্চল(সিরামিক ও গার্মেন্টস, বেভারেজ) ময়

২/ ভালুকা শিল্পাঞ্চল (সিরামিক, গার্মেন্টস, বেভারেজ), ময়

৩/ গৌরিপুর শিল্পাঞ্চল (গার্মেন্টস, অয়েল, জুট মিল), ময়.

৪/ নান্দাইল শিল্পাঞ্চল (গার্মেন্টস, নীটিং), ময়মনসিংহ

৫/ ঈশ্বরগঞ্জ ইজোনোমিক জোন, ময়মনসিংহ

৬/ জামালপুর ইকোনোমিক জোন-১, জামালপুর।

৭/ জামালপুর ইকোনোমিক জোন-২, জামালপুর।

৮/ জিলবাংলা সুগার মিল, দেওয়ানগঞ্জ, জামালপুর।

৯/ ময়মনসিংহ জুট মিলস, ময়মনসিংহ।

১০/ গ্লোবাল জুট মিলস, গৌরিপুর, ময়মনসিংহ।


*** ময়মনসিংহ বিভাগে আছে - ০৪ টি স্থলবন্দর


১/ কইড়তলী স্থলবন্দর, হালুয়াঘাট, ময়মনসিংহ।

২/ গোবরাকুড়া স্থলবন্দর, হালুয়াঘাট, ময়মনসিংহ।

৩/ ধানুয়া কামালপুর স্থল বন্দর, বকশীগঞ্জ, জামালপুর।

৪/ নাকুগাঁও স্থলবন্দর, নালিতাবাড়ি, শেরপুর।


*** ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎকেন্দ্র সমূহ---


১/রুরাল পাওয়ার স্টেশন-১, ময়মনসিংহ। (২১০ MW)

২/ রুরাল পাওয়ার স্টেশন-২, ময়মনসিংহ (৩৬০ MW)

৩/ ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লি:, ময়মনসিংহ।

৪/ সুতিয়াখালী সৌরবিদ্যুৎকেন্দ্র, ময়মনসিংহ।

৫/ ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লি:, জামালপুর।

৬/ ইউনাইটেড জামালপুর পাওয়ার লি:, জামালপুর।


*** ময়মনসিংহ বিভাগ ০৪ টি জংশন রেল জংশন---


১/ ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন, ময়মনসিংহ।

২/ গৌরিপুর রেলওয়ে জংশন স্টেশন, ময়মনসিংহ।

৩/ শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন, ময়মনসিংহ।

৪/ জামালপুর রেলওয়ে জংশন স্টেশন, ময়মনসিংহ।


**** জাতীয় মহাসড়ক ময়মনসিংহ বিভাগ ---


১/ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক(জাতীয় মহাসড়ক)০৪ লেন

২/ ঢাকা-জামালপুর মহাসড়ক (জাতীয় মহাসড়ক) ০৪ লেন

৩/ ময়মনসিংহ-টাংগাইল মহাসড়ক (জাতীয় মহাসড়ক)


**** ময়মনসিংহে আছে নৌযোগাযোগ ব্যবস্থা--

১/ ময়মনসিংহ নৌবন্দর, ময়মনসিংহ (প্রস্তাবিত)

২/ বাহাদুরাবাদ ঘাট, জামালপুর

৩/ জগন্নাতগঞ্জ ঘাট, জামালপুর।


ময়মনসিংহ একটি উদীয়মান শিল্পোন্নত বিভাগ। এছাড়া ময়মনসিংহ হলো ৮ম বিভাগীয় শহর।


কাজেই ভবিষ্যৎ এর কথা চিন্তা করলে দেখা যায় এই বিকাশমান রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামাজিক চাহিদা- সড়ক, নৌ এবং রেলপথের মাধ্যমে চালানো সম্ভবপর হবে না। যানজট এর কারণে জনজীবন স্থবির হয়ে পড়বে।


তাই ময়মনসিংহ বিভাগে একটি আন্তর্জাতিজ বিমানবন্দর স্থাপন খুবই জরুরী। যেহেতু ত্রিশাল এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এর জায়গা নির্ধারিত আছে এবং জনগণও সঠিক পাওনা পেলে জমি ছাড়তে রাজি তাই বিষয়টি বিবেচনার অনুরোধ রইলো।


কারণ ময়মনসিংহ বিভাগের বিকাশমান অর্থনীতির চাকা সচল রাখতে আজ না হউ কাল ময়মনসিংহে বিমানবন্দর করতেই হবে।

কপি
পেস্ট

অনুকরণীয়,,, ফেইসবুক থেকে নেওয়া

অনুকরণীয়।


আমেরিকায় পনেরো বছরের একটি বালক দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়লো। বিচারক অপরাধের কাহিনী শুনে বালকটিকে জিজ্ঞাসা করলেন - "তুমি কি সত‍্যিই কিছু চুরি করেছিলে ? রুটি- চিজের কোনো প‍্যাকেট ?"


মাথা নিচু করে ছেলেটি উত্তর দিলো - "হ‍্যাঁ"।


বিচারক - কেনো চুরি করলে ?


বালক - আমার প্রয়োজন ছিলো।


বিচারক - কিনে নিতে পারতে।


বালক - টাকা ছিলো না।


বিচারক - পরিবার থেকে নিলেই হতো।


বালক - আমার বাড়িতে শুধু মা আছেন। মা অসুস্থ, কর্মহীন। মায়ের জন‍্যই রুটি চিজ চুরি করেছিলাম।


বিচারক - তুমি কোনো কাজ করো না ?


বালক - গাড়ি ধোওয়ার কাজ করতাম। মাকে সেবা করার জন‍্য একদিন ছুটি নিয়েছিলাম। তাই আমার কাজ চলে গেলো।


বিচারক - কারও কাছে সাহায্য চাওনি ?


বালক - সকালে বাড়ি থেকে বেরিয়েছি। একটা কাজের জন‍্য প্রায় পঞ্চাশ জনের কাছে গিয়েছি। সবশেষে এই চূড়ান্ত পথটাই নিতে হলো।


ছেলেটির সাথে কথাবার্তার শেষে বিচারক রায় ঘোষণা করতে গিয়ে বললেন - "চুরি, বিশেষ করে রুটি চুরি একটি অত‍্যন্ত লজ্জাজনক অপরাধ। আর এই অপরাধের জন‍্য আমরা সবাই দায়ী। এই আদালতে উপস্থিত প্রত‍্যেকে, আপনাদের মধ‍্যে আমিও আছি, এই অপরাধের সাথে যুক্ত। তাই এখানে উপস্থিত প্রত‍্যেক ব‍্যক্তিকে দশ ডলার করে জরিমানা করা হলো। দশ ডলার এখানে জমা না দিয়ে কেউ এখান থেকে যেতে পারবে না।"


এই বলে বিচারক তার পকেট থেকে দশ ডলার বের করলেন এবং কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন - এ ছাড়াও যে দোকান ক্ষুধার্ত ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিয়েছে সেই দোকানকেও আমি এক হাজার ডলার জরিমানা দিতে আদেশ করছি। জরিমানার টাকা যদি চব্বিশ ঘণ্টার মধ‍্যে জমা দেওয়া না হয়, আদালত দোকানটিকে সিল করে দিতে নির্দেশ দেবে। জরিমানার সমস্ত টাকা এই ছেলেটির হাতে তুলে দিয়ে আদালত তার কাছে ক্ষমা প্রার্থনা করবে।


বিচারকের রায় শোনার পর আদালতে উপস্থিত সকলের চোখে পানি। ছেলেটিও একেবারে বাকরুদ্ধ। বিচারককে সে বারবার দেখছিলো। চোখের পানি লুকিয়ে বিচারক আদালত ত‍্যাগ করলেন।


আমাদের সমাজ, প্রশাসনিক ব‍্যবস্থা, আদালত এমন সিদ্ধান্ত নিতে কি প্রস্তুত ? রুটি চুরি করতে গিয়ে যদি কোনো ব‍্যক্তি ধরা পড়ে, সেই দেশের জনগণের লজ্জিত হওয়া উচিত।


সংগৃহীত

কপি

পেস্ট 

নারীদের মাঝে ভ্যাজাইনাল ডিসচার্জ স্বাভাবিক একটি ফিজিওলজিক্যাল প্রক্রিয়া

 নারীদের মাঝে ভ্যাজাইনাল ডিসচার্জ স্বাভাবিক একটি ফিজিওলজিক্যাল প্রক্রিয়া । অনেকেই ভাবেন সাদা স্রাব মানেই রোগ, আসলে বিষয়টি একেবারেই তা নয়। মা...