এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি কাতার সরকার ২০২২

 আস সালামু আলাইকুম।  তোমরা সবাই কেমন আছ?  কাতার সরকার ফিফা ফুটবল বিশ্বকাপ-2022 এবং বর্তমান সময়ের উপর ভিত্তি করে আবাসন/বসবার ঘর বা ঘর সম্পর্কিত অনেক আইন যুক্ত করেছে।  যারা বিভিন্ন কোম্পানি বা পেশায় কাজ করছেন তারা যেন পারিবারিক এলাকায় থাকতে না পারেন সে ব্যাপারে সরকার খুবই কঠোর।  20শে অক্টোবরের পর কোম্পানির কোনো নিয়োগকর্তাকে পারিবারিক এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেলে তাকে এবং কোম্পানিকে 50000 কাতারি রিয়াল জরিমানা করা হবে এবং কাতার থেকে নির্বাসনের জন্য সিআইডিতে পাঠানো হতে পারে।  তাই দয়া করে ফিরোজ আব্দুল আজিজ, মানতাজা, মানশুরা, দোহা জেদিদ, মুশাইরেব, বিন মাহমুদ, সালাতা, নাজমা, আল সাদ, ফিরোজ বিন দিরহাম, মদিনা মোরা, আজিজিয়া, রায়ান, আল ওয়াকরা (বা অন্য যেকোন স্থান) এলাকা ছেড়ে যান  আপনি জানেন ব্যাচেলরদের জন্য সীমাবদ্ধ) পরবর্তী 3 মাসের জন্য, অনুগ্রহ করে 15 অক্টোবরের আগে চলে যান।  আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেহলিয়া, বা শাহানিয়ায় আপনার থাকার জায়গা নিন এবং একটি রুম বা বাসা নিন, সেখানে থাকুন, বা সবচেয়ে ভাল হবে আপনার নিজের দেশে ছুটি কাটাতে এবং 3/4 মাস পর আসবেন।

  কোম্পানির সকল সদস্যকে এই নিয়ম মেনে চলতে হবে, নতুবা জরিমানা ও কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।  আর যাদের আইডির মেয়াদ 3/4 মাস বাকি আছে, তাদের অবশ্যই ছুটিতে যাওয়ার আগে ছুটি রিনিউ করতে হবে।  এটি আপনার এবং কোম্পানির জন্যও ভালো।  কারণ এই সময়ের মধ্যে খুব কম কাজ হবে বা করা খুব বিপজ্জনক হবে।  অনুগ্রহ করে এই সময়ে কোনো কারণ ছাড়া ঘরের বাইরে যাবেন না এবং বাইরে আড্ডা দেবেন না।

বাকিটা আপনাদের ইচ্ছে!! 


আরো আপডেট পেতে আমাদের গুরুপে জয়েন হন!


🇶🇦 কাতার প্রবাসী বাংলাদেশ গ্রুুপ 🇧🇩 

🇧🇭কাতারে কাজের সন্ধান🇧🇭

কোন মন্তব্য নেই:

নারীদের মাঝে ভ্যাজাইনাল ডিসচার্জ স্বাভাবিক একটি ফিজিওলজিক্যাল প্রক্রিয়া

 নারীদের মাঝে ভ্যাজাইনাল ডিসচার্জ স্বাভাবিক একটি ফিজিওলজিক্যাল প্রক্রিয়া । অনেকেই ভাবেন সাদা স্রাব মানেই রোগ, আসলে বিষয়টি একেবারেই তা নয়। মা...