এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

মোল্লা নাসিরউদ্দিনের গাধার গল্প

 মোল্লা নাসিরুদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। 


কিন্তু ছাদে উঠে, গাধা আর নামতে চাইছে না। 


বহু চেষ্টা বিফলে গেল। গাধা মোটেও নামবে না। বাধ্য হয়ে মোল্লা নিচে নেমে এসে গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন। 


আধ ঘন্টা, এক ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেল, তবুও গাধা নামছে না। 


মোল্লা নাসিরুদ্দিন অনুভব করলেন, গাধা পদাঘাত করে তাঁর বাড়ির জীর্ণ-শীর্ণ ছাদ ভেঙে ফেলতে চাইছে। 


মোল্লা ভয় পেয়ে গেলেন। কমজোর ছাদ, সামনে বর্ষাকাল, বিপদ আসন্ন। ছাদ ভেঙে গেলে, ঝড়-জলের দিনে থাকবেন কোথায়!


বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন, গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায়। কিন্তু গাধা নামতেই চায় না, ছাদের উপর ক্রমাগতঃ লাথি মেরে চলেছে। 


মোল্লা শেষমেশ গাধাকে ধাক্কা মেরে নিচে নামানোর চেষ্টা করতেই গাধা মোল্লাকে কয়েকবার লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল। 


ভীষণ রকম আহত হয়ে মোল্লা মাটিতে পড়ে রয়েছেন। ওদিকে গাধাও ছাদ ভেঙে ঘরের মেঝেতে পড়ে গেল। মোল্লা রক্তাক্ত, গাধাও তাই। মোল্লার হাত ভেঙেছে, কোমরে ব্যথা, ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে উঠে দাঁড়াতে পারছে না। নির্ঘাত পা ভেঙে গিয়েছে!


মোল্লা নাসিরুদ্দিন সেদিন বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে নিয়ে যেতে নেই। নিয়ে গেলে গাধা -

প্রথমতঃ, যে জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গার ক্ষতি করবে। 

দ্বিতীয়তঃ, যিনি নিয়ে যাবেন, তাঁর ক্ষতি করবে। 

তৃতীয়তঃ, গাধা নিজেরও ক্ষতি করবে।


অযোগ্য কাউকে ওপরে তুললে এই অবস্থাই হয়।


সংগৃহীত

কোন মন্তব্য নেই:

Infinix ব্যবহারকারী? এই ১০টি Pro Level ফিচার একবারও ব্যবহার করেছেন?

 ”Infinix ব্যবহারকারী? এই ১০টি Pro Level ফিচার একবারও ব্যবহার করেছেন?” অনেকেই Infinix ফোনকে শুধু "কমদামি" ফোন বলে অবহেলা করে, কিন্...