”Infinix ব্যবহারকারী? এই ১০টি Pro Level ফিচার একবারও ব্যবহার করেছেন?”
অনেকেই Infinix ফোনকে শুধু "কমদামি" ফোন বলে অবহেলা করে, কিন্তু এই ফোনে এমন কিছু Premium Feature আছে যেগুলো Samsung-এও নেই। নিচের সেটিংগুলো একবার অন করেই দেখুন
১. XHide – আপনার গোপন ফাইল/ছবি লুকান
`Phone Master → XHide → PIN সেট করে প্রয়োজনীয় ফাইল Add করুন`
২. Freezer – RAM ফ্রি করার জন্য Best ফিচার
`Settings → Special Function → Freezer`
যেকোনো অ্যাপ Freeze করলে ব্যাকগ্রাউন্ডে আর চলবে না।
৩. Lightning Multi-Window (Split Screen)
`Settings → Special Function → Lightning Multi-window`
৪. Magic Button (Gaming Trigger)
`Game Mode → Magic Button` → Volume keys কে Gaming Trigger হিসেবে সেট করুন।
৫. Social Turbo (WhatsApp এর জন্য All-in-One ফিচার)
`Settings → Special Function → Social Turbo`
WhatsApp Call Recorder, Status Saver, Voice Changer সব এক জায়গায়।
৬. Smart Panel (Floating Quick Apps)
`Settings → Display → Smart Panel` → Enable করুন
৭. Eye Care + Anti-Peeping Screen
`Settings → Display → Eye Care` → Enable + Schedule করুন
৮. Power Boost + Marathon Mode (Battery কে Long Lasting করুন)
`Settings → Battery Lab → Power Boost / Ultra Power Mode`
৯. Notification LED (কল / মেসেজ এর সময় লাইট ঝলকানো)
`Settings → Display → Notification Light`
১০. Fingerprint Quick Action
`Settings → Security → Fingerprint → Quick Launch`
দ্রুত Apps/Others Shortcut Assign করুন
Infinix ফোনে যদি উপরের ফিচারগুলো ঠিকভাবে সেট করা থাকে, তাহলে আপনি সত্যিকারের “Pro Level” সুবিধা পাবেন – আর ফোনও আগের তুলনায় অনেক স্মার্ট ভাবে কাজ করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন