হুজুরদের দোষ।
১/নামাজ লম্বা পড়ালেও দোষ
২/আস্তে পড়ালেও দোষ।
৩/উচ্চ স্বরে পড়ালেও দোষ
৪/নির্মস্বরে পড়ালেও দোষ
৫/কেরাত লম্বা পড়ালেও দোষ
৬/ছোট পড়ালেও দোষ
৭/আসতে একটু দেরি হলেও দোষ
৮/ভলিউম বাড়িয়ে একটু খবর শোনাও দোষ (কিন্তু তারা ছেলে মেয়ের বিয়ের সময় সাউণ্ড বক্স বাজালে দোষ না)
৯/ভলিউম ছোট করে শোনলেও দোষ।(গোপনে কি যেন শুনতেছে)
১০/মোবাইলে কথা বললেও দোষ।যেন ইমাম সাহেব মেয়েদের সাথে কথা বলতেছে।
১১/ কথা না বললেও দোষ। (হুজুর মা বাবার সাথে কথা বলে না)
১২/হুজুরের ওয়াজ ইন্টারনেটে না থাকলেও দোষ।(হুজুর নরমাল ইমাম তা না হলে হুজুরের ওয়াজ ইন্টারনেটে নেই কেনো)
১৩/থাকলেও দোষ(হুজুর ভাইরাল হতে চাই)
১৪/হুজুর বিয়ে করলেও দোষ (এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে)
১৫/বিয়ে না করলেও দোষ( হুজুর মন মানসিকতা ভালো নেই)
১৬/ হুজুর বাড়ি গেলোও দোষ(বউ পাগলা)
১৭/বাড়ি না গেলোও দোষ (হুজুর বউকে সময় দেইনা)
১৮/হুজুর আস্তে হাঁটলেও দোষ(যেনো বেশি খেয়ে হাটতে পারছেনা)
১৯/হুজুর জোরে জোরে হাঁটলেও দোষ (যেনো কোথাও দাওয়াত পেয়েছে)
২০/হুজুর কথা একটু বেশি বললেও দোষ (হুজুর যেনো বাঁচাল)
২১/হুজুর কথা একটু কম বললেও দোষ (হুজুর যেনো ভূত)
২২/হুজুর কোরআনের হক কথা বললেও দোষ। (হুজুর রাজনীতিক কথা বলে)
২৩/হুজুর কিচ্ছা কাহিনি বললেও দোষ।(হুজুর কোরআন হাদিস জানেনা)
২৪/হুজুর বেতন খোজলেও দোষ (হুজুর এত টাকা কি করে)
২৫/হুজুর স্মার্ট ফোন ব্যবহার করেনা এটাও দোষ (হুজুর কিপটা)
২৬/হুজুর স্মার্ট ফোন ব্যবহার করে এটাও দোষ(হুজুর কেন স্মার্ট ফোন ব্যবহার করবে?)
সব দোষ হুজুরের😪😪😪
#বিঃদ্রঃ- হুজুররা কিন্তু ফেরেশতা না যে তারা ভুল করবেনা।সবারি কিছু না কিছু ভুল আছে।যদি ইমামদের কোন ভুলত্রুটি পান তাহলে তাকে গিয়ে সরাসরি বলুন।এতে আপনার ও তার সম্মান বাড়বে।অন্য কারোর মাধ্যমে বলা এটা অনুচিত।আল্লাহ তায়ালা আমাদের সঠিক বুঝ দান করেন,আমিন,,,
Ad friend 🫂 Tawhid Ahsan
কপি
পেস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন