আমার চোখে সেরা দশ....
🔳 সেরা দশ ধারাবাহিকঃ
১. সাকিন সারিসুরি।
২. হাড়কিপ্টে।
৩. ভবের হাট।
৪. তোমার দোয়ায় ভালো আছি মা।
৫. কবুলিয়ত নামা।
৬. হাউজফুল।
৭. চাঁদের নিজের কোনো আলো নেই।
৮. ৪২০
৯. ঘড় কুটুম।
১০. নাটাইপাড়া বনাম ঘুড্ডি পাড়া।
🔳 সেরা দশ নাটক/টেলিফিল্মঃ
১. যে শহরে টাকা ওড়ে।
২. দেনমোহর।
৩. এখানে তো কোনো ভুল ছিলো না।
৪.বন্ধু আমরা তিনজন।
৫.শেষটা অন্য রকম ছিলো।
৬. জর্দা জামাল।
৭. এ্যাম্বুলেন্স।
৮. মায়ার জালে।
৯.ক্যারাম।
১০.দানব।
🔳 সেরা দশ, সাত পর্বের নাটকঃ
১. সিকান্দার বক্স সিরিজ।
২. এভারেজ আসলাম সিরিজ।
৩. যমজ সিরিজ।
৪. পিন্টু-মিন্টু সিরিজ।
৫. মাহিন সিরিজ।
৬. শান্তনা দে।
৭. বাড়াবাড়ি।
৮.সেই রকম ঝাল,চা,পান,ঘোষ,কাচ্চি,বাকিখোর।
৯.আবুলের ব্রেইন ওয়াশ।
১০.লায়েক চাঁন দ্যা গ্রেট।
🔳 সেরা দশ চলচ্চিত্রঃ
১. টেলিভিশন।
২. জালালের গল্প।
৩. হালদা।
৪. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
৫. দারুচিনি দ্বীপ।
৬. মূখোশ।
৭. কমলা রকেট।
৮. প্রজাপতি।
৯. অজ্ঞাতনামা।
১০. ডিকশনারি।
🔳 সেরা পাঁচ ওয়েব কন্টেন্টঃ
১. মহানগর।
২. আইজ্যাক লিটন।
৩. দৌড়।
৪. অমানুষ।
৫. মনের মানুষ।
🔳 সেরা দশ নাটকের চরিত্রঃ
১. রুইতন।
২. পিন্টু।
৩. ওসি হারুন।
৪. গোল্লা।
৫. ইফতি।
৬. সিকান্দার বক্স।
৭. এভারেজ আসলাম।
৮. জহির।
৯. মন্টু।
১০. ভাসান খাঁ।
🔳 সেরা পাঁচ সহ-শিল্পীঃ
১. ফারুক আহমেদ
২. নুসরাত ইমরোজ তিশা
৩. জামিল হোসেন।
৪. সুমাইয়া শিমু।
৫. তানজিন তিশা।
🔳 সেরা পাঁচ পরিচালকঃ
১. সালাহউদ্দিন লাভলু।
২. মোস্তফা সারোয়ার ফারুকি।
৩. সাগর জাহান।
৪. রেদওয়ান রনি।
৫. হাসান মোরশেদ।
মোশাররফ করিম অভিনীত ধারাবাহিক ও সাত পর্বের নাটক বাছাই করা খুবই কঠিন সবগুলোই ভালো লাগে…
কপি
পেস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন