এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

ছবিতে যেটি দেখছেন সেটি হচ্ছে টাকা ! এখনো ব্যবহার হয় এটির.... ফেইসবুক থেকে নেওয়া

 ছবিতে যেটি দেখছেন সেটি হচ্ছে টাকা ! এখনো ব্যবহার হয় এটির.... 


আমাদের পৃথিবীতে মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র ! মুদ্রার ইতিহাসে তিনটি ধাপ পেরিয়ে আজকে আমরা কাগজের মুদ্রা ব্যবহার করছি ! খুব প্রাচীনকালে বা ইতিহাসের প্রথম দিকের কথা যদি বলি তখন মানুষ বিনিময় প্রথার মাধ্যমে নিজের চাহিদা পূরণ করতো ‌। তবে এতেও মানুষের চাহিদা সম্পন্নরূপে পূরণ না হওয়ায় মুদ্রার আবির্ভাব হয়।


তখনকার সময়ে মুদ্রা বা টাকা ছিল বিভিন্ন ধরনের পাথর, শামুকের খোলস ইত্যাদি ইত্যাদি । ছবিতে যেটি দেখছেন এটিও একটি মুদ্রা বা টাকা ! 


সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এই মুদ্রাটি এখনো ব্যবহার হয় ! সভ্যতার শুরুর দিকে বা প্রাচীনকালে এই ধরনের মুদ্রার প্রচলন ছিল। তবে এখনো এই ধরনের মুদ্রার ব্যবহার সত্যিই অবিশ্বাস্য ! 


ছবির মুদ্রাটি দেখুন, এই মুদ্রাটিই আস্ত একটি মানুষ থেকে বড় ! প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপে ব্যবহার হয় এই ধরনের মুদ্রা ! সাগরের মাঝখানে একটি আদিবাসী গোষ্ঠী বলতে পারেন তাদের যারা আজও সেই ইতিহাসের প্রথম দিকে রয়েছে । 


প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপটির নাম Yap ! এই পাথরটি বা টাকাটির ওজন একটি মোটরসাইকেল থেকেও বেশি ! সেখানকার লোকেরা এই পাথরটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নাড়াতে পারে না । যেহেতু এটি একটি মুদ্রা তাই সেখানকার মানুষেরা আমাদের মতই এর ব্যবহার করে তবে এটির স্থান পরিবর্তন করানো যায় না বলে এটি সর্বদা একই স্থানে থাকে । অর্থাৎ যিনি প্রথমে এর মালিক ছিলেন তার কাছেই থাকে শুধু প্রতিবার গ্রামবাসীরা এটা জানে যে বর্তমানে এটি কোন ব্যক্তির মালিকানা ভুক্ত ! 


আমি জানতে চাই ~



কোন মন্তব্য নেই:

Infinix ব্যবহারকারী? এই ১০টি Pro Level ফিচার একবারও ব্যবহার করেছেন?

 ”Infinix ব্যবহারকারী? এই ১০টি Pro Level ফিচার একবারও ব্যবহার করেছেন?” অনেকেই Infinix ফোনকে শুধু "কমদামি" ফোন বলে অবহেলা করে, কিন্...