এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

২০২৪ শেষ হয়ে যাচ্ছে, ২০২৫ চলে আসতেছে! বাট আমরা অনেকেই আগের কোনো একটা বছরেই আটকে আছি, 

 ২০২৪ শেষ হয়ে যাচ্ছে, ২০২৫ চলে আসতেছে! বাট আমরা অনেকেই আগের কোনো একটা বছরেই আটকে আছি, আমার কেনো জানি মনে হয় আমি ২০২০ এই আটকে আছি, বাট ২০২০ গেলো যে সেটারও ৪ বছর হতে লাগলো। তবে যাই হউক নতুন বছরে সবারই টার্গেট থাকে ভালো কিছু করার, অন্ততঃ আগের বছরের চাইতে আরো ভালোভাবে সবকিছু করার ইচ্ছা থাকে। 


কিন্তু সমস্যা হলো এমন ইচ্ছা কিন্তু ২০২৩ এর শেষের দিকেও ছিলো, ২৪ এর জন্যেও আমরা প্ল্যান করেছিলাম। বাট অধিকাংশ প্ল্যানই হয়তো আমাদের মনমতো হয়নি, অথবা একদমই কিছু হয়নি। আপনি এরকম হলে হতাশ হবেন না, এবার ২০২৫ এর প্ল্যানিং একটু ডিফারেন্ট হবে। কারণ ২০২৩ আর ২০২৪ এর মধ্যে একটা ডিফারেন্স আছে, যেটা হলো এখন আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট অনেক অ্যাক্সেসেবল হয়ে গেছে। 


যদিও ২০২৩ এর শেষের দিকেও এগুলো ছিলো বাট তখন আমরা এতো সিরিয়াসলি নেই নাই, অথবা জিনিসগুলো এতোটা ম্যাচিউরডও ছিলো না।  আমি আগে একটা পোস্টে এআই বা স্পেসেফিকভাবে বললে চ্যাটজিপিটি আমাদের খুবই ভালো একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে সেটা নিয়ে পোস্ট করেছিলাম (পোস্ট না দেখলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিবেন)। আজকেও আমি চ্যাটিজিপিট ইউজ করে কিভাবে আপনার ২০২৫ সালটা প্ল্যান করতে পারেন সেটা সম্পর্কে জানানোর চেষ্টা করবো। 


আমাদের লাইফে সবারই কোনো না কোনো টার্গেট থাকে, আবার অনেক দায়িত্বও থাকে। মাঝেমধ্যে এই দায়িত্ব পূরণ করতে গিয়ে নিজের অনেক টার্গেট অ্যাচিভ করা সম্ভব হয় না। আমাদের অনেকের সেইম হয়েছে এই ২০২৪ সালেও। তবে ২০২৫ এ যাতে আমাদের সেইম সমস্যা না হয় তাই আপনি আপনার কি কি টার্গেট আছে, আপনি কি কি করতে চাচ্ছেন সেগুলো সব চ্যাটিজিপিটিতে এক্সপ্লেইন করে বলতে পারেন। সেইসাথে এই টার্গেটগুলো আপনি কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন বা আদৌ কিছু করতে পেরেছেন কিনা সেটা বলবেন। তারপর টার্গেট ঠিকঠাকমতো এচিভ না হলে কি কারণে হয়নি সেটা বিস্তারিত বলবেন। 


ধরেন আপনার ফুল টাইম জব আছে, জবের পাশাপাশি আপনি নতুন কিছু লার্নিং এ সময় দিতে চান, নিজের পার্সোনাল প্রোজেক্ট করতে চান, রেগুলার এক্সারসাইজ করতে চান, ব্লগ লিখতে চান, খেলাধুলা করতে চান। আপনার কিছু কাজ মাস্ট করতেই হবে, এগুলোকে স্কিপ করা যাবে না। আবার পাশাপাশি সময় বের করে আপনি আপনার অন্যান্য আরো কিছু কাজও আপনার লাইফে ফিট করাতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এই প্ল্যানগুলোকে আপনার মতো করে সর্বোচ্চ বেস্ট উপায়ে চ্যাটিজিপিটি থেকে অপ্টিমাইজ করে নিতে পারেন। 


যেসব কাজ আপনার মাস্ট করতে হবে সেগুলোর কথা জানাতে পারেন, সেগুলোতে কতটুকু সময় আর কখন সময় খরচ করতে হয় সেগুলো জানাতে পারেন। তারপর সেসব কাজ কন্সিডারেশনে নিয়ে আপনার অন্যান্য বাকি কাজগুলোর জন্য প্ল্যান তৈরি করে দিতে বলতে পারেন। কোন কাজটা কিভাবে করলে, কখন করলে, আগেরবার কেনো হয়নি সেটা বললে আপনার মতো করে সম্পুর্ন পার্সোনালাইজড, আপনার উইকনেস এবং স্ট্রেংদথ কন্সিডারেশনে নিয়ে বিস্তারিত প্ল্যান পাবেন। যদি চান তাহলে দিন অনুযায়ী আপনাকে বিস্তারিত রুটিন পর্যন্ত করে দিতে পারবে চ্যাটজিপিটি।


তাহলে আর দেরী কেনো, আজকেই নেমে পড়ুন আপনার লাইফের জন্য সম্পূর্ণ পার্সোনালাইজড প্ল্যানিং রেডি করতে! আর হ্যা প্ল্যান রেডি করে জানুয়ারির ১ তারিখের জন্য বসে থাকবেন না, এখনি প্ল্যানগুলো অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করবেন কোনটা কাজ করছে আর কোনটা করছে না। নতুন বছর শুরু হওয়ার আগেই প্ল্যানমতো কাজ করে প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট করে নতুন বছর শুরু হওয়ার আগেই আপনার জন্য বেস্ট এবং আপনার জন্য অপ্টিমাইজড প্ল্যান রেডি করে ফেলুন!

কোন মন্তব্য নেই:

কাজী নজরুল ইসলাম যখন বেঁচে ছিলেন, তখন বেচারার সমস্যা ছিল এই যে মোল্লারা তাঁকে ডাকতেন কাফের, এবং হিন্দুরা বলতো যবন। যেহেতু তিনি বিলেত ফেরত ছিলেন না, তাই বিদ্বানরা তাঁর প্রাতিষ্ঠানিক পড়ালেখার দৌড় নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতো। 

 কাজী নজরুল ইসলাম যখন বেঁচে ছিলেন, তখন বেচারার সমস্যা ছিল এই যে মোল্লারা তাঁকে ডাকতেন কাফের, এবং হিন্দুরা বলতো যবন। যেহেতু তিনি বিলেত ফেরত ছ...