এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৮ মে, ২০২৫

নতুন নিয়মে #উপবৃত্তি পেতে হলে অভিভাবকের NID এর সাথে সিম/মোবাইল নং এবং সিম/মোবাইল নং ও নগদ একউন্ট একই NID হতে হবে। 

 নতুন নিয়মে #উপবৃত্তি পেতে হলে অভিভাবকের NID এর সাথে সিম/মোবাইল নং এবং সিম/মোবাইল নং ও নগদ একউন্ট একই NID হতে হবে। 

সমস‌্যা বিদ‌্যমান:

১। পিতার nid দিয়ে সিম মাতা অভিভাবক হিসেবে ফোন নং দেওয়া। 

২।কোন অভিভাবকের নগদ একাউন্ট মাতার নামে 

৩। মাতার nid দিয়ে সিম উঠানো নগদ একাউন্ট অভিভাবক পিতার নামে

৪। কখনো ১৭ সংখ্যার nid পরে জমা দেওয়া স্মার্ট কার্ড সিম উঠানো পুরাতন NID


সমাধান:

# নগদ ভেরিফিকেশন আগে চেক করে শিউর হয়ে এন্ট্রি করতে হবে। 

# প্রাথমিক বিদ্যালয়ের বেশীরভাগ অভিভাবকের সিম/মোবাইল নং স্বামীর এন আই ডি দিয়ে রেজিষ্ট্রেশন করা। উপবৃত্তিতে সার্ভার ভেরিফিকেশন করা হচ্ছে।

 # পিতার NID এবং পিতার মোবাইল নাম্বার একাউন্ট মিলে গেলে অভিভাবক পিতার নাম দেওয়া যেতে পারে। উপবৃত্তির ক্ষেত্রে নগদ একাউন্ট অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কারণে অফিসিয়াল কাগজপত্র জমা দেওয়া হয়নি যে কারণে পুনরায় যাচাই করার জন্য দেওয়া হয়েছে।

# যে অভিভাবকদের এ ধরনের সমস্যা হচ্ছে তাদেরকে কাগজপত্র জমা দিয়ে অ্যাকাউন্ট সঠিক করে নিতে হবে।সেক্ষেত্রে এন্ট্রির জন‌্য ৪৮ ঘন্টা অপেক্ষা করে ভেরিফিকেশন করতে হবে।


 যে বিভাগ গুলো এখনো উপবৃত্তির জন্য চালু হয়নি সেই বিভাগ গুলো ইউজার আইডি আপডেট করার প্রয়োজন নেই যখন চালু হবে তখন ইউজার আইডি দিয়ে আপডেট করে নিতে হবে।


যেসকল বিদ‌্যালয়ে ইউজার আইডি লগইন করতে ব‌্যার্থ হয়েছেন সেই বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের তথ‌্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ‌্যমে কর্মকর্তা মহোদয়গণের বিভাগীয় হোয়াটসঅ‌্যাপ গ্রুপে দিয়ে ঠিক করে নিতে হবে। সেক্ষেত্রে দুই দিন সময় লাগতে পারে। না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

সিম ভেরিফিকেশন করার জন্য মোবাইল বিদ্যালয়ে এনে *16001# দিয়ে ডায়েল করে sms এ nid শেষ চার সংখ্যা লিখে পাঠানোর পর ফিরতি sms এ তথ্য পেয়ে যাবেন।

#উপবৃত্তি

কোন মন্তব্য নেই:

সোশ্যাল মিডিয়াতে ইনকাম ও তার বাস্তবতা,,,,

 📲 সোশ্যাল মিডিয়াতে ইনকাম ও তার বাস্তবতা 🎥 বাস্তবতা না বুঝে রিলস বানানোর নামে জীবনের ভারসাম্য হারানো… বর্তমানে বহু তরুণ-তরুণী ফেসবুক, ইনস...