সংসারের ভাঙনের শুরু যেভাবে হয়..
আপনি যখন আপনার স্ত্রীর সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেন, সেটা যদি হয় অন্য কোনো নারীর সঙ্গে—তখনই আপনি নিজের সংসারের একটা দরজা খুলে ফেলেন। হয়তো আপনি সেটা খুব সাধারণ একটা কথোপকথন বলে ভাবছেন, কিন্তু বাস্তবে আপনি জানিয়ে দিচ্ছেন যে, আপনার দাম্পত্য জীবনে একটা শূন্যতা আছে।
সেই নারী যাকে আপনি এই কথাগুলো বলছেন, সে কিন্তু চুপ করে বসে থাকে না। সে বুঝে ফেলে, আপনার জীবনে একটা ফাঁকা জায়গা আছে—যেটা সে পূরণ করতে পারে। আপনি যদি বলেন, “আমার স্ত্রী আমাকে আগের মতো সময় দেয় না”, সে তখন চেষ্টা করে আপনাকে প্রতিদিন একটু বেশি সময় দিতে। যদি বলেন, “আমার স্ত্রী শুধু অভিযোগ করে”, সে তখন আপনাকে প্রশংসা দিয়ে ভরিয়ে দেয়। আপনি যদি বলেন, “আমার ঘরে শান্তি নেই”, সে হয়ে ওঠে আপনার নতুন শান্তির আশ্রয়।
আপনি হয়তো ভাবেন, “আমি তো শুধু মন খারাপের সময় একটু সাপোর্ট খুঁজছিলাম।” কিন্তু আপনি বুঝতেও পারবেন না, কখন এই কথাবার্তা এক ধরনের মানসিক সম্পর্ক হয়ে উঠেছে। আর সেই সম্পর্ক অনেক সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায়, যেখান থেকে ফিরে আসা খুব কঠিন।
পরকীয়া কোনো দিন হুট করে শুরু হয় না। এটা শুরু হয় একটু কথা, একটু অভিযোগ, আর একটু সহানুভূতি দিয়ে। কিন্তু একবার আপনি সেই পথে পা রাখলে, তা থামানো কঠিন হয়ে পড়ে। আপনি যাকে হালকা করে দেখছেন, সে হয়তো আপনাকে তার জীবনের মূল অবলম্বন ভাবতে শুরু করেছে। তখন সেই সম্পর্কের দায় আর শুধু আপনার একার থাকে না—দুই জনের আবেগই জড়িয়ে পড়ে।
সত্যি বলতে কী, বেশিরভাগ মানুষ ইচ্ছে করে নিজের সংসার ভাঙে না। তারা শুধু একটুখানি দরজা খুলে দেয়। কিন্তু বুঝতে পারে না, সেই ছোট ফাঁক দিয়েই অশান্তি, অনৈতিকতা আর অনিশ্চয়তা ঢুকে পড়ে।
তাই আপনার যদি দাম্পত্য জীবনে সমস্যা থাকে, সেটা নিয়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গেই কথা বলুন। প্রয়োজনে কাউন্সেলরের সাহায্য নিন। কিন্তু সহকর্মী, পুরোনো বন্ধু বা নতুন পরিচিত কারো কাছে গিয়ে মন খোলার চেষ্টা করবেন না। কারণ সেখান থেকেই আপনার ঘরের ভিত দুর্বল হতে শুরু করে।
সব সম্পর্কেই ঝড় আসে। কিন্তু সেই ঝড় ঠেকাতে হলে দরজা বন্ধ রাখতে হয়। না হলে, বাইরের হাওয়ায় এক সময় পুরো ঘরটাই ভেঙে যায়।
আপনার স্ত্রী আপনার ঘরের মানুষ। তার সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করুন। বাইরে থেকে প্রশান্তি খুঁজতে গিয়ে যেন আপনার ভেতরের শান্তিটাই না হারিয়ে যায়।
✍️ আমার ডাক্তার-My doctor
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন