আপনার ফোনের ব্যাটারি আগের মতো নেই?
😰 ১০০% চার্জ দিয়ে বের হও, দুপুরেই ২০% হয়ে যায়?
⚠️ Android হোক বা iPhone — একটা ভুল চার্জিং অভ্যাস আপনার ব্যাটারি মেরে ফেলছে।
🍎 iPhone ব্যাটারি হেলথ টিপস (iOS):
1️⃣ Settings → Battery → Battery Health & Charging
2️⃣ Turn ON Optimized Battery Charging
3️⃣ Avoid 100% চার্জ রাখা সারাক্ষণ
4️⃣ Fast charger use করবেন কিন্তু third-party cheap cable নয়
5️⃣ Extreme heat বা ঠাণ্ডা এ ফোন চার্জ দেওয়া এড়িয়ে চলুন
✅ Samsung:
👉 Settings → Battery and Device Care → Battery → More battery settings
👉Turn ON Protect battery → এটা চার্জকে 85%-এ সীমাবদ্ধ রাখে।
✅ Xiaomi / Redmi / Poco:
Settings → Battery → Battery saver
Turn ON Battery health mode / Charging limit (সব মডেলে নাই)
Avoid overnight charging
✅ Vivo / Realme / Oppo:
Settings → Battery → Super power saving / App management
Use Smart charging / Intelligent charging if available
✅ Infinix / Tecno:
👉 Settings → Battery Lab → Enable Battery saver
Avoid background power drainers manually
📳 সকল ফোনে প্রযোজ্য হ্যাবিট টিপস:
✅ ফোন কখনো 0% এ আনবেন না
✅ চার্জ 20%-80% এর মধ্যে রাখলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়
✅ ঘুমানোর সময় ফোন চার্জে লাগিয়ে ঘুমানো → NO ❌
✅ বেশি গরম হয়ে গেলে চার্জিং বন্ধ করুন
✅ Power bank use করলে branded আর slow charging mode রাখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন