এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মাদরাসা থেকে ফাজিল-কামিল করে ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ আবেদন করতে গিয়ে শূন্য পদ ভিত্তিক বিষয় খুঁজে পাচ্ছেন না?বা বিষয় আসছে না?

 🛑 মাদরাসা থেকে ফাজিল-কামিল করে ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ আবেদন করতে গিয়ে শূন্য পদ ভিত্তিক বিষয় খুঁজে পাচ্ছেন না?বা বিষয় আসছে না?



আবেদন করুন এভাবে :


 বিসিএস পরীক্ষার আবেদনের প্রধান পাতা (Home Page) এ যান।আপনার দাখিল পরীক্ষার বোর্ড,রোল নম্বর,রেজিষ্ট্রেশন নম্বর এবং পরীক্ষার বছর সিলেক্ট করুন।

 এরপর Next বাটনে ক্লিক করুন।


পরের পাতায় আসার পর :


আপনার জন্মতারিখ,জন্ম মাস,জন্ম বছর বাছাই করুন।

GENDER সিলেক্ট করুন। MALE/FEMALE। কোটা সিলেক্ট করুন।আপনার বর্তমান বৈবাহিক অবস্থা সিলেক্ট করুন।

আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখুন। বিসিএস পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করুন। (DHAKA)

 Next বাটন ক্লিক করুন। 


পরের পাতায় আসার পর :


আপনার শিক্ষাগত যোগ্যতার ঘরগুলো পূরণ করুন :


HSC Result এর ঘরে আপনার আলিম পরীক্ষার রোল নম্বর,রেজিষ্ট্রেশন নম্বর,বোর্ড,জিপিএ,পরীক্ষার বছর সিলেক্ট করুন। 


Graduation এর ঘরে :


⚠️ এটিই আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ :


▪️ পরীক্ষার ধরনের ঘরে Others সিলেক্ট করুন 


▪️ এরপর Fazil (Pass) লিখে দিন


🔴 বিষয়ের ঘরে :⚠️ এটি আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 


🔹 বিষয়ের ঘরে Others সিলেক্ট করে BTIS,BA,BSS,BBS,BSC ইত্যাদি লিখবেন না।এগুলো আপনার ফাজিল (পাস) এর বিষয় নয়।এগুলো গ্রুপ।


🔸 আপনার ফাজিল (স্নাতক) পাস এর রেজিষ্ট্রেশন কার্ডের ভিতরে আপনার ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষের ৩ পত্র বিশিষ্ট ৩০০ নম্বরের যে দুটি বিষয়ের নাম লেখা আছে,ওই দুটি বিষয়ই আপনার ফাজিল (স্নাতক) পাস কোর্সের বিষয়। 


যদি আপনার রেজিষ্ট্রেশন কার্ডে ৩০০ নম্বরের Islamic Studies উল্লেখ করা থাকে,কেবলমাত্র তখনই আপনি বিষয় ভিত্তিক পদের জন্য Islamic Studies বিষয় পাবেন।


▪️ এরপর প্রতিষ্ঠানের ঘরে Islamic Arabic University সিলেক্ট করুন। 


এরপর ফাজিলের সিজিপিএ এবং কোর্সের মেয়াদের ঘরে ৩ বছর সিলেক্ট করুন। 


⚠️ শুধুমাত্র ৩ বছর মেয়াদী ফাজিল (স্নাতক) পাস কোর্সের ঘর পূরণ করলে বিষয় পাওয়া যাবে না। এই জন্য আপনাকে Master’s এর ঘর পূরণ করতে হবে। 


Master’s এর ঘরে গিয়ে আপনি আপনার ২ বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) এর যাবতীয় তথ্য পূরণ করুন।


এবার পদভিত্তিক বিষয় হিসেবে Islamic Studies (131) দেখতে পাবেন।ওখানে ক্লিক করুন।


এভাবে পূরণ করলে আপনি পদ ভিত্তিক বিষয়ের জায়গায় ইসলামী শিক্ষা বা Islamic Studies পাবেন ইন শা আল্লাহ

কোন মন্তব্য নেই:

মাদরাসা থেকে ফাজিল-কামিল করে ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ আবেদন করতে গিয়ে শূন্য পদ ভিত্তিক বিষয় খুঁজে পাচ্ছেন না?বা বিষয় আসছে না?

 🛑 মাদরাসা থেকে ফাজিল-কামিল করে ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ আবেদন করতে গিয়ে শূন্য পদ ভিত্তিক বিষয় খুঁজে পাচ্ছেন না?বা বিষয় আসছে না?...