একদিন একটি EEE গ্র্যাজুয়েট পাখি ও অজপাড়াগাঁ থেকে আগত একটি সাপ একই পাওয়ার লাইনে বসে খেলা করছিল। করতেই পারে এক্ষেত্রে কোন বৈষম্য নাই!
কিন্তু সাপটির হঠাৎ লোভ জেকে বসল। সাপটি পাখিটিকে গ্রাস করতে চাইল। সাপটি যখন একটি লাইভ লাইন স্পর্শ করা অবস্থায় পাখিটিকে গ্রাস করতে চাইল তখন তার কিছুই হলনা। কিন্তু যখন দুই তার স্পর্শ করে পাখিটিকে গ্রাস করতে চাইল তখন সে পুড়ে গ্রিল।
কিন্তু এর নেপথ্যে লুকায়িত কারণ কি?
মূলত এই অবস্থানটি খুব ই বিপদজ্জনক। শুধুমাত্র সাপ নয় যেকোনো প্রাণীর জন্যই এটি প্রযোজ্য। কারণ লাইভ লাইন এবং ভূমির মধ্যবর্তী ফেইজ ভোল্টেজ এর তুলনায় দুটো লাইনের মধ্যবর্তী লাইন ভোল্টেজ প্রায় দুইগুণ বেশি। যেহেতু আমরা জানি,
Line Voltage = √3 x Phase Voltage
অনেকেই মনে করেন দুইটি লাইনে সমান ভোল্টেজ বিদ্যমান। সেই হিসেবে ভোল্টেজ পার্থক্য তো শূণ্য হওয়ার কথা। এটি সম্পূর্ণ ভূল ধারণা। এটি হল এসি প্রবাহ। ডিসি প্রবাহের বেলায় এ কথাটি খাটলেও এসির বেলায় প্রযোজ্য নয়।
এসিতে দুটি লাইভ লাইনের ভোল্টেজ সমান হলেও ফেজ এংগেল ভিন্ন। কিন্তু ডিসি প্রবাহের বেলায় ফেইজ এংগেল এর হিসেব নেই।
তাছাড়াও এক তারে অবস্থানকালে সাপের তুলনায় পরিবাহীর রোধ নগণ্য বলে বিদ্যুৎ সাপের দেহে না গিয়ে পরিবাহীর মধ্যেই যেতে সাচ্ছন্দ্য বোধ করে।
এক্ষেত্রে পাখি সাপটিকে প্রতিহত করার জন্য ইলেকট্রিক্যাল লজিক কাজে লাগিয়েছে। যদিও বা নিজের অগোচরেই সে সাপটিকে পাওয়ার ট্র্যাপে ফেলে দিল।
বই পড়তে তখনই আনন্দ লাগে তখন লেখক তার পাঠককে তার লেখনীর মধ্যে বিমোহিত করতে পারে। আর তখনই বোরিং লাগে যখন লেখকের লেখনী হয় গদবাধা, জটিল।
নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে!
এরকম গল্পে গল্পে বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস, ইলেকট্রিক্যাল বেসিক, পাওয়ার সিস্টেম, পি এল সি, ইন্ডাস্ট্রিয়াল ক্যালকুলেশন নিয়ে খুব সহজেই জানতে আমার বইগুলো নিতে পারেন।
আমার লিখা ই-বুকগুলোঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
📘Ebook6: ট্রান্সফরমার মহাশয় নিয়ে খুটিনাটি
📘Ebook7: ডিসি সার্কিট নিয়ে মজার বই
📘Ebook8: ইলেকট্রনিক্স এত মধুর কেন?
📘Ebook9: Mr Generator এর খুটিনাটি
📘Ebook10: Telecommunication এর ম্যাজিক
সামান্য শুভেচ্ছামূল্যের বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app +8801741994646
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন