এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

জনসচেতনতামূলক পোস্ট "চোখ উঠা" ফেইসবুক থেকে নেওয়া

 জন সচেতন মূলক পোস্ট...


নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...

'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।


করণীয়ঃ-

✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।

✔ চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।

✔ চোখে হাত লাগাবেন না। 

✔ চোখে পানি দিবেন না। 

✔ উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন। 

✔ চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন। 

✔ ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন। 

✔ কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।


সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়।


কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? 

✔ চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে 

✔ কেতুরের জন্য চোখ খুলতে অসুবিধা হলে

✔ চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে

✔ চোখে ব্যথা শুরু হলে।


চোখ উঠার রোগের দোয়াঃ


الهم عافني في بصري. আল্লাহুম্মা আফিনি ফি বাছারি । অর্থ,হে আল্লাহ আমার চোখে সুস্থতা দান করুন ।

কপি
পেস্ট

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ১৯/১০/২০২২

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।  

(১৯-১০-২০২২) 

আজকের শিরোনাম-


* রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লির প্রেশার ভেসেল স্থাপন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, এটি নির্মাণের মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন ও শান্তির জন্য পরমাণু শক্তির ব্যবহারে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। 


* রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই - ডিসেম্বরে বিজয়ের পতাকা হাতে নিয়ে লাখ লাখ মানুষ রাজপথে নামবে - বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। 


* আইনজ্ঞদের মতে ভোটের গোপন বুথে সিসি ক্যামেরা স্থাপন ব্যক্তিগত গোপনীয়তা লংঘন ও মৌলিক অধিকারে হস্তক্ষেপ - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


* এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামী ৬ই নভেম্বর - ৩ রা নভেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার - জানালেন শিক্ষামন্ত্রী। 


* ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে। 


* এবং অস্ট্রেলিয়ায় আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ^কাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের নিজ নিজ খেলায় জয়লাভ।

মেয়েদের এই আট কারণে হচ্ছে স্তন ক্যান্সার,,,, ফেইসবুক থেকে নেওয়া


বর্তমানে সারা বিশ্বের মহিলাদের কাছেই স্তন ক্যান্সার একটি আতঙ্কের নাম। আর এর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে।








ইদানীং ক্যানসারের প্রচলিত ওষুধে কাজ হচ্ছে না। প্রচলিত বেশির ভাগ কেমোথেরাপিও এই রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই স্তন ক্যান্সার দিনে দিনে আরও চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। কিন্তু জানেন কি? দৈনন্দিন কিছু অভ্যাসের ভুলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়? আসুন জেনে নেওয়া যাক তেমনই ৮টি খারাপ অভ্যাসের কথা, যেগুলো স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। • স্তনের আকার অনুযায়ী সঠিক মাপের ব্রা ব্যবহার না করা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।








স্তনের আকারের চেয়ে বড় মাপের বক্ষবন্ধনী স্তনের টিস্যুগুলোকে ঠিকমত সাপোর্ট দিতে পারে না আবার অতিরিক্ত ছোট বা টাইট ব্রা স্তনের তরলবাহী লসিকাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। • সারাক্ষণ ব্রা পরে থাকার কারণে ঘাম হবার অসুবিধে, আর্দ্রতা জমে থাকা, সব মিলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।








ঘরে থাকার সময় টুকুতে ব্রা ব্যবহার না করার চেষ্টা করুন। • প্লাস্টিকের বক্সে খাবার রাখা এবং বিশেষত সেটিতেই ওভেনে গরম করা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা নিতে পারে। এর চেয়ে কাঁচের পাত্র ব্যবহার করুন। আর প্লাস্টিক ব্যবহার করতে চাইলে তা ফুড গ্রেড কিনা নিশ্চিত হয়ে নিন।


• ঘামের দূর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করেন প্রায় সবাই! কিন্তু এই ডিওডোরেন্ট কেনার সময় খেয়াল রাখুন কী কী উপাদান আছে এতে। এলুমিনাম বেসড উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুকি অনেকটাই বাড়িয়ে দেয়। ডিওডোরেন্ট যেহেতু আপনি প্রতিদিন ব্যবহার করেন, তাই এ বিষয়ে সতর্ক হওয়া বিশেষ জরুরি।


• চুল পেকে যাওয়া বা হাল ফ্যাশনের সঙ্গে মানিয়ে নিতে চুলে নানা রঙের ব্যবহার, যেটিই হোক না কেন, দোকান থেকে সস্তার চুলের রং কিনে আনবেন না। এতে চুল তো পড়ে যেতে পারেই, সেই সঙ্গে এতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিকের কারণে হতে পারে স্তন ক্যান্সারও। তাই ভালও ব্র্যান্ডের ভেষজ চুলের রং ব্যবহার করুন।


আর সবচেয়ে ভাল হয় মেহেন্দি ব্যবহার করতে পারলে। মেহেন্দি একদিকে যেমন চুলের জন্যে ভাল, সেই সঙ্গে এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। • ঘরের দূর্গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনারের ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিন্তু এতে থাকা প্যাথালেট নামক প্লাস্টিসাইজিং রাসায়নিক যা সুগন্ধকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে, তার সঙ্গে স্তন ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে।


এর চেয়ে ফুটন্ত জলেতে এক টুকরো দারচিনি ফেলে দিন। এবার দেখুন, ঘরময় কি সুগন্ধই না ছড়াচ্ছে! আলমারির কাপড়চোপড় পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে নেপথলিন তো আমরা ব্যবহার করেই থাকি। অনেকে আবার বাথরুমের দুর্গন্ধ এড়াতে বেসিনে, সিঙ্কেও নেপথলিন ফেলে রাখেন।


কিন্তু এটি পুরোটাই ক্ষতিকর কেমিকেল দিয়ে তৈরী, যা কেবল পোকামাকড়কে দূরেই রাখে না, বরং আপনার স্তন ক্যান্সারের ঝুকিও বাড়িয়ে দেয় বহুগুণে। এর চেয়ে নিমপাতা শুকিয়ে কাগজে মুড়িয়ে রেখে দিন। একই উপকার পাবেন।


রান্নাঘরের সিঙ্ক বা কেবিনেট যে রঙিন তরল ক্লিনার দিয়ে আপনি পরিস্কার করছেন, তাতে থাকা কেমিকেল কেবল আপনার স্তন ক্যান্সারই নয়, মাইগ্রেন ও অ্যালার্জির প্রকোপও বাড়িয়ে দিতে পারে। তাই কেমিকেলযুক্ত এই ক্লিনার ব্যবহার না করে ভিনেগার বা বেকিং সোডা দিয়ে পরিস্কার করতে পারেন। 

কপি
পেস্ট

ফ্রাংস কাফ কা ক কখনো বিবাহ করেন নাই,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আগেও পড়েছি। ফেবু এর কল্যাণে আবার সামনে এলো-


ফ্রান্ৎস কাফকা কখনো বিয়ে করেননি এবং তাঁর কোনো সন্তানাদিও ছিল না। তাঁর বয়স যখন ৪০, তখন একদিন তিনি বার্লিনের পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাফকা, দু’জনে মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তা। 


কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার তাঁরা দু’জনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবেন সেখানে। 


কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন। আর বললেন, ‘এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা’। সে চিঠিতে লেখা ছিল, ‘দয়া করে তুমি কেঁদো না। আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণকাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাব।’এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত। 


ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো। আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে, বলতেন সেই একই কথা, ‘চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা’, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব-ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে, যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত।


এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, ‘এই নাও, তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল।’


মেয়েটি বললো, ‘এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়।’কাফকা তখন মেয়েটিকে আরও একটা চিঠি দিলেন যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ‘ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি।’ ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল। 


এর এক বছর বাদে কাফকা মারা যান। বহু বছর বাদে,সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে সেই পুতুলটির ভিতরে একটি ছোট্ট চিঠি পায়। 


কাফকার সই করা ছোট্ট সে চিঠিটিতে লেখা ছিল, ‘Everything you love will probably be lost, but in the end, love will return in another way.’ ....

.

(ফ্রান্ৎস কাফকা ছিলেন একজন জার্মান ভাষার উপন্যাস ও ছোটগল্প লেখক।)

কপি
পেস্ট

shahnaj parvin এর পোস্ট হতে কপি।

টেলিটক ফিডব্যাক বোনাস টিপস ফেইসবুকে থেকে নেওয়া

 #ফিডব্যাক #বোনাসটিপস

পুরো পোস্ট পড়লে আশা করছি আপনাদের উপকার হবে।


আপনারা অনেকে বলেন টেলিটক সীম দিয়ে নেট চালাতে পারেন না নেট নাই ইত্যাদি। 

কিন্তু কথা বলার টেলিটক নেটওয়ার্ক 2G Maximum  এরিয়াতে আছে। কথা বলার জন্য টেলিটক Use করতে পারেন, কারন তাদের কল-রেট এবং জিবির দাম অন্য অপারেটর থেকে অনেক কম। 


টেলিটক কয়েকটা সুবিধার মধ্যে একটা হলো মিনিট কিনা লাগে না কারন মিনিট রেট ই কল-রেট তারা Provide করছে। তাই  অন্য অপারেটর মতো নিদিষ্ট মেয়াদে মিনিট কিনে পেরা নেওয়া লাগে না। 💥


যেমন : আমার ঘরের ভিতরে টেলিটক নেট চলে না, ঘরের বাহিরে আবার চলে।

তো আমার বাটন মোবাইল আছে কথা বলার জন্য টেলিটক সীম Use করি+ জিপি সীম ও আছে কেউ কল দিলে Received করি।

আর Android মোবাইলে আরেকটা টেলিটক+ Airtel সীম আছে। ঘরের বাহিরে থাকলে নেট Use করা যায় টেলিটক জরুরি কাজে Use করি। এই তো...ঘরে Wifi আছে মাঝেমধ্যে জিবি ও লাগে।


💥এখন আপনি হয়তো শুধু Android মোবাইল Use করেন। Maximum  মোবাইল ২টা সীম Use করা যায়। আপনি আপনার সীম Use করার পাশাপাশি টেলিটক সীম ২তে বা সীম ১ য়ে Use করতে পারেন। কারন তাদের জিবির দাম এবং কল-রেট অন্য অপারেটর থেকে অনেক কম।


✅ আপনি যদি 3G/4G নেটওয়ার্ক পান এবং নেট Use করতে সমস্যা না হয় তাহলে তো সমস্যা নাই। কথা বলা জন্য+ নেট Use করবেন আরামে টেলিটক দিয়ে।


💥 কিন্তু যদি নেট Use করতে না পারেন বা সমস্যা হয় বেশি তাহলে কথা বলার জন্য টেলিটক Use করতে পারেন। 3G Network আপডাউন করলে আপনার মোবাইল Setting এ যাবেন তারপর Mobile Network এ ক্লিক করে টেলিটক সীম Network mode Only 2G করে রাখবেন ব্যাস আর কোনো সমস্যা হবে না। নিরবিচ্ছিন্ন ভাবে কথা বলতে পারবেন। আমি এভাবে Use করি।


বোনাস টিপস:-

💥 টেলিটক আগামী/ বণমালা কল-রেট ৪৫ পয়সা কল-রেট +ভ্যাট সহ ৬০ পয়সা পার মিনিট সব সময় যেকোনো এমাউন্টও রিচাজে, ১ সেকেন্ড পালস। কোনে শর্ত ছাড়াই। 


💥শতবর্ষ /স্বাগতম/ অপরাজিতা / মায়ের হাসি ৪৭ পয়সা কল-রেট + ভ্যাট সহ ৬৩ পয়সা পার মিনিট সব সময় যেকোনো এমাউন্টও রিচাজে। কোনো শর্ত ছাড়াই। 


💥 স্বাধীন প্যাকেজ ৯০ পয়সা কল-রেট + ভ্যাট সহ ১ টাকা ২০ পয়সা পার মিনিট যেকোনো এমাউন্টও রিচাজে। 

এ প্যাকেজে কল-রেট বেশি প্যাকেজ পরিবর্তন করে শতবর্ষ / স্বাগতমে যেতে পারবেন তাহলে কল-রেট কম কাটবে।

💥 প্যাকেজ পরিবর্তন করার জন্য Y3G লিখে 555 মেসেজ দিন, তারপর মাইগেট ম্যাসেজ আসলে DF লিখে 555 মেসেজ দিবেন,তারপর মাইগেট সফল হওয়ার মেসেজ আসলে S100 লিখে 888 মেসেজ দিবেন।

কাজ শেষ শতবর্ষ প্যাকেজে মাইগেট হয়ে যাবে। P লিখে ১৫৪ মেসেজ দিলে কোন প্যাকেজে আছেন সেটা জানতে পারবেন।


এভাবে Use করলে মাস শেষে অনেক টাকা বাঁচবে।

❌ অন্য অপারেটর রেট কাটার রিচাজ করলে কল-রেট ৮০ পয়সা- ৯০ পয়সা পার মিনিট, নিদিষ্ট মেয়াদ দেয় পালস থাকে ১০ সেকেন্ড  করে। মেয়াদ শেষ হলে ২ টাকা পাট মিনিট কাটে কল-রেট। 😤

রেট কাটার রিচাজ না করলে ২০/৫০/১০০ টাকা রিচাজ করলে কল-রেট কাটবে ২ টাকা পার মিনিট। 


✅ টেলিটক এতো ঝামেলা নাই, শর্ত নাই, নিদিষ্ট মেয়াদে পেরা নাই, যেকোনো এমাউন্টও রিচাজ ৬০/৬৩ পয়সা পার মিনিট কাটবে সব সময়। ❤️

পালস  কি : অন্য অপারেটর পালস ১০ সেকেন্ড - ২০ সেকেন্ড করে দেয়। বাট টেলিটক ১ সেকেন্ড পালস।


১০ সেকেন্ড পালস হলে ২ সেকেন্ড কথা বল্লে ১০ পয়সা কাটবে, ১০ সেকেন্ড কথা বল্লে ও ১০ পয়সা কাটবে।

 ২০ সেকেন্ড পালস হলে ১৩ সেকেন্ড কথা বল্লে ২০ পয়সা কাটবে, ২০ সেকেন্ড কথা বল্লে ও ২০ পয়সা কাটবে। 


✅অন্যদিকে টেলিটক ১ সেকেন্ড পালস, মানে ১ সেকেন্ড কথা বল্লে ১ পয়সা কাটবে, ৫ সেকেন্ড কথা বল্লে ৫ পয়সা কাটবে। এজন্য টেলিটক সীম Use করে শান্তি আছে এতো শর্ত নাই, পেরা নাই, চিলললললল কথা হবে অফুরন্ত। ❤️


💥 টেলিটক বিনিয়োগ ২০ বছরে মাএ ৫ হাজার কোটি টাকা, অন্য দিকে জিপি বিনিয়োগ ৪০+ হাজার কোটি টাকা, রবি ৩৫+ হাজার কোটি টাকা, বাংলালিংক ৩০+ হাজার কোটি টাকা। এতো কম টাকায় বিনিয়োগ দিয়ে পুরো দেশে নেটওয়ার্ক দেওয়া সম্ভব না। তবে টেলিটক  যে টাকা বিনিয়োগ করছে সেটা থেকে লাভ আসলে সরকারি অর্থায়ন ছাড়া নেটওয়ার্ক বাড়াবে নিজস্ব অর্থ থেকে।


তাই আমি, আমরা, আপনার পরিবার, বন্ধু -বান্ধব  টেলিটক সীম Use করলে তারা Revenue পাবে তখন তারা নেটওয়ার্ক আরো উন্নতি করবে। কম টাকায় আরো ভালো অফার দিবে বেশি, গ্রাহক লাভ-বান হবে অন্য অপারেটর গলাকাটা দাম থেকে। লাভ করলে টেলিটক  প্রতিষ্ঠান সব সময় Update করবে সব কিছু। সমস্যা সমাধান করবে বেশি।

দেশিয় অপারেটর টেলিটক এগিয়ে যাক। দেশের টাকা দেশেই থাকুক। 💚

সকাল সাতটার সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ১৯/১০/২০২২

 বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ

(১৯-১০-২০২২)

আজকের শিরোনাম -


* রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লির প্রেশার ভেসেল স্থাপন করা হবে আজ - উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 


* শেখ রাসেল পদক ২০২২ প্রদান করলেন  প্রধানমন্ত্রী - শিশুদের জন্য সুন্দর ও বাসযোগ্য বিশ্বগড়ে তোলার প্রত্যাশা। 


* শেখ রাসেলের হত্যাকারীদের ইতিহাস ক্ষমা করবে না - বললেন ওবায়দুল কাদের। 


* যুবলীগ একাই বিএনপির সন্ত্রাসীদের মোকাবেলা করতে যথেষ্ট - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


* বাংলাদেশ এশিয়া প্রশান্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক সৌর জোটের সহ-সভাপতি নির্বাচিত। 


* অব্যাহত রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের এক তৃতীয়াংশের বেশি এলাকা। 


* এবং হোবার্টে আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপের প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের এবং ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মোকাবেলা করছে আজ।

কপি
পেস্ট

মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

যশোরের ভুয়া কবিরাজের বিরুদ্ধে মামলা,,,,জাস্টিস মাল্টিমিডিয়া ফেইসবুক থেকে নেওয়া

 ''*ভুয়া সেই কবিরাজ কবীরসহ চার জনের নামে মামলা*''


গোপন রোগ ও ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার ফাঁদ পাতা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দন্ডিত প্রতারক ভুয়া কবিরাজ খন্দকার কবীর হোসেন ও তার তিন সহযোগির নামে মামলা হয়েছে। সোমবার কোতোয়ালি মডেল থানায় এস আই মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে এই মামলা করেছেন। অন্য আসামিরা হলো, যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আবু বক্কারের ছেলে ইমরান হোসেন (৩০), চাঁচড়া চোরমারা দিঘীর পাড়ের নাহিদ (৩৩) ও মামুন (৩৫)। পুলিশ ইমরানকে আটক করেছে। বাকিরাআটক এড়াতে খন্দকার কবীর গাঁ ঢাকা দিয়েছেন।


যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, আটককৃতরা আন্তঃজেলা অনলাইনে ওষুধ বিক্রির প্রতারক চক্র। অনলাইনে চটকদারি সব বিজ্ঞাপন দেয়। ৯০ বছরের বৃদ্ধকে গোপন রোগের ওষুধ খাওয়ায়ে ১৮ বছরের যুবক বানাতে সক্ষম। মানবদেহে যতো ধরনের সমস্যা, গোপন দূর্বলতা সব ধরনের ওষুধ অনলাইনে অর্ডার দিলে পাওয়া যায়। প্রতারক চক্র অনলাইনে ওষুধ পাঠানোর নামে বিকাশে টাকা রিসিভ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে। অথচ দীর্ঘদিন যশোরে গা ঢাকা দিয়ে প্রতারণা করে আসছিলেন। এ পর্যন্ত বহু লোকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। অবশেষে সন্ধান পাওয়ার পর প্রতারক চক্রের প্রধান হোতা ইমরানকে আটক করা হয়। এ সময় তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে।


সূত্র জানায়, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিক পাড়ায় ননী ফল নার্সারির আড়ালে চিকিৎসার নামে প্রতারণার ফাঁদ পাতেন খন্দকার কবীর হোসেন। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দুর্বলতাকে পূঁজি করে গোপন রোগ ও ক্যান্সার চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছিলেন। তার প্রতারণা ও অপকর্ম নিয়ে খন্দকার কবীরের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ হয়। ফলে আপাদমস্তক এই প্রতারকের মুখোশ উন্মোচন হয়।


গত ১৭ মে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রতারক কবীর হোসেনের ডেরায় অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ক্যান্সার ও গোপন রোগ চিকিৎসায় প্রতারণা ও অবৈধভাবে ওষুধ তৈরির দায়ে খন্দকার কবীর হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা আদায় করে। অভিযানে যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

কপি
পেস্ট

স্ত্রী সহবাস প্রসংগে ধর্মীয় আদেশ,,,, ফেইসবুক থেকে নেওয়া

 স্ত্রীর সহবাস প্রসঙ্গে ধর্মীয় আদেশঃ


মেয়েদের জন্য পোস্টটি খুব প্রয়োজন•••

*** কিছিদিন পূর্বে একটি নিউজ চোখে পড়ছিলো যে, স্ত্রীর বিনা অনুমতিতে তাঁর সাথে মিলন করা স্বামীর জন্য ধর্ষণ হিসেবে ধরা হবে !!!! প্রাথমিক চিকিৎসা স্বরুপ এসব জ্ঞানপাপীদেরকে উত্তম মাধ্যম দেয়া অত্যন্ত সমীচীন ! আসুন জেনে নিই ইসলাম ধর্ম কি বলে ?


*** আজ শুধু মাত্র স্ত্রীর উপর স্বামীর অধিকার নিয়ে কিছু কথাঃ অন্যদিন স্ত্রীদের অধীকার নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। 


*** মহানবী সা: বলেছেন “ স্বামী যখন তাঁর স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহবান করবে, সে যেনো স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে । এমনকি সে রান্না ঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও ।” 


সুনানে তিরমিযি ১১৬০

ছহীহুল জামে ৫৩৪


*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী স্বামীর ডাকে সাঁড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্হায় সারারাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফিরিশ্তারা সকাল পর্যন্ত লা’নত দিতে থাকে ।”


ছহীহুল বোখারি ৫১৯৩

ছহীহ মুসলিম ১৪৩৬

সুনানে আবু দাউদ ২১৪১

নাসাঈ


*** মহানবী সা: বলেছেন “ তিন ব্যক্তির নামাজ তাঁদের মাথা অতিক্রম করেনা অর্থাৎ কবুল হয়না । তন্মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী , যে স্বামীর ডাকে সাঁড়া দেয়না এবং স্বামী রাগান্বিত অবস্হায় ঘুমায় ।”


তাবরানী ১০৮৬

সুনানে তিরমিযি ৩৬০

হাকেম

সিলসিলা ছহীহা ২৮৮


*** মহানবী সা: বলেছেন “ স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখা যাবেনা এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবেনা ।”


ছহীহুল বোখারি ৫১৯৫

ছহীহ মুসলিম ২৪১৭

দারেমী ১৭২০

সিলসিলা আহাদিসুস ছহীহা ৩৯৫


*** মহানবী সা: বলেছেন “ পরকালে আল্লাহপাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না ।”


নাসাঈ কুবরা ৯১৩৫

বাযযার ২৩৪৯

তাবরানী

হাকেম ২৭৭১

বাইহাক্বী ১৪৪৯৭

সিলসিলাহ ছহীহা ২৮৯


*** মহানবী সা: বলেছেন “ কোন স্ত্রী যদি তাঁর স্বামীর অধিকার সম্পর্কে জানতো, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো ।”


ছহীহুল জামে ৫২৫৯

তাবরানী


*** মহানবী সা: বলেছেন “ স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম ।”


মুসনাদে আহমদ ১৯০০৩

নাসাঈ

হাকিম

বায়হাক্বী 


*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী তাঁর স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা বলেন “ তোমার স্বামীকে কষ্ট দিওনা । তিনি তোমার কাছে সাময়িক মেহমান মাত্র । তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে ।”


তিরমিযি ১১৭৪ c

কপি
পেস্ট

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ১৮/১০/২০২২

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।  

(১৮-১০-২০২২) 

আজকের শিরোনাম-


* নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতার কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯-তম জন্মদিন পালন। 


* শেখ রাসেল পদক ২০২২ প্রদান - শিশুদের জন্য সুন্দর ও বাসযোগ্য বিশ্ব গড়ে তোলার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। 


* শেখ রাসেলের হত্যাকারীদের ইতিহাস ক্ষমা করবে না - বললেন ওবায়দুল কাদের। 


* যুবলীগ একাই বিএনপির সন্ত্রাসীদের মোকাবেলা করতে যথেষ্ট - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


* রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের পরমাণুু চুল্লির প্রেসার ভ্যাসেল উদ্বোধন আগামীকাল। 


* ভারতের উত্তরাখন্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত। 


* এবং অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলংকা ও নেদারল্যান্ডস এর নিজ নিজ খেলায় জয়লাভ।

শেখ রাসেলের জন্মদিন বার্তা বিভাগ বাংলাদেশ বেতার

শুভ জন্মদিন দুরন্ত প্রাণবন্ত শেখ রাসেল


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। এই নামকরণে মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। কিন্তু মাত্র দেড় বছর বয়স থেকেই প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট। তবে সাত বছর বয়সে ১৯৭১ সালে তিনি নিজেই বন্দি হয়ে যান।


শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশি-বিদেশি চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয়। তখন রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।


১৯৬৪


‘রাসেলের জন্মের আগের মুহূর্তগুলো ছিল ভীষণ উৎকণ্ঠার। আমি, কামাল, জামাল, রেহানা ও খোকা চাচা বাসায়। বড় ফুফু ও মেজো ফুফু মার সাথে। একজন ডাক্তার ও নার্সও এসেছেন। সময় যেন আর কাটে না। জামাল আর রেহানা কিছুক্ষণ ঘুমায় আবার জেগে ওঠে। আমরা ঘুমে ঢুলুঢুলু চোখে জেগে আছি নতুন অতিথির আগমন বার্তা শোনার অপেক্ষায়। মেজো ফুফু ঘর থেকে বের হয়ে এসে খবর দিলেন আমাদের ভাই হয়েছে। খুশিতে আমরা আত্মহারা। কতক্ষণে দেখব। ফুফু বললেন, তিনি ডাকবেন। কিছুক্ষণ পর ডাক এলো। বড় ফুফু আমার কোলে তুলে দিলেন রাসেলকে। মাথাভরা ঘন কালো চুল। তুলতুলে নরম গাল। বেশ বড় সড় হয়েছিল রাসেল।’

সূত্র: শেখ হাসিনা, ‘আমাদের ছোট রাসেল সোনা’


১৯৬৬


কারাগারে দেখা করার সময় রাসেল কিছুতেই তাঁর বাবাকে রেখে আসবে না। এ কারণে তাঁর মন খারাপ থাকতো। কারাগারের রোজনামচায় ১৯৬৬ সালের ১৫ জুনের দিনলিপিতে রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, “১৮ মাসের রাসেল জেল অফিসে এসে একটুও হাসে না- যে পর্যন্ত আমাকে না দেখে। দেখলাম দূর থেকে পূর্বের মতোই ‘আব্বা আব্বা’ বলে চিৎকার করছে। জেল গেট দিয়ে একটা মাল বোঝাই ট্রাক ঢুকেছিল। আমি তাই জানালায় দাঁড়াইয়া ওকে আদর করলাম। একটু পরেই ভিতরে যেতেই রাসেল আমার গলা ধরে হেসে দিল। ওরা বলল আমি না আসা পর্যন্ত শুধু জানালার দিকে চেয়ে থাকে, বলে ‘আব্বার বাড়ি’। এখন ধারণা হয়েছে এটা ওর আব্বার বাড়ি। যাবার সময় হলে ওকে ফাঁকি দিতে হয়।”

১৯৬৭


কারগারের রোজনামচায় ১৯৬৭ সালের ১৪-১৫ এপ্রিলের অন্যান্য প্রসঙ্গ ছাড়াও রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, “জেল গেটে যখন উপস্থিত হলাম ছোট ছেলেটা আজ আর বাইরে এসে দাঁড়াইয়া নাই দেখে আশ্চর্যই হলাম। আমি যখন রুমের ভিতর যেয়ে ওকে কোলে করলাম আমার গলা ধরে ‘আব্বা’ ‘আব্বা’ করে কয়েকবার ডাক দিয়ে ওর মার কোলে যেয়ে ‘আব্বা’ ‘আব্বা’ করে ডাকতে শুরু করল। ওর মাকে ‘আব্বা’ বলে। আমি জিজ্ঞাসা করলাম, ‘ব্যাপার কি?’ ওর মা বলল,“বাড়িতে ‘আব্বা’ ‘আব্বা’ করে কাঁদে তাই ওকে বলেছি আমাকে ‘আব্বা’ বলে ডাকতে।” রাসেল ‘আব্বা’ ‘আব্বা’ বলে ডাকতে লাগল। যেই আমি জবাব দেই সেই ওর মার গলা ধরে বলে, ‘তুমি আমার আব্বা।’ আমার উপর অভিমান করেছে বলে মনে হয়। এখন আর বিদায়ের সময় আমাকে নিয়ে যেতে চায় না।”

১৯৭১


১৯৭১ সালে রাসেল তাঁর মা ও দুই আপাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ধানমণ্ডি ১৮ নম্বর সড়কের একটি বাড়িতে বন্দি জীবন কাটিয়েছেন। পিতা বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে বন্দি এবং বড় দুই ভাই শেখ কামাল ও শেখ জামাল চলে গেছেন মুক্তিযুদ্ধে। মা ও আপাসহ পরিবারের সদস্যরা ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর মুক্ত হন। রাসেল ‘জয় বাংলা’ বলে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন চলছে বিজয়-উৎসব।

১৯৭৫


১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশি-বিদেশি চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয়। তখন রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

কপি

পেস্ট 

নারীর শরীর ভোগ করার মারাত্মক কয়েকটি মিস্টি টোপ,,, দৈনিক হালচাল সমাচার ফেইসবুকের কোনো এক ফারহানার লেখা থেকে নেওয়া

 নারীর শরীর ভোগ করার মারাত্মক কয়েকটি মিস্টি টোপ  পরপুরুষের জিভের ডগায় লেগে থাকা প্রশংসার স্বাদ কেমন, জানেন? জানেন, সেই স্বাদ যখন শিরা-উপশি...