এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৫ মে, ২০২৪

বস্তায় সবজি চাষ কৌশল

 বস্তায় সবজি চাষ কৌশল- 


বিভিন্ন রকম সবজি কেউ চাইলে বাড়িতে জমে থাকা পলিথিন ব্যাগ, বস্তায় চাষ করতে পারে। 

এর মাধ্যমে টবের খরচটি যেমন বেঁচে যায় তেমনি প্লাস্টিক ব্যর্জ পুনঃব্যবহার হয়। 


এই পদ্ধতিতে সবজি চাষের জন্য জানা দরকার-

•মাটি তৈরি পদ্ধতি

•ব্যাগের ড্রেনেজ ব্যবস্থা 

•ব্যাগের ধরণ

•সবজির ধরণ

•ব্যাগের সাইজ অনুযায়ী সবজি নিবার্চন


🍀যেকোন সাইজের ও ধরণের পলিথিন ব্যাগ, প্লাস্টিক বস্তা ব্যবহার করা যাবে । পলিথিন ব্যাগ অতিরিক্ত পাতলা হলে একটার জায়গায় ২-৩ ব্যাগ দিয়ে ডাবল,ট্রিপল লেয়ার করে নিতে হবে। 


🍀ড্রেনেজ ব্যবস্থা - 

পলিথিন ব্যাগের ক্ষেত্রে-  নিচের দিকে ২-৩ টা ছিদ্র করে নিতে হবে। তারপর প্রথমে কোকোকয়ার অর্থাৎ নারিকেলের ছেঁড়া/পাতলা করা ছোবড়া দিয়ে একটি লেয়ার তৈরি করে নিতে হবে। 

প্লাস্টিক বস্তার ক্ষেত্রে - চাউল, সিমেন্ট,সার এসব বস্তা গুলোতে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে তাই এসব ব্যাগ ছিদ্র করার দরকার নেই। ছিদ্র করা ছাড়াই সহজে পানি বের হয়ে যায়‌।


🍀 মাটি তৈরি ও বস্তা পূর্ণ করার পদ্ধতি - 

দোঃআঁশ মাটি ৪০-৫০% , গোবর পঁচা/জৈব সার ২০-৩০% , কোকোপিট/নদীর লাল বালু ২০-৩০% দিয়ে মাটি তৈরি করে নিতে হবে। 

বড় বস্তা পূরণে যেহেতু মাটি অনেক পরিমাণ লাগে,  তাই বস্তার ৩ ভাগের এক ভাগ বাগানের লতাপাতা,খড়কুটো দিয়ে পুর্ণ করে তার উপর তৈরি করা মাটি দিয়ে বস্তা ভরাট করে দিতে হবে।  


🍀ব্যাগের সাইজ অনুযায়ী সবজি নিবার্চন - 

১-৫ কেজি মাটি ধরবে এমন পলি ব্যাগে - পাতা/শাক জাতীয় সকল সবজি লাগানো যাবে। যেমন- লাল শাক,কলমি শাক, পাট শাক, মূলা শাক, সরিষা, বাটি শাক, ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া, সুইজ চার্ড,কেল, সেলারি, লেটুস ইত্যাদি । 


৫-৬ কেজি মাটি এবং মিনিমাম ৬ ইঞ্চি গভীরতার মাটি ধরবে এমন ব্যাগ - ডাটা, ওলকপি, মূলা, গাজর, বিটরুট, শালগম, পেঁয়াজ, রসুন ইত্যাদি মূল জাতীয় সবজি রোপণ করা যাবে। 


১০ কেজির বেশি মাটি ধরবে এমন ব্যাগে - ঢেঁড়স, স্কোয়াশ, মরিচ, টমেটো, বেগুন, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, কচুর লতি ইত্যাদি রোপণ করা যাবে। 


১৮ কেজির বেশি মাটি ধরবে এমন ব্যাগে - আদা, হলুদ, ঝিঙা, ধুন্দুল, মিষ্টি কুমড়া, শিম, লাউ, শসা, করলা,‌ তরমুজ, সাম্মাম ইত্যাদি রোপণ করা যাবে।

কোন মন্তব্য নেই:

মাউন্ট ওমুরো (Mount Omuro): জাপানের এক অনন্য নিস্ক্রিয় আগ্নেয়গিরি।। 

 মাউন্ট ওমুরো (Mount Omuro): জাপানের এক অনন্য নিস্ক্রিয় আগ্নেয়গিরি।।  জাপান প্রকৃতি ও আগ্নেয়গিরির দেশ। এখানকার অসংখ্য পর্বতচূড়ার মধ্যে মাউন্...