রাসেল মাহমুদ স্যারের মেসেজ।
যারা এখনো পর্যন্ত কোনো ডিও করে নাই কোড ওপেন করে নাই এবং সেলস করে না শুধুমাত্র পেস্টিংয়ের কাজ করে তারা প্রতি সপ্তাহে দুইটা করে ওয়ার্ক অর্ডার দিবে সুপারভাইজার এটা ফলোআপ করেন,,,,,
যে এলাকায় কাজ শেষ হয়ে যাবে সেই এলাকা থেকে তাকে কোম্পানি নিয়ম অনুযায়ী অন্য কোন জোনে ট্রান্সফার করা হবে,,,,,
মনিরুল ইসলাম স্যারের মেসেজ
সকল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে যেখানে থাকেন যেই কাজই করেন না কেন অবশ্যই ঠিকমতো নোট দিবেন।
যারা নোট কম দিবেন নিজ দায়িত্বে কেন কম দিয়েছেন সেটি কোম্পানিকে বুঝিয়ে বলবেন।
নোট রিলেটেড কোন কথা কারো সাথে নতুন করে বলা হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন