অঞ্জনা 🏵️
পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে চিরবিদায় নিলেন ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান আমাদের মাঝে আর নেই - ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।
সংক্ষিপ্ত জীবনী ----
অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে অঞ্জনা বহুল আলোচিত একটি নাম। দীর্ঘ ৪০ বছরের অভিনয় জীবনে তিনি ৩৫০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়,কত্থক নৃত্য ও মডেলিং এই তিনটিতেই রয়েছে তার সফল বিচরণ।
এর পাশাপাশি অঞ্জনা একজন সংগীতশিল্পীও। মাত্র ৪ বছর বয়স থেকে মঞ্চে নৃত্য পরিবেশন করা শুরু করেছিলেন অঞ্জনা। নাচ নিয়ে ব্যস্ততার সময়ই মাসুদ পারভেজ সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে আসেন। সারথী পরিচালিত "দস্যু বনহুর" ছবির মাধ্যমে তার চলচ্চিত্রজীবন শুরু হয়।
আলমগীর কবির পরিচালিত "পরিণীতা" চলচ্চিত্রে অভিনয় করে অঞ্জনা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অঞ্জনা নায়করাজ রাজ্জাকের সাথে ৩০টি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন।
এর মধ্যে অশিক্ষিত_রজনীগন্ধা_আশার আলো_
জিঞ্জির_আনারকলি_বিধাতা_বৌরানী_সোনার হরিণ_
মানা_রামরহিমজন_সানাই_সোহাগ_মাটির পুতুল_
সাহেব বিবি গোলাম ও অভিযান উল্লেখযোগ্য। তার অন্যান্য উল্লেখযোগ্য ছবি হল - মাটির মায়া_রূপালি সৈকতে_মোহনা_গুনাই বিবি_গাংচিল_রাজবাড়ী_নূরী_
সুখের-সংসার_অন্ধবধূ_যাদু নগর।
তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে - প্রাণ সজনী_
দেশ-বিদেশ_লাভ ইন সিঙ্গাপুর_নেপালি মেয়ে সহ একাধিক ছবি নির্মিত হয়েছে। অঞ্জনার জন্ম ১৯৬৫ সালের ২৭ জুন ঢাকা ব্যাংক কোয়ার্টারে। তার পৈতৃক নিবাস চাঁদপুর। শুরুতে তিনি "অঞ্জনা রহমান" নামে পর্দায় কাজ করলেও বর্তমানে তিনি অঞ্জনা সুলতানা নামেই সমধিক পরিচিত।। 🔸
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন