এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সিভিল ইঞ্জিনিয়ারদের চাকরির ইন্টারভিউ এর জন্য প্রয়োজনীয় ইনফরমেশন :-

 সিভিল ইঞ্জিনিয়ারদের চাকরির ইন্টারভিউ এর জন্য প্রয়োজনীয় ইনফরমেশন :-


10 mm =1 cm

100 cm = 1 m (মিটার)Convert

1″ = 25.4 mm

1″ = 2.54 cm

39.37″ = 1 m

12″ = 1′ Fit

3′ = 1 Yard (গজ)

1 Yard = 36″

72 Fit = 1 bandil.

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি

10 mm = 0.616 kg/m = 3 suta

12 mm = 0.888 kg/m = 4 suta

16 mm = 1.579 kg/m = 5 suta

20 mm = 2.466 kg/m = 6 suta

22 mm = 2.983 kg/m = 7 suta

25 mm = 3.854 kg/m = 8 suta

রডের ওজন

৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।

১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।

১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।

১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।

২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।

২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।

২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .

8 mm -7 feet -1 kg

10 mm -5 feet -1 kg

12 mm -3.75 feet – 1 kg

16 mm -2.15feet -1kg

20 mm -1.80feet -1kg

22mm -1.1feet -1kg

রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………

এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 532.5 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।


* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।

* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।

* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।

বালির হিসাব

* ১০৯ ফিট = ১২.২৫cft,

* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।


ঢ়ালাই এর হিসাব

* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।

* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।

গাথুনী এবং প্লাস্টারের হিসাব

১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।

০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।

গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।

নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।

০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।

এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।

ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।

* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।

* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।

* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)

মসলাসহ = (১০”*৫”৩”)


===================================

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ

1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।

2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি

3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।

4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।

5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।

6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার

7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।

8. এক. বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার

9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%

10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….

11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি

12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।

13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল

14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার

15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি

16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।

17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।

18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।

19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।

20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার

21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।

22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.

23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২

24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।

25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।

26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি

27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।

28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি

29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি

30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ

31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি

32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।


#civilengineeringcreativity #engineeringformulas #engineeringstudy #EngineeringWorld

এ অক্ষর দিয়ে ৪০টি হোমিও ঔষধের সিঙ্গেল সিম্পটম।  (ঔষধের নাম ও ২টি প্রধান লক্ষন)

 🪴🪴🪴এ অক্ষর দিয়ে ৪০টি হোমিও ঔষধের সিঙ্গেল সিম্পটম। 

(ঔষধের নাম ও ২টি প্রধান লক্ষন)


1 Aconitum Napellus ~হঠাৎ ভয় বা আতঙ্কে অসুস্থতা, প্রচণ্ড জ্বরের শুরুতে অস্থিরতা

2 Arnica Montana~ আঘাত বা চোটের ব্যথা, শরীর স্পর্শ করলে সহ্য হয় না

3 Arsenicum Album ~অতি দুর্বলতা ও অস্থিরতা, সামান্য পরিমাণে বারবার পানি পান

4 Argentum Nitricum ~ভয় ও দুশ্চিন্তা থেকে ডায়রিয়া, উচ্চ স্থানে ভয়

5 Alumina ~কোষ্ঠকাঠিন্য, শুকনো মল বের করতে প্রচণ্ড কষ্ট

6 Aloe Socotrina ~হঠাৎ হঠাৎ পাতলা ডায়রিয়া, টয়লেট থেকে বের হতে না হতেই আবার চাপ

7 Antimonium Crudum~ অতিরিক্ত খাবারে অরুচি ও বমি, জিভে সাদা আবরণ

8 Antimonium Tartaricum ~বুকে প্রচুর কফ জমে শ্বাসকষ্ট, দুর্বল কাশি

9 Apis Mellifica~ হঠাৎ ফুলে যাওয়া, পোকার কামড় বা অ্যালার্জিতে চুলকানি

10 Aurum Metallicum~ হতাশা ও আত্মহত্যার চিন্তা, হাড়ে হাড়ে ব্যথা

11 Asarum Europaeum~ ক্ষুদ্র শব্দেও অসহ্য কষ্ট, স্নায়বিক অতিসংবেদনশীলতা

12 Anacardium Orientale ~দ্বৈত চিন্তা (এক কাজ করতে চাই, আবার না চাই), নিষ্ঠুরতা

13 Agaricus Muscarius ~অনিয়ন্ত্রিত নাচুনি বা কাঁপুনি, ঠাণ্ডায় স্নায়বিক ব্যথা

14 Angustura Vera ~পেশীতে কঠিন ব্যথা ও খিঁচুনি, দাঁত ঘষা

15 Anhalonium ~বিভ্রম বা হ্যালুসিনেশন, মাদকাসক্তির মত অনুভূতি

16 Abrotanum~ বাচ্চাদের খিদে থাকলেও শুকিয়ে যাওয়া, জোড়ায় ব্যথা

17 Absinthium ~খিঁচুনি ও অজ্ঞান হওয়া, স্মৃতিভ্রংশ

18 Acetic Acid ~অতিরিক্ত দুর্বলতা ও রক্তশূন্যতা, প্রচণ্ড তৃষ্ণা

19 Actaea Racemosa (Cimicifuga)~ প্রসূতির স্নায়বিক উত্তেজনা, জরায়ুর ব্যথা

20 Adonis Vernalis~ হৃদযন্ত্র দুর্বলতা, ফোলা পা

21 Aethusa Cynapium~ শিশু দুধ খেলেই বমি করে ফেলে, চোখ ঘুরে যায়

22 Agnus Castus ~যৌনশক্তি হ্রাস, স্মৃতিশক্তি দুর্বল

23 Aletris Farinosa ~নারী বন্ধ্যাত্ব ও অতিরিক্ত দুর্বলতা, জরায়ুর দুর্বলতা

24 Allium Cepa ~নাক দিয়ে পানি ঝরা, চোখ দিয়ে পানি পড়লেও জ্বালা করে না

25 Allium Sativum~ হজমের গোলযোগ, রসুনজাতীয় খাবারে অরুচি

26 Alumen ~কঠিন কোষ্ঠকাঠিন্য, মলদ্বারের শিরা ব্যথা

27 Ammonium Carbonicum ~শ্বাসকষ্টে ঘুম ভেঙে যায়, স্থূল মানুষে সমস্যা

28 Ammonium Mur ~ডান দিকের কোমরে ব্যথা, পাইলস

29 Ammonium Phos ~গাঁটে ব্যথা ও দুর্বলতা, প্রস্রাবে ফসফেট

30 Amylenum Nitrosum ~হঠাৎ গরম অনুভব, রক্তমুখে উঠা

31 Anemone Pulsatilla (Pulsatilla)~ অশ্রুসিক্ত ও নরম স্বভাব, তৈলাক্ত খাবার সহ্য হয় না

32 Anemone Hepatica (Hepatica)~ কাশি ও গলায় টনটন ভাব, শ্বাসকষ্ট

33 Angustura Officinalis ~দাঁত ব্যথা, পেশীতে টান

34 Anthracinum~ মারাত্মক ফোঁড়া ও ক্ষত, গ্যাংগ্রিন প্রবণতা

35 Apocynum Cannabinum ~শরীরে পানি জমে ফুলে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া

36 Aquilegia Vulgaris ~মাথা ঝিমঝিম, হালকা বিষণ্নতা

37 Aralia Racemosa ~মধ্যরাতে শ্বাসকষ্ট, হাঁপানি

38 Aranea Diadema ~নির্দিষ্ট সময়ে জ্বর, আর্দ্র আবহাওয়ায় অসুস্থতা

39 Arum Triphyllum ~মুখে ঘা ও জ্বালা, নাক মুখে ক্ষত

40 Asclepias Tuberosa ~বুকে ব্যথা ও শ্বাসকষ্ট, কাশি।


ডা:মো:ফরহাদ হোসেন

চেম্বার:জার্মান হোমিও কেয়ার। কেন্দ্রীয় বাস টার্মিনাল,হাউজিং ১নাম্বার গেট,ABC স্কুলের পাশে।

থানা+জেলা:জয়পুরহাট সদর।

হেল্পলাইন-01955507911

বসে বসে স্বপ্ন দেখলেই সফল হওয়া যায় না! সফল উদ্যোক্তা হতে হলে — দরকার সঠিক দিক, সঠিক কাজ, আর অটল মানসিকতা! সফল হতে চাও? তবে এই ৯টি উপায় এখনই নিজের জীবনে লাগু করো!,,, D X N ফেইসবুক থেকে নেওয়া

 বসে বসে স্বপ্ন দেখলেই সফল হওয়া যায় না! সফল উদ্যোক্তা হতে হলে — দরকার সঠিক দিক, সঠিক কাজ, আর অটল মানসিকতা! সফল হতে চাও? তবে এই ৯টি উপায় এখনই নিজের জীবনে লাগু করো!


বর্তমান সময়ে অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু সফল উদ্যোক্তা হতে গেলে শুধু আইডিয়া থাকলেই হয় না — দরকার পরিকল্পনা, অধ্যবসায়, এবং শেখার মানসিকতা।


এখানে এমন ৯টি কার্যকরী উপায় তুলে ধরা হলো, যেগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ উদ্যোক্তায় পরিণত করতে পারে:


১. সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন:

আপনি কোথায় যেতে চান? ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? এই প্রশ্নগুলোর উত্তর যদি স্পষ্ট না থাকে, তবে পথ হারানোর সম্ভাবনা অনেক বেশি। লক্ষ্য না থাকলে কোনো পরিকল্পনাই কাজে আসে না।


২. শেখার মানুষিকতা তৈরী করতে হবে 

প্রতিদিন কিছু না কিছু শিখুন — বই পড়ে, অনলাইন কোর্স করে, সফল ব্যক্তিদের অভিজ্ঞতা শুনে। একটানা শেখার অভ্যাসই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।


৩. ঝুঁকি নিতে শিখুন:

ভয়কে জয় করতে না পারলে কিছুই সম্ভব নয়। সফল উদ্যোক্তারা ঝুঁকি নিতে ভয় পান না, কারণ তারা জানেন —

“No risk, no reward!”


৪. সময়কে নিয়ন্ত্রণে নিন:

প্রতিদিনের ২৪ ঘণ্টা সবার সমান, কিন্তু সফলরা তাদের সময়কে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করেন। সময়ের সঠিক ব্যবস্থাপনাই আপনার প্রতিদিনকে সফলতার দিকে নিয়ে যাবে।


৫. যোগাযোগ দক্ষতা বাড়ান:

ভালো কথা বলার, বুঝিয়ে বলার, ও অন্যদের সঙ্গে সংযোগ তৈরি করার ক্ষমতা একজন উদ্যোক্তার জন্য অপরিহার্য।

মানুষ আপনার সঙ্গে ব্যবসা করবে, আপনার পণ্যের সঙ্গে নয় — এটা ভুলে গেলে চলবে না।


৬. সমস্যা খুঁজে সমাধান দিন:

বাজারে হাজারো সমস্যা আছে — আপনি কি তার একটিরও কার্যকরী সমাধান দিতে পারবেন না?

সফল উদ্যোক্তা সেই, যে মানুষের সমস্যার সমাধান করে।


৭. আর্থিক শিক্ষায় দক্ষতা অর্জন করুন:

ইনকাম, খরচ, প্রফিট মার্জিন, ইনভেস্টমেন্ট — এসব বোঝা না গেলে ব্যবসা টিকবে না। উদ্যোক্তাকে হতে হয় একজন দক্ষ অর্থ ব্যবস্থাপকও।


৮. নিজের প্রতি অগাধ বিশ্বাস রাখুন:

অনেক সময় ব্যর্থতা আসবে, অন্যরা উপহাস করবে, পরিবার সমর্থন নাও করতে পারে — কিন্তু নিজের উপর বিশ্বাস হারালে কিছুই সম্ভব নয়। বিশ্বাসই একজন উদ্যোক্তার শক্তি।


 ৯. ধৈর্য ধরুন এবং কনসিস্টেন্ট থাকুন:

রাতারাতি কিছু হয় না। মাসের পর মাস, বছরের পর বছর কাজ করেও অনেক সময় ফল আসে না — তখনই ধৈর্য ধরতে হবে। যারা অপেক্ষা করতে পারে, সাফল্য তাদের কাছেই ধরা দেয়।


সফল উদ্যোক্তা হওয়া কোনো অলৌকিক বিষয় নয়। এটা সম্ভব — যদি আপনি এই ৯টি বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন ।


এখন বলুন , আপনি কোন পয়েন্টে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান?

সবচেয়ে মিথ্যা কবিতাছত্র, কিন্তু সবচেয়ে বাস্তব তার অর্থ

 সবচেয়ে মিথ্যা কবিতাছত্র, কিন্তু সবচেয়ে বাস্তব তার অর্থ

কবি মুতানাব্বী বলেন,

               بعيني رأيت الذئب يحلب نملة ........... ويشرب منها رائباً وحليبا

অর্থাৎ, আমি নিজের চোখে দেখলাম, একটি নেকড়ে বাঘ একটি পিঁপড়ের দুধ দোয়াচ্ছে, আর সে তার দই ও দুধ পান করছে!

তিনি বলেন, এটা সবচেয়ে মিথ্যা কবিতাছত্র এই জন্য যে, নেকড়ে দুধ দোয়াতে জানে না, আর আসলে পিঁপড়া দুধ দেয় না।

পক্ষান্তরে সবচেয়ে বাস্তব তার অর্থ এই জন্য যে, একদা আমি কূফা শহরের বাজারে এক মাছ-বিক্রেতা গরীব মহিলার পাশে ছিলাম। ইতিমধ্যে একজন বিশাল ধনী ও অহংকারী লোক এসে তাকে জিজ্ঞাসা করল, 'এক রতল মাছের দাম কত?' মেয়েটি বলল, 'পাঁচ দিরহাম স্যার!' ধনী লোকটি বলল, 'দূর! এক রতলে এক দিরহাম (নাও)।' মেয়েটি বলল, 'স্যার! মাছ আমার নয়। (এর মালিক অন্য একজন।) আর আমি এক রতলে পাঁচ দিরহাম ছাড়া বিক্রি করতে পারব না।' তা শুনে ধনী ব্যক্তিটি বলল, 'আমাকে দশ রতল মাছ দাও।'

এ কথা শুনে মহিলাটি খুব খুশি হলো এবং ধারণা করল যে, সে তাকে পঞ্চাশ দিরহাম প্রদান করবে। কিন্তু সে তাকে মাছ দিলে তা গ্রহণ ক'রে দশ দিরহাম ছুঁড়ে দিল এবং পিঠ ফিরে যেতে লাগল। মহিলাটি তাকে ডাক দিল, 'স্যার, স্যার!' আর সে অবস্থায় সে কেঁদে ফেলল। কিন্তু ধনী লোকটি কোন সাড়া দিল না। তা দেখে আমিও তাকে ডাক দিলাম, কিন্তু সে আমাকেও সাড়া দিল না। এই জন্য আমি এই কবিতাছত্রটি রচনা করলাম।

'নেকড়ে' বলতে আমার উদ্দেশ্য হলো ধনী লোকটি, আর 'পিঁপড়ে' হলো মাছ-বিক্রেতা গরীব মহিলাটি।

কি সুন্দর এই কবিতাছত্রটি! আর কতই না বাস্তব তার উদাহরণ আমাদের এই যুগে!

'কিছু বিবেক এমনও মরে আছে যে, লক্ষ টাকার বেতনে কর্মরত অফিসার ৩০০ টাকা উপার্জনকারী গরীব শ্রমিকদের কাছ থেকেও ঘুস বা তোলা আদায় ক'রে থাকে।'

বিশ লাখ টাকার গাড়ি-ওয়ালা ধনী লোক কোন ভিক্ষুক দেখে দুটি টাকা চলে যাওয়ার ভয়ে ভিতর থেকে গাড়ির কাঁচ বন্ধ ক'রে দেয়।

                             'আমি তো নীরবে দিয়েছি আমার সব, 

                      দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব।

                   এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি, 

                         রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি।'

**************************************

সংগ্রহ ও অনুবাদ >> আব্দুল হামিদ আল-ফাইযি আল-মাদানি

আদম (আঃ) এবং হাওয়া (আঃ) এর ​বিয়ে এবং মোহর​

 আদম (আঃ) এবং হাওয়া (আঃ) এর ​বিয়ে এবং মোহর​

▬▬▬ ◈◉◈▬▬▬

প্রশ্ন: আদম (আঃ) এবং হাওয়া (আঃ) এর বিয়ে কে পড়িয়েছেন এবং তাদের বিয়ের মোহর কত ছিল?


উত্তর:

আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে হাওয়া আ. কে আদম আ. এর স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন,

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَـٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ

"এবং আমি আদমকে বললাম যে, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাক এবং ওখানে যা ইচ্ছা তৃপ্তিসহ খেতে থাক। কিন্তু এ গাছের নিকটবর্তী হয়ো না। অন্যথায় তোমরা যালিমদের অন্তর্ভূক্ত হয়ে পড়বে।" (সূরা বাকারা: ৩৫)


আদম আ. ও হাওয়া আ. এর বিয়ে ও স্বামী-স্ত্রীর হওয়ার ব্যাপারে এর চেয়ে বড় সাক্ষ্য আর কিছু হতে পারে না। সুতরাং এতটুকু জানাই আমাদের জন্য যথেষ্ট। 


কিন্তু কে তাদের বিয়ে পড়িয়েছেন, তাদের মোহরানা কত ছিল এসব খুঁটিনাটি বিষয় সম্পর্কে কিছু হাদিস উল্লেখ করা হলেও বিজ্ঞ মুহাদ্দিসদের দৃষ্টিতে সেগুলোর পক্ষে নির্ভরযোগ্য ও প্রামাণ্য কোনও সূত্র নেই। 


যেমন:


●  এ মর্মে কুসতুলানী কর্তৃক সংকলিত আল মাওয়াহেবুল লাদুন্নিয়াহ কিতাবে (১ম খণ্ড, পৃষ্ঠা: ২৫) একটি হাদিস উল্লেখিত হয়েছে। তা হল,

أن الله ـ سبحانه ـ لما خَلق آدمَ خلق له حواءَ من ضِلَع من أضلاعه اليسرى وهو نائم فلما استيقظ ورآها سكَن إليها ومدّ يده إليها فمنعته الملائكةُ حتى يؤدِّي مهرَها، فقال: وما مهرُها؟ قالوا: تصلِّي على محمد ـ صلى الله عليه وسلم ـ ثلاثَ مرات.

"আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন। অত:পর যখন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন তার বাম পাঁজরের একটি হাড্ডি থেকে হাওয়া আ. কে সৃষ্টি করলেন। তিনি  ঘুম থেকে জাগ্রত হয়ে হাওয়াকে দেখে তিনি মনে প্রশান্তি অনুভব করলেন। তাই তাকে স্পর্শ করার জন্য হাত বাড়ালে ফেরেশতাগণ তাকে মোহর পরিশোধ না করা পর্যন্ত স্পর্শ করতে নিষেধ করলেন।

তিনি জিজ্ঞেস করলেন, তাঁর মোহর কি?

ফেরেশতাগণ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ৩ বার  দরুদ পাঠ।"


●  ইবনুল জাওযি (মৃত্যু: ৭৯৫ হিজরি) তার 'সালওয়াতুল আহযান' কিতাবে উল্লেখ করেন,

أنها لما سمعتْ كلام الملائكة طلبت مَهرها من آدم، فسأل ربَّه كم يُعطيها؟ فقال: صل على حبيبي محمد بن عبد الله عشرين مرة، ففعل، وجاء في بعض الروايات أن اللهَ زوّجه إيّاها وخطب في ذلك خطبة.

"হাওয়া আ. ফেরেশতাদের কথোপকথন শোনার  আদম আ. থেকে তার মোহর চাইলেন। তখন তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, কত মোহর দিবেন?

আল্লাহ বললেন, “তুমি আমার হাবিব মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপর ২০ বার দরুদ পাঠ করো।” তাই তিনি তাই করলেন।


●  অন্য বর্ণনায় এসেছে, স্বয়ং আল্লাহই আদম-হাওয়ার বিয়ে পড়িয়েছেন এবং বিয়েতে খুতবা পাঠ করেছেন!

 

কিন্তু উক্ত গ্রন্থদ্বয় এসব হাদিসের কোনও সনদ (বর্ণনা সূত্র) উল্লেখ করেন নি বা এগুলো গ্রহণযোগ্য-অগ্রহনযোগ্য হওয়ার ব্যাপারে কোনও মন্তব্য করেন নি।


●  কোন কোন বর্ণনায়, ১০০ বার দরূদ পড়ার কথাও এসেছে। আরও বলা হয়েছে, ৭০ বার দরুদ পাঠ করার পর তার নি:শ্বাস শেষ হওয়ায় আল্লাহ তাআলা ৩০ বার দরুদ পড়া বাকি রেখেছেন। আর সেখান থেকেই মোহরকে দুভাগ করা হয়েছে: একভাগ নগদ আর একভাগ বাকি।


বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা শাইখ রশিদ রেজা রহ. বলেন,

ما ذُكِرَ في ذلك كذب صريح لا حاجة لإطالة الكلام في رده

“এ ব্যাপারে যে সব কথা বলা হয়েছে সেগুলো স্পষ্টই মিথ্যাচার। সুতরাং তার জবাব দেয়ার ক্ষেত্রে লম্বা আলোচনার প্রয়োজন নাই।” আর তিনি, ৩ বা ২০ বার দরুদ পড়ার হাদিসকে জইফ বা দুর্বল বলেছেন।

------------------

আদম আ. এর বিয়েতে মোহরের রেওয়ায়েতের শব্দ এবং মহরের পরিমাণ নিয়ে কয়েক ধরণের কথা পাওয়া যায়। যেমন:

- কোন বর্ণনায় তিনবার।

- কোন বর্ণনায় দশবার।

- কোন বর্ণনায় বিশবার।

- আবার কোথাও একশবার।

- এমনকি এক হাজারবার দরূদ পড়ার কথাও পাওয়া যায়। 

- আবার শত বা হাজারের বর্ণনায় এক শ্বাসে পড়ে শেষ করার শর্তও রয়েছে। এবং এমন কথাও আছে যে, হযরত আদম আ. সত্তর বা পাঁচশ বার পর্যন্ত একশ্বাসে পড়তে পেরেছেন। তারপর আল্লাহ তায়ালা বলেছেন, এটা মহরে মুয়াজ্জাল (বিয়ের সময় তাৎক্ষণিক আদায়যোগ্য মহর) আর বাকি মহর তোমার দায়িত্বে রইল পরে আদায় করতে হবে।

এগুলো কোনটার পক্ষেই হাদিস নাই। সুতরাং এসব বর্ণনার প্রতি ভ্রুক্ষেপ করারও প্রয়োজন নেই। 

[সূত্র, আল মাওয়াহিবুল লাদুন্নিয়াহ ১/৫০, বুসতানুল ওয়ায়িজীন: ৪৭৮, ইআনাতুত ত্বালিবীন ৩/৩৯৫। অনুবাদ : মাওলানা মাজিদুর রহমান]


মোটকথা, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে হাওয়া আ. কে আদম আ. এর স্ত্রী হিসেবে সম্বোধন করেছেন। তাদের বিয়ের ক্ষেত্রে এতটুকু জনাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু বিয়ে সংক্রান্ত বিস্তারিত কোন কিছুই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়।


তাছাড়া এসব বিষয় আমাদের ঈমান, আমল ও আহকামের সাথে মোটেও সম্পৃক্ত নয়। তাই এসব বিষয় না জানলেও ইনশাআল্লাহ আমাদের কোন ক্ষতি হবে না। আল্লাহু আলাম।

والله أعلم بالصواب

▬▬▬ ◈◉◈▬▬▬

উত্তর প্রদানে:

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব


Abdullahil Hadi

ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য উপকারিতা। 

 ★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য উপকারিতা। 


তো চলুন আজকে ফিটকিরির বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নিই


★  ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি


১. ব্রণ দূর করে ফিটকিরি গুড়া ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান।


২. ত্বকের ছিলা ভাব দূর করে ফিটকিরি পানি দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন।


৩. চুলকানি কমায়  ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।


৪. ত্বক মসৃণ করে  স্নানের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করুন।


৫. দাড়ি কামানোর পর জীবাণুনাশক কাজ করে  ফিটকিরি ব্লক ভিজিয়ে মুখে ঘষুন।


৬. পায়ের ফাটা গোড়ালি সারায়  ফিটকিরি পানি দিয়ে পা ডুবিয়ে রাখুন, এরপর তেল মেখে ফেলুন।


৭. ত্বকের জ্বালা ও পোড়া কমায় আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।


★  ক্ষত ও সংক্রমণ প্রতিরোধে


৮. ছোট কাটা-ছেঁড়া দ্রুত সারায়  ভেজা ফিটকিরি সরাসরি ক্ষতে লাগান।


৯. অতিরিক্ত ঘাম কমায় বগলে ফিটকিরি পানি লাগান।


১০. ইনফেকশন প্রতিরোধ করে  ক্ষতস্থানে ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন।


১১. ফোড়া শুকায় গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা দিয়ে লাগান।


১২. চুলকানিযুক্ত চর্মরোগ উপশম করে ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।


১৩. পায়ের ফাঙ্গাস দূর করে  ফিটকিরি পানি দিয়ে পা ধুয়ে নিন।


১৪. গৃহপালিত পশুর ক্ষত সারায়  ক্ষতস্থানে ফিটকিরি পানি লাগান।


১৫. পানির জীবাণু নাশ করে পানিতে সামান্য ফিটকিরি দিয়ে রেখে পরিস্কার করে নিন।


১৬. পানির ময়লা পরিষ্কার করে ফিটকিরি মিশিয়ে রাখলে ময়লা নিচে জমে যাবে।


১৭. কাপড়ের দুর্গন্ধ দূর করে  ধোয়ার পানিতে ফিটকিরি মিশিয়ে নিন।


১৮. স্নানঘরের দুর্গন্ধ কমায় ফিটকিরি পানি ছিটিয়ে দিন।


১৯. জুতা দুর্গন্ধমুক্ত করে  জুতায় ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন রাতে।


২০. শৌচাগারের দুর্গন্ধ দূর করে  ফিটকিরি পানি ছিটিয়ে দিন।


২১. বাথটবের পানি জীবাণুমুক্ত করে  গোসলের পানিতে ফিটকিরি দিন।


২২. মাছ পরিষ্কার করার পর গন্ধ দূর করে  ফিটকিরি পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।


★  মুখ ও দাঁতের যত্নে


২৩. দাঁতের ব্যথা কমায়  ফিটকিরি পানি দিয়ে কুলি করুন।


২৪. মুখের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে গার্গল করুন।


২৫. মাড়ির ইনফেকশন ও রক্তপাত বন্ধ করে  ফিটকিরি গুলানো পানি দিয়ে কুলি করুন।


২৬. ডায়রিয়া কমাতে সাহায্য করে  অল্প পরিমাণ ফিটকিরি গুড়া পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।


২৭. গলা ব্যথা ও কাশি উপশম করে  হালকা গরম পানিতে ফিটকিরি মিশিয়ে গার্গল করুন।


২৮. চোখের প্রদাহ কমায়  ফিটকিরি গুলানো পানি ছেঁকে ঠান্ডা করে চোখ ধুতে পারেন।


২৯. চুল পড়া কমায়  ফিটকিরি পানি দিয়ে মাথা ধুয়ে নিন।


৩০. ত্বকের রঙ উজ্জ্বল করে  ফেসপ্যাকের সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়।


★  ফিটকিরি হলো সহজলভ্য কিন্তু অসাধারণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ, গৃহস্থালি কাজ সব ক্ষেত্রেই এর ব্যবহার আপনাকে দেবে চমকপ্রদ ফলাফল।


টিম: সাইকোলজি এবং বিজ্ঞানের অজানা তথ্য

কানের সমস্যা ✍️ ডাঃ তানভীর আহমেদ (ডিএইচএমএস ঢাকা)

 অনেকই এসে বলে কানে ফোটানো ঔষধ আছে?

একটু কানে দিয়ে দেন তো! বিপদ এখানেই --


মানুষের শরীরের প্রতিটি অঙ্গের ভেতর কান সবচেয়ে সূক্ষ্ম, জটিল এবং রহস্যময়। বাইরের পৃথিবীর শব্দ কিভাবে ভেতরে প্রবেশ করে এবং মস্তিষ্কে পৌঁছে যায়, তা দেখলেই বোঝা যায়—এটি যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি!


Outer Ear – Pinna শব্দ তরঙ্গ সংগ্রহ করে নিয়ে আসে ভেতরে।

সেখান থেকে Ear Canal শব্দ তরঙ্গ পৌঁছে দেয় Eardrum (Tympanum) পর্যন্ত।


এই পাতলা ঝিল্লিটি যখন সামান্য শব্দ তরঙ্গেই কেঁপে ওঠে, তখন সেই কম্পন এক অদ্ভুত চেইন রিঅ্যাকশনের মতো ভেতরের তিনটি ক্ষুদ্র হাড়ে পৌঁছে যায়।


🔸 Hammer (Malleus) 

🔸 Anvil (Incus)

🔸 Stirrup (Stapes) 


এই ক্ষুদ্র ossicle-গুলো একে অপরকে আঘাত করে কাঁপন পৌঁছে দেয় Cochlea নামক সর্পিল আকারের অঙ্গটিতে। এখানে তরল নড়ে ওঠে, আর সেই তরঙ্গকে রূপান্তরিত করে Auditory Nerve, যা মুহূর্তেই শব্দকে বিদ্যুৎগতিতে পাঠিয়ে দেয় মস্তিষ্কে।


এ যেন এক রহস্যময় সঙ্গীতের সুরঙ্গপথ—যেখানে সামান্য ক্ষতিই চিরস্থায়ী নীরবতার কারণ হতে পারে!


---


অনেকেই কান পরিষ্কারের নামে বা "ঔষধ ফোটানো"-র নামে হাইড্রোজেন পার অক্সাইড বা অন্য রাসায়নিক ফেলে দেন।

কিন্তু জানেন কি❓

👉 সামান্য মাত্রাতিরিক্ত ফোঁটাতেই Eardrum ফেটে যেতে পারে

👉 ভেতরের সূক্ষ্ম হাড় ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে

👉 এমনকি স্থায়ীভাবে শ্রবণশক্তি নষ্ট হয়ে যেতে পারে


কান কখনোই পরীক্ষামূলক রাসায়নিক ব্যবহার করার জায়গা নয়। এটি প্রকৃতির সবচেয়ে স্পর্শকাতর যন্ত্র।


---


হোমিওপ্যাথিতে এমন কিছু অসাধারণ ঔষধ আছে, যা কানের সমস্যা নিরাপদে ও কার্যকরভাবে নিরাময় করতে পারে—


✅ Belladonna – হঠাৎ কানে তীব্র ব্যথা, লালচে ভাব, প্রদাহ হলে দারুণ কার্যকর।

✅ Pulsatilla – কান থেকে ঘন বা হলদে স্রাব, শিশুদের কানের সমস্যা ও ঠান্ডাজনিত কানে ব্যথায় উপকারী।

✅ Chamomilla – দাঁতের ব্যথার সাথে কানে ব্যথা বা শিশুদের কান ব্যথায় আশ্চর্যজনক কাজ করে।

✅ Hepar Sulph – কান থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বা প্রদাহ হলে কার্যকর।

✅ Silicea – দীর্ঘদিনের কান থেকে স্রাব ও কান ফোড়ার ক্ষেত্রে সহায়ক।

✅ Ferrum Phos – কানের প্রদাহের প্রাথমিক পর্যায়ে খুব উপকারী।


এই ঔষধগুলো শুধু উপসর্গ নিরাময় করে না, বরং কানের ভেতরের সূক্ষ্ম ভারসাম্যকে রক্ষা করে দীর্ঘস্থায়ী নিরাময় দেয়।


---


আপনার কান প্রকৃতির এক আশ্চর্য রত্ন। না জেনে ফোঁটানো কিছু দেওয়া মানেই তাকে চিরতরে ক্ষতি করে ফেলার ঝুঁকি।


✍️

ডাঃ তানভীর আহমেদ

(ডিএইচএমএস ঢাকা)

সকাল সাতটার সংবাদ শিরোনাম

 ৩১/০৮/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

...................................................


* গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার---জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব--আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির বৈঠক


* নুরুল হক নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন --- ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন

 

* নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা --- প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি

 

* গণঅধিকার পরিষদের সভাপতির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি--হামলার সাথে জড়িত কেউই ছাড় পাবে না, দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করার আশ্বাস---বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা।

 

* সব জাতিগোষ্ঠীকে নিয়ে অন্তর্ভূক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর --- বললেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

 

* ইসরাইলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির হুথিগোষ্ঠী


* এবং সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে সফরকারী নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ---থিম্পুতে সাফ অনূর্ধ্ব- ১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ৩০-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ৩০-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন --- ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন। 

 

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা --- প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি। 

 

গণঅধিকার পরিষদের সভাপতির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি --- হামলার সাথে জড়িত কেউই ছাড় পাবে না, দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করার আশ্বাস --- বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা। 

 

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার --- জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব --- আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির বৈঠক। 

 

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ ও বিচারের দাবিসহ নানা কর্মসূচিতে দেশে আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত। 

 

সব জাতিগোষ্ঠীকে নিয়ে অন্তর্ভূক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর --- বললেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

 

গাজায় ইসরাইলি হামলা জোরদার --- ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক জানালো গাজায় গণহত্যা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে দেশটি। 

 

এবং সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৩৭ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।

সকাল সাতটার সংবাদ শিরোনাম

 ৩০/০৮/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

...................................................


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এআই এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মতো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে নির্বাচন কমিশন --- মন্তব্য সিইসির


* জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জের পটভূমি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৫


* বিএনপি সরকার গঠন করলে আন্তর্জাতিক কনভেশন অনুসারে গুম প্রতিরোধ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে --- জানালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 


* জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম --- জাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ


* ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককেই অবৈধ ঘোষণা করলো একটি মার্কিন আপীল আদালত 


* আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের  


* এবং আজ সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সফরকারী নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ

নারীর শরীর ভোগ করার মারাত্মক কয়েকটি মিস্টি টোপ,,, দৈনিক হালচাল সমাচার ফেইসবুকের কোনো এক ফারহানার লেখা থেকে নেওয়া

 নারীর শরীর ভোগ করার মারাত্মক কয়েকটি মিস্টি টোপ  পরপুরুষের জিভের ডগায় লেগে থাকা প্রশংসার স্বাদ কেমন, জানেন? জানেন, সেই স্বাদ যখন শিরা-উপশি...