সূরা আল ফাতিহা (الفاتحة), আয়াত: ১
সূরা আল ফাতিহা (الفاتحة), আয়াত: ১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
উচ্চারণঃ বিছমিল্লাহির রাহমানির রাহিম।
অর্থঃ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা আল ফাতিহা (الفاتحة), আয়াত: ২
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
উচ্চারণঃ আল হামদুলিল্লা-হি রাব্বিল ‘আ-লামীন।
অর্থঃ যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
সূরা আল ফাতিহা (الفاتحة), আয়াত: ৩
ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
উচ্চারণঃ আররাহমা-নির রাহীম।
অর্থঃ যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
সূরা আল ফাতিহা (الفاتحة), আয়াত: ৪
مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ
উচ্চারণঃ মা-লিকি ইয়াওমিদ্দীন।
অর্থঃ যিনি বিচার দিনের মালিক।
সূরা আল ফাতিহা (الفاتحة), আয়াত: ৪
مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ
উচ্চারণঃ মা-লিকি ইয়াওমিদ্দীন।
অর্থঃ যিনি বিচার দিনের মালিক।
সূরা আল ফাতিহা (الفاتحة), আয়াত: ৫
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণঃ ইয়্যা-কা না‘বুদুওয়া ইয়্যা-কা নাছতা‘ঈন।
অর্থঃ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
সূরা আল ফাতিহা (الفاتحة), আয়াত: ৭
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ
উচ্চারণঃ সিরা-তাল্লাযীনা আন‘আমতা ‘আলাইহিম । গাইরিল মাগদূ বি ‘আলাইহিম ওয়ালাদ্দাল্লীন।
অর্থঃ সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন