এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৫ জুন, ২০২৪

কানসাটর জমিদার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক নিদর্শন,,,,,,

কানসাটর জমিদার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক নিদর্শন। কানসাট জমিদার বাড়ির বংশের আদি পুরুষরা পূর্বে বগুড়া জেলার কড়ইঝাকইর গ্রামে বসবাস করতেন। তখন সেখানে তাদের উপর দস্যু সর্দার পন্ডিত অত্যাচার শুরু করে দেয়। তার কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করেন। পরে আবার কানসাট গ্রামে এসে বসতি গড়ে তোলেন। বলা হয়ে থাকে যে একসময় রাজার কংশহাটটা নামে একটি প্রাসাদ ছিল। এই প্রাসাদের নাম থেকেই এলাকাটির নাম হয় কানসাট।


১৮৬৭ সালে  বাড়িটি নির্মাণ করেন ময়মনসিংহের জমিদার সূর্য কান্ত আচার্য চৌধুরী । ২ দশমিক ২৪ একর জায়গার উপর স্থাপিত বাড়িতে কক্ষ ১৬টি। স্থানীয়দের কাছে এটি কানসাট রাজবাড়ি নামে পরিচিত।    

জমিদার সূর্য কান্তের ছোট ছেলে শীতাংসু কান্ত আচার্য চৌধুরী সর্বশেষ এই বাড়ি থেকে জমিদারী পরিচালনা করেন, তিনি ছিলেন বেশ অত্যাচারী শাসক। 


১৯৪৭ সালে দেশ ভাগের পর শীতাংসু কান্ত আচার্য চৌধুরী  ভারত চলে গেলে তৎকালীন সরকার বাড়িটির মালিকানা নেয়। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর বাড়িটি পুরার্কীতি হিসেবে সংরক্ষণ করে দেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বর্তমান সময়ে জমিদার বাড়িটি অযত্ন ও অবহেলার কারণে ধ্বংসের মুখে রয়েছে। এবং জমিদার বাড়িটিতে গাছপালা ও লতাপাতায় জড়িয়ে রয়েছে।


কানসাট বাংলাদেশে বড় আমের বাজার বসে প্রতি বছর আম মৌসুমে কানসাট জমিদার বাড়ির পাশে বসে জেলার সর্ববৃহৎ আম বাজার। তখন এখানে দর্শনার্থীর সমাগম ঘটে। যথাযথ সংস্কার, রক্ষনাবেক্ষন ও প্রচারণা করা গেলে জেলা অন্যতম পর্যটন কেন্দ্রে হিসেবে পরিচিতি পেতে পারে  কানসাট রাজবাড়ি।










কোন মন্তব্য নেই:

ইমাম হুসাইন (আ.)’র মাথা কোথায় দাফন করা হয়?,,,,স্রষ্টার সৃষ্টির সেবাই - ধর্ম

 ইমাম হুসাইন (আ.)’র মাথা কোথায় দাফন করা হয়? ইমাম হোসাইন (আ.) এবং অন্যান্য শহীদের মাথা কোথায় দাফন করা হয় তা নিয়ে শিয়া ও সুন্নিদের ইতিহাস গ্রন...