"এই হিসাব যদি মাথায় ডুকাতে পারেন তাহলে দুধের গাভীর খামার করে কখনো লসে পড়বেন না,তবে এলাকা ভিত্তিক দুধের চাহিদা ও দাম ঠিক থাকতে হবে,
*ধরুন একটি গাভীর ওজন ৪০০ কেজি এবং সে দুধ দেয় ১৪ কেজি,
*তাহলে এই গাভীকে কত কেজি দানাদার দিতে হবে?
উত্তরঃ সাত কেজি +
*কত কেজি ঘাস দিতে হবে ?
উত্তরঃ ২০ কেজি +
*এই গাভীর জন্য কত মেঘাজুল শক্তি দরকার?
উত্তর ১১০ মেঘাজুল,
*কত গ্রাম প্রোটিন দরকার?
উত্তরঃ ১৮০০ গ্রাম,
*এক কেজি উন্নত মানের ঘাসে কত মেঘাজুল শক্তি থাকে?
উত্তরঃ ২ মেঘাজুল,
২০*২=৪০ মেঘাজুল,
*এক কেজি দানাদারে কত মেঘাজুল শক্তি থাকে?
উত্তর ১০ মেঘাজুল,
১০*৭=৭০ মেঘাজুল,
*এক কেজি উন্নত মানের ঘাসে কত গ্রাম প্রোটিন থাকে?
উত্তরঃ ১৩ -২০ গ্রাম বা %
২০*২০= ৪০০ গ্রাম
*এক কেজি দানাদারে কত গ্রাম প্রোটিন থাকে?
উত্তরঃ ২০০ গ্রাম,
২০০*৭=১৪০০গ্রাম,
*১০০ কেজি বডি ওয়েটের জন্য কত মেঘাজুল শক্তি দরকার?
উত্তরঃ ১০ মেঘাজুল,
১০*৪=৪০ মেঘাজুল,
*এক কেজি দুধের জন্য কত মেঘাজুল শক্তি দরকার?
উত্তরঃ ৫ মেঘাজুল,
১৪*৫=৭০ মেঘাজুল,
*১০০ কেজি ওজনের জন্য কত গ্রাম প্রোটিন দরকার?
উত্তরঃ ১০০ গ্রাম,
৪০০ কেজি বডি ওয়েট=৪০০গ্রাম প্রোটিন,
*এক কেজি দুধের জন্য কত গ্রাম প্রোটিন দরকার?
উত্তরঃ ১০০ গ্রাম,
১০০*১৪=১৪০০ গ্রাম প্রোটিন,
শুকনো খড় কম দিলেও হবে,কারন এতে প্রোটিন মাত্র ৩ %,অথচ এর দাম কেজি প্রতি ২০-২২ টাকা,
অপর দিকে কাঁচা ঘাসে প্রোটিন থাকে ১৩-২০ % গ্রাম,অথচ নিজে চাষ করলে এর দাম পড়ে কেজি প্রতি মাত্র ২ টাকা,অথবা সামান্য কম বেশি হতে পারে,
লক্ষ করে দেখুন ২০ টাকার খড়ে পেলেন মাত্র ৩ গ্রাম প্রোটিন,আর ২ টাকার ঘাসে পেলেন ১৩-২০ % বা গ্রাম প্রোপিন,
আপনি যদি এই গাভীকে ২০ কেজির জায়গায় ২৫ কেজি বেশি প্রোটিন সমৃদ্ধ কাঁচা ঘাস দিতে পারেন তাহলে আপনার এই গাভীকে ৬ কেজি দানাদার দিলেও চলবে,এটি প্রমানিত,তাহলে আপনার খরচ কিছুটা কমে আসবে,এখানেই খামারের আসল লাভ,যে ভাবে পারেন খরচ কমাতে হবে,
এই হিসাব নিয়ে কারো অমত থাকলে জানাবেন,সংশোধন করে নেব,
শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন
গাভী গরুর সঠিক পরামর্শ পেতে যোগাযোগ করুনঃ০১৭১০-১০০৮০৫ ইমো হোয়াটসঅ্যাপ
![]() |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন