সমাজে প্রচলিত কিছু শিরক
![]() |
====================
(১) পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (ফেল) পাবে বিশ্বাস করা শিরক।
(২)দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে অমঙ্গল হয় বা আর কাস্টমার হবে না অথবা প্রথম কাস্টমার কে বাকিতে দিলে পরে সব বাকি যাবে এমন মনে করলে বা বিশ্বাস করিলে শিরক হয়।
(৩)জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম হবে মনে করলে শিরক হয়।
(৪) রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই। কাটলে ক্ষতি হতে পারে মনে করলে শিরক হয়।
(৫)আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা শিরক
(৬)ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না।
(৭)ঘর থেকে কোন উদ্দেশ্যে বের হওয়ার পর পেছন থেকে ডাক দিলে যাত্রা অশুভ হবে।(৮)ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে
(৯)ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেলতে বলা হয়, দাঁত ফেলার সময় বলতে শিখানো হয়, ‘ইঁদুর ভাই, ইঁদুর ভাই, তোর চিকন দাঁত টা দে, আমার মোটা দাঁত টা নে।’
(১০)বলা হয়, কেউ ঘর থেকে বের হলে পিছন দিকে ফিরে তাকানো নিষেধ। তাতে নাকি যাত্রা ভঙ্গ হয় বা অশুভ হয়।
(১১). ঘরের চৌকাঠে বসা যাবে না।
(১২)রাতে নখ, চুল, দাঁড়ি গোফ ইত্যাদি কাটতে নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন