এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

সৌভাগ্যের বরকন্যা মৌসুমী 👑 শাবনাজ,মৌসুমী,শাবনূর তিনজনই  সমসাময়িক নায়িকা।  কিন্তু এই তিন নায়িকার জীবন তিন রকম। 

 সৌভাগ্যের বরকন্যা মৌসুমী 👑


শাবনাজ,মৌসুমী,শাবনূর তিনজনই  সমসাময়িক নায়িকা। 

কিন্তু এই তিন নায়িকার জীবন তিন রকম। 

★শাবনূর ক‍্যারিয়ারে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন,দর্শকদের চাহিদাও ছিল এই নায়িকার, রোমান্টিক এই নায়িকা তার প্রতিভা কাজে লাগাতে পেরেছেন। কিন্তু এক জায়গায় তিনি ব‍্যর্থ হয়েছেন,তা হলো সংসার জীবন। বিয়ে করে সুখী হতে পারেননি এই নায়িকা। ধোঁকা তার স্বামী তাকে দিলেও, তিনি এখনকার কিছু নায়িকাদের মতো সেটা নিয়ে জল ঘোলা করে সেই ঘোলা জলে মাছ শিকার করতে চাননি।ছেলেকে নিয়ে সুখেই আছেন।

★ শাবনাজ অনেক প্রতিভাবান ছিলেন,দেখতেও সুন্দরী,কিন্তু যেই সময়ে উনি ছিলেন সফলতার শীর্ষে, ছিলেন দর্শক চাহিদার তুঙ্গে, ঠিক সেইসময় তিনি তার ক‍্যারিয়ারকে বিদায় জানান,বেছে নেন সংসার জীবনকে। আজ হয়তো তার এক উজ্জ্বল অতীত নেই,কিন্তু আছে এক সুন্দর বর্তমান,স্বামী আর কন‍্যাদের নিযে সুখী এই সাবেক নায়িকা।

শাবনূর এবং শাবনাজকে,ভাগ‍্য একটা করে বর দিয়েছে,অর্থাৎ একটা করে সৌভাগ্য দিয়েছে, যেমন শাবনূরকে দিয়েছে ক্যারিয়ারের সুখ, আর শাবনাজকে দিয়েছে সংসারের সুখ। কিন্তু...

★ মৌসুমীকে ভাগ‍্যের বরকন‍্যা বলা চলে। যিনি তুঙ্গসম ক‍্যারিয়ার,ঘর সংসার এবং সন্তান,সব সুখেই সুখী হয়েছেন। এই নায়িকা যেমন ক‍্যারিয়ারে সফল,তেমনি সফল সংসার জীবনেও। ভাগ‍্য যেনো তাকে দুহাত ভরে দিয়েছে এবং দীর্ঘ তিনদশক শীর্ষ সারির অভিনেত্রী থেকে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

মৌসুমী শাবনূর শাবনাজ বা পপি,এই নায়িকারা যেমন সুন্দরী ছিলেন,ছিলেন ব‍্যক্তিত্ববান,তারা তাদের ব‍্যক্তিগত জীবন নিয়ে ছিলেন নিরব। তাদের পার্সোনাল লাইফকে তারা এখনকার কিছু নায়িকাদের মতো খোলা বাজারের বই করে দেননি। নাতো এই সমসাময়িক নায়িকারা একে অপরের পেছনে লেগেছিলেন হাত ধুয়ে। মৌসুমী শাবনূর বা পপি পূর্ণিমা উনারা যার যার প্রতিভা অনুযায়ী কাজ পেয়েছেন, কাজ করেছেন। কোনো একজন বিশেষ নায়িকার মতো নিজেই সব কাজ কেড়ে নিয়ে অন‍্য নায়িকাদের বেকার করে দেবার চেষ্টা করেননি। তাই আজ উনারা তাদের ব্যক্তিগত জীবনে সুখী আছেন। স্বামী না থাকা সত্ত্বেও শাবনূর বা পপি,উনারা সেটা নিয়ে ইস‍্যু বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সিমপ‍্যাথি পাওয়ারও চেস্টা করেন না। সেই সাথে তাদের ইমেজকেও প্রশ্নবিদ্ধ করেন না।।। 

মৌসুমী_শাবনাজ_শাবনূর_পপি_পূর্ণিমা 


© নাহিদ সুলতানা

কোন মন্তব্য নেই:

A" দ্বারা শুরু হওয়া ৫৯ টি হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ ওষুধের *ঘামের* লক্ষন 

 "A" দ্বারা শুরু হওয়া ৫৯ টি হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ ওষুধের *ঘামের* লক্ষন  *কেন্ট*, *বোরিক*, *অ্যালেন*, *ফ্যারিংটন*, *ক্লার্ক* প...