শিশু হাতের মুঠোয় ✊🏻 ধরে যে খাবারটা খেতে পারে তাই "ফিংগার ফুড"। ৬ মাস থেকেই শিশুরা হাতের কাছে যা পায় তা নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে।
তাই এসময় শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়তে খুবই গুরুত্বপূর্ণ ফিংগার ফুড..
✅ কি দেখে বুঝবেন শিশুকে ফিংগার ফুড দেওয়া যাবেঃ
🔹শিশু ঘাড়, মাথা শক্ত করে ভালোভাবে বসতে পারে
🔹হাতের মুঠোয় কোনও খাবার শক্ত করে ধরতে পারে
🔹মুখের কাছে কিছু ধরলে হা করে
🔹কেউ কিছু খেতে নিলে বাচ্চা হা করে / ঐ খাবারটা খেতে আগ্রহী হয়
🟢 ফিংগার ফুডের উপকারিতাঃ
🔹শিশু খাবার খেতে আগ্রহী হয়
🔹নিজে নিজে খাবারের অভ্যাস তৈরি হয়
🔹সব ধরনের খাবারে রুচি তৈরি হয়
🟢 যেসব খাবার দিবেনঃ
💠 ৬-৭ মাস বয়সেঃ
খাবার এমনভাবে দিবেন যা শিশু সহজে মুঠো করে নিতে পারে। যেমন-
- আলু/ মিষ্টি আলু সেদ্ধ
- গাজর সেদ্ধ ( চিকন করে কেটে)
- পাকা আম /কলা
- পাকা পেঁপে
- ব্রকলি / ফুলকপি সেদ্ধ
💠 ৮-৯ মাস বয়সেঃ
- ডিম সেদ্ধ (লম্বা পিস করে কেটে দিবেন)
- মুরগীর মাংস নরম করে ( হাড় যেন না থাকে)
- নরম ভাত মুঠো করে গোল করে
শিশুর ৬ মাসের পর থেকেই এভাবে চেষ্টা করুন। দেখবেন শিশু নিজে হাতে খাওয়া শিখেছে এবং সব ধরনের খাবার স্বাচ্ছন্দ্যে খাবে ইনশাআল্লাহ..
আরও জানতে, ফলো করুন
Dr. Sohan Chowdhury
#children #baby #kids #food #parenting #drsohan
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন