⚠️ ধান চাষীদের ব্লাস্ট সতর্কতা ‼️
বর্তমান সময়ের মেঘলা আকাশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দিনে ও রাতের তাপমাত্রা পার্থক্য ধানের পাতা ব্লাস্ট রোগের অনুকূল পরিবেশ ।
মাঠ পরিদর্শন করে অনেক কৃষকের জমি পাতা ব্লাস্ট রোগের লক্ষণ দেখা যাচ্ছে এবং অনেক ভাই ইনবক্সে ছবিগুলো পাঠিয়ে এই সমস্যার সমাধান জানতে চেয়েছেন।
✅ #এই_সমস্যার_সমাধান_ও_পরামর্শ:
✍️ পাতা ব্লাস্ট রোগ চিনিবার উপায়:
আক্রান্ত পাতায় প্রথমে ছোট ছোট কালচে
বাদামি দাগ দেখা যায়। আস্তে আস্তে
দাগগুলো বড় হয়ে মাঝখানটা ধূসর বা
সাদা ও কিনারা বাদামি রং ধারণ করে।
দাগগুলো একটু লম্বাটে হয় এবং দেখতে
অনেকটা চোখের মত। একাধিক দাগ মিশে
গিয়ে শেষ পর্যন্ত পুরো পাতাটি শুকিয়ে মারা
যেতে পারে।
✍️ নিচের পদক্ষেপগুলো গ্রহণ করলে পাতা ব্লাস্ট রোগ হবে না :
১) ধানের চারা রোপণের আগে শেষ চাষের
সময় সঠিক পরিমাণে এমওপি সার প্রয়োগ
করতে হবে।
২) সুস্থ এবং রোগমুক্ত ধানের জমি থেকে
সংগৃহীত বীজ ব্যবহার করতে হবে।
✍️ ব্লাস্ট রোগ দেখা দিলে প্রাথমিক পর্যায়ে কি কি করণীয়::
১. ব্লাস্ট রোগের প্রাথমিক অবস্থায় জমিতে
১-২ ইঞ্চি পানি ধরে রাখতে পারলে এ
রোগের ব্যাপকতা অনেকাংশে হ্রাস পায়।
২. পাতা ব্লাস্ট রোগ দেখা দিলে বিঘা প্রতি
অতিরিক্ত ৫-৭ কেজি পটাশ সার উপরি
প্রয়োগ করতে হবে
🚨 এলার্ট : প্রতি গোছায় দুই একটি পাতয় পাতা ব্লাস্ট
রোগ দেখা দিলে অনুমোদিত ছত্রাকনাশক
ব্যবহার করে দমন করতে হবে।
✍️ ব্লাস্ট রোগ দমনে অনুমোদিত ছত্রাকনাশক সমূহ:
১) বীর ৭০ ডব্লিউপি
প্রতি লিটার পানিতে ২ গ্রাম
২) এমিস্টার টপ ৩২৫ এস সি
প্রতি লিটার পানিতে ১ মিলি
৩) ফিলিয়া ৫২৫ এস ই
প্রতি লিটার পানিতে ২ মিলি
৪) নাটিভো ৭৫wg.
প্রতি লিটার পানিতে ০.৬ গ্রাম
৫) ব্লাস্টিন৭৫wdg.
প্রতি লিটার পানিতে ০.৬ গ্রাম
৬) স্ট্রমিন৭৫wg.
প্রতি লিটার পানিতে ০.৬ গ্রাম
এছাড়াও ব্লাস্ট রোগ দমনে অনুমোদিত যে কোন ছত্রাকনাশক ব্যবহার করেও দমন করতে পারেন।
একবার ছত্রাকনাশক ব্যবহারে ব্লাস্ট রোগ দমন হয় না তাই একবার ছত্রাকনাশক ব্যবহারের ৭-১০ দিন পর দ্বিতীয় বার ছত্রাকনাশক ব্যবহার করুক।
আশাকরছি এখন আপনি নিজেই এই সমস্যা মোকাবেলা করতে পারবেন। যদি আপনার জমিতে কোন সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরাই চেষ্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকতে।
সোহেল রানা
উপসহকারী কৃষি অফিসার
সদর, ময়মনসিংহ
সময়োচিত আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক তথ্য পেতে Shuhal Rana আইডি অনুসরণ করুন
#ধান
#চাষ
#পদ্ধতি
#agriculture
#paddy
#rice
#AgricultureTips
#fungicide
#DAE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন