এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সৌদি খেজুরের বীজ থেকে চারা তৈরি পদ্ধতি-

 সৌদি খেজুরের বীজ থেকে চারা তৈরি পদ্ধতি- 


১. বীজ সংগ্রহ: সবোর্চ্চ 6 মাস পুরোনো খেজুর থেকে বীজ সংগ্রহ করা যাবে। কারণ খেজুর যতো তাজা হবে চারা হওয়ার সম্ভাবনা ততো বেশি। 


২. পানিতে ভিজিয়ে রাখা: দুই দিন পানিতে বীজ গুলো ভিজিয়ে রাখতে হবে 


৩. টিস্যু পেপার: কয়েক টুকরা টিস্যু পেপার দিয়ে একটি স্তর করে নিয়ে তার উপর বীজ গুলো ছড়িয়ে দিতে হবে। আরও কয়েক টুকরা টিস্যু পেপার দিয়ে বীজ গুলো ঢেকে দিতে হবে। পানি দিয়ে টিস্যু পেপার ভিজিয়ে নিতে হবে। 


৪. বক্সে স্থানান্তর: টিস্যু পেপার দিয়ে মুড়ানো বীজ গুলো এবার একটি বক্সে ভরে ঢাকনা আটকে দিতে হবে। অব্যষই নিশ্ছিদ্র ঢাকনা যুক্ত বক্স ব্যবহার করতে হবে। বক্সটি অন্ধকার যুক্ত জায়গায় রেখে দিতে হবে।

 

৫. পর্যবেক্ষণ: ৭-১০ দিন পর পর বক্স খুলে দেখতে হবে, যদি টিস্যু পেপার শুকিয়ে যায় সেক্ষেত্রে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। 


৬. ফলাফল: খেজুর বীজ থেকে অংকুর বের হতে ২০-৩০ দিন বা কোন কোন ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। অংকুর বের হয়ে গেলে তখন বীজ গুলো মাটিতে বপন করে দিতে হবে। 


#খেজুর #খেজুর_বীজ #gardenscience #germinationofseeds

কোন মন্তব্য নেই:

টিউমারের হোমিও ঔষধ। টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা। 

 টিউমারের হোমিও ঔষধ। টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা।  টিউমারের কয়েকটি প্রধান ঔষধ হলোঃ Thuja, Conium, Baryta Carb, Baryta Iod, Baryta Mur, Cal...