সংক্ষেপে মায়াযম চেনার উপায়-
১। মানব দেহে ছয়টি খোলা পথ বা রাস্তা আছে। যেমন- নাক, কান, চোখ, মুখ, পায়ুপথ ও প্রস্রাবের রাস্তা। এই ছয়টি খোলা পথে যদি ক্ষত, দুর্গন্ধযুক্ত রক্ত, রজঃ, শুক্র, ঘাম, পানি, রস-কষ, বিষাক্ত পুঁজ, বিষাক্ত শ্লেষ্মা দেখা যায় তা হলে মনে করতে হবে তিনি সিফিলিটিক রোগী।
২। সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামীনের তৈরী দেহে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক গঠন যেমন- আঁচিল, টিউমার, পলিপাস, উপত্বক বৃদ্ধি, নডিউল, তিলক, লাইপোমা, কড়া, চর্মে বিভিন্ন প্রকার দাগ, রস, রক্ত ও বাত প্রবণ ইত্যাদি দেখা যায়, তা হলে মনে করতে হবে তিনি সাইকোটিক রোগী।
৩। সিফিলিটিক ও সাইকোটিক রোগী ছাড়া পৃথিবীতে যত রোগী আছে সবই সোরিক রোগী। এই সোরার উপর ভর করে সিফিলিস ও সাইকোসিস ধ্বংসলীলা খেলে রোগী দেহে টিউবারকুলার বা মিক্সড মায়াযমের জন্ম হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন