নখ দেখে কিভাবে বুঝবেন আপনার
কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে?
![]() |
আমাদের নখ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, শরীরের ভেতরের গোপন রোগেরও বার্তা বহন করে। অনেক সময় ডাক্তারি পরীক্ষা করার আগেই নখ দেখে কিছু রোগের সম্ভাবনা বোঝা যায়। আসুন দেখে নেই—
🔹 সাদা নখ (White Nails)
👉 জন্ডিস
👉 লিভারের সমস্যা
👉 রক্তস্বল্পতা
🔹 হলুদ নখ (Yellow Nails)
👉 ফুসফুসের রোগ
👉 ডায়াবেটিস বা সোরিয়াসিস
👉 থাইরয়েড রোগ
🔹 নীলচে নখ (Bluish Nails)
👉 হৃদরোগ
👉 ফুসফুসের বাতাসের সমস্যা (Emphysema)
🔹 ফ্যাকাশে নখ (Pale Nails)
👉 রক্তস্বল্পতা
👉 হৃদযন্ত্র দুর্বলতা
👉 লিভারের রোগ
👉 অপুষ্টি
🔹 নখের নিচে কালো দাগ (Dark Lines)
👉 মেলানোমা (এক ধরনের মারাত্মক ত্বকের ক্যান্সার)
🔹 বিউ’স লাইনস (Beau’s Lines)
👉 দীর্ঘস্থায়ী রোগের ইঙ্গিত
🔹 টেরির লাইনস (Terry’s Lines)
👉 লিভার ফেইলিওর
👉 সিরোসিস
👉 ডায়াবেটিস
👉 হৃদযন্ত্রের দুর্বলতা
👉 হাইপারথাইরয়েডিজম
মনে রাখবেন, নখের এসব পরিবর্তন কোনো রোগের সম্ভাবনা জানায়, তবে নিশ্চিত রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ।
---
ডাঃ তানভীর আহমেদ
(ডিএইচএমএস ঢাকা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন