🔹 ক্যান্হারিস (Cantharis) এর ১০০টি লক্ষণ
১–২০ : প্রস্রাব ও মূত্রতন্ত্র
1. প্রস্রাবে প্রচণ্ড জ্বালা।
2. ঘন ঘন প্রস্রাবের তাগিদ।
3. অল্প অল্প প্রস্রাব হওয়া।
4. প্রস্রাবের সময় ভয়ানক ব্যথা।
5. প্রস্রাব আটকে যাওয়া।
6. প্রস্রাব করতে না পেরে যন্ত্রণায় কাতর হওয়া।
7. প্রস্রাবের সঙ্গে রক্ত আসা।
8. প্রস্রাবের রঙ গাঢ় লাল।
9. মূত্রথলি ফোলা।
10. কিডনির এলাকায় ব্যথা।
11. মূত্রথলিতে প্রদাহ।
12. প্রস্রাব না হওয়ার কারণে খিঁচুনি।
13. প্রস্রাব শুরু হওয়ার আগে যন্ত্রণা।
14. প্রস্রাবের সময় যন্ত্রণা।
15. প্রস্রাব শেষ হওয়ার পরও যন্ত্রণা থাকে।
16. প্রস্রাব করতে গিয়ে পেট চাপলাগে।
17. মূত্রথলিতে টান টান ভাব।
18. প্রস্রাবে জ্বালা এততীব্র যে রোগী জলখেতে ভয়পায়।
19. প্রস্রাব ফোঁটা ফোঁটা করে আসা।
20. প্রস্রাবে পুঁজ মিশ্রিত।
২১–৪০ : ত্বক ও পোড়া
21. হঠাৎ গরমে পোড়া ব্যথা।
22. পোড়ার জায়গায় তীব্র জ্বালা।
23. পোড়ার পর ফোস্কা ওঠা।
24. ফোস্কা ভরা ঘা।
25. পোড়ার পর ক্ষত ধীরে শুকানো।
26. সূর্যের তাপে জ্বালা।
27. গরম পানিতে হাত-পা পুড়ে যাওয়া।
28. ফোসকার চারপাশ লাল হয়ে ফোলা।
29. চামড়া চুলকানি।
30. গরমে চামড়ায় ফোসকা।
31. জল লাগলেই পোড়ার জায়গায় ব্যথাবাড়ে।
32. শরীরে অসহ্য জ্বালা, পানি ঢালতে ইচ্ছা হয়।
33. শরীরে ছোট ছোট পানিভরা ফোসকা।
34. ফোসকা ভেঙে পুঁজ হওয়া।
35. ব্যথার কারণে শরীর ছটফট করা।
36. পোড়ার জায়গায় ঠান্ডা লাগলেই আরাম।
37. সূর্য পোড়ার কারণে মাথা ব্যথা।
38. গরমে সারা শরীর লাল হয়ে যাওয়া।
39. পোড়া জায়গায় স্পর্শ সহ্য হয়না।
40. পোড়া জায়গায় শীতল জল দিলে জ্বালাকমে।
৪১–৬০ : হজম ও পেট
41. পেটে জ্বালা।
42. পেটের ভেতর টান টান ভাব।
43. অন্ত্রে প্রদাহ।
44. রক্তমিশ্রিত পাতলা পায়খানা।
45. পায়খানা করার সময় ব্যথা।
46. অর্শ্বরোগের ব্যথা।
47. পেট ফাঁপা।
48. পেটে কুঁচকানো ব্যথা।
49. তীব্র গ্যাসের ব্যথা।
50. পেট ব্যথা প্রস্রাবের সাথে সম্পর্কিত।
51. পেটেজ্বালা এতবেশি যে জল খেলেও বাড়ে।
52. বমি বমি ভাব।
53. টক ঢেকুর।
54. বমিতে রক্ত।
55. খাওয়ার পর জ্বালা বাড়ে।
56. খাওয়ার সময় পানি খেলেই ব্যথা।
57. মুখ শুকনো।
58. মুখের ভেতর ফোসকা।
59. জিভে সাদা আস্তরণ।
60. মুখে পুড়ার মত অনুভূতি।
৬১–৮০ : নারীদের উপসর্গ
61. যোনিতে তীব্র জ্বালা।
62. প্রস্রাবের সাথে যোনি ব্যথা।
63. জরায়ু অঞ্চলে টান টান ব্যথা।
64. যোনিতে প্রদাহ।
65. মাসিকে তীব্র ব্যথা।
66. মাসিকের সময় প্রস্রাবের জ্বালা বাড়ে।
67. জরায়ু থেকে রক্তপাত।
68. যোনিপথে ফোসকা।
69. গর্ভাবস্থায় মূত্রথলির ব্যথা।
70. প্রসবের পর প্রস্রাব আটকে যাওয়া।
71. যোনিতে শীতল জলদিলে আরামলাগে।
72. সাদা স্রাবের সময় জ্বালা।
73. জরায়ুর প্রদাহ।
74. যোনি শুকিয়ে যাওয়া।
75. ডিম্বাশয়ে ব্যথা।
76. যৌন সম্পর্কের সময় ব্যথা।
77. যৌন সম্পর্কের পর প্রস্রাবে জ্বালা।
78. মাসিক বেশি হওয়া।
79. মাসিকের রক্ত গাঢ়।
80. মেয়ে শিশুর প্রস্রাব আটকে যাওয়া।
৮১–১০০ : অন্যান্য উপসর্গ
81. পুরুষদের যৌনাঙ্গে প্রদাহ।
82. পুরুষদের যৌন উত্তেজনা অস্বাভাবিক বেড়ে যাওয়া।
83. পুরুষদের প্রস্রাবে রক্ত।
84. পুরুষাঙ্গে ফোসকা।
85. স্নায়বিক উত্তেজনা বেড়ে যাওয়া।
86. খিঁচুনি জাতীয় অবস্থা।
87. শরীরে অস্থিরতা।
88. রোগী জল দেখতে পারেনা।
89. রোগী জল খেলেই কষ্ট বেড়েযায়।
90. প্রচণ্ড তৃষ্ণা।
91. আলো সহ্য হয় না।
92. শব্দে অসহ্যতা।
93. শরীর গরম থাকে।
94. জ্বরের সময় শরীরে জ্বালা।
95. মাথায় গরম অনুভূতি।
96. মাথা ঝিম ঝিম।
97. মাথায় ব্যথা।
98. চোখে জ্বালা।
99. কানে টান টান ব্যথা।
100. অস্থির হয়ে ছটফট করা।
⸻
👉 সারসংক্ষেপ:
ক্যান্হারিস মূলত প্রস্রাবের জ্বালা-ব্যথা, মূত্রথলির প্রদাহ, কিডনির সমস্যা, পোড়া ফোসকা, এবং যেকোনো তীব্র জ্বালা জাতীয় সমস্যায় কার্যকর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন