সতর্কহোন, খেয়াল রাখুন নিজের সন্তানের!!!
"টিন এইজের ১০টি বিপদ সংকেত"
১। আপনার সন্তান অযথা রাত জাগছে? অভিজ্ঞতা বলে অকাজে রাতজাগা মানে কঠিন রেড অ্যালার্ট। সাবধান হোন।
২। দরজা বন্ধ করে কী যেন করছে? দরজা বন্ধ করার দরকার হওয়া মানে গোপন কিছু করছে। এ বয়সে গোপনীয়তা মানে ঝড়ের পুর্বাভাস। দরজার খিল বন্ধ করার উপর ১৪৪ ধারা জারি করুন।
৩। বাস্তব বন্ধু না ভার্চুয়াল বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে? এর অর্থ সে বাস্তব জীবনে অসামাজিক হয়ে পড়ছে। এছাড়া, ভার্চ্যুয়াল বন্ধু বিপথের অন্যতম উৎস। পত্রিকা ঘাটুন, প্রমাণ পাবেন।
৪। খেলাধুলা না করে ভিডিও গেমসের প্রতি আসক্ত হচ্ছে? এ আসক্তির অপর নাম 'সাড়ে সর্বনাশ'। পড়াশোনা জলে যাবে, ভবিষ্যত যাবে নরকে।
৫। বাসার গৃহকর্মীদের সাথে বাজে ব্যবহার করছে? এটা ভদ্রতাবোধ হারানোর প্রথম লক্ষণ। দুদিন পর আপনার সাথে একই আচরণ করবে।
৬। কোনো কিছু শেয়ার করতে চাইছে না? ওকে বোঝান, শেয়ার করা গুরুত্বপূর্ণ মানবিক গুণ। নয়ত একসময় এমনকি ভাইবোন বা আপনাকেও বঞ্চিত করবে। স্বার্থপর সন্তানের মতো বিভীষিকা আর নেই। এরা পরিবারকেই ধ্বংস করে দেয়।
৭। কোনো কারণে ইন্টারনেট সমস্যা করলে অস্থির হয়ে উঠছে? দশ নম্বর বিপৎসংকেত। অন্যান্য আসক্তির মতো ইন্টারনেটে আসক্তিও বিধ্বংসী। এখন যত কুকাজ হয় তার বেশিরভাগ ইন্টারনেটের কারণে হয়। (পড়ালেখায় সমস্যা হচ্ছে বলে অস্থির হলে সমস্যা নেই)
৮। তাদের মধ্যে কোন ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশের লক্ষণ নেই? অকৃতজ্ঞতাবোধ থেকে তাকে বের করুন। নয়ত সারাজীবন এ অভিশাপ তার জীবনসঙ্গী হবে। অকৃতজ্ঞ মানুষ ঘৃণা নিয়ে কবরে যায়।
৯। একটুতেই চেঁচামেচি করছে? খুব বিষণ্ণ? সম্ভবত সে কোনো সমস্যায় পড়েছে। বন্ধু হয়ে কী হয়েছে জানুন। আপনাকে না বললে ওর বন্ধুদের মাধ্যমে জানুন। পরে সমস্যাটি বিপদ ডাকতে পারে।
১০। রাস্তার কুকুরবেড়ালকে নির্যাতন করছে? সাবধান! আপনার সন্তানের মধ্যে নিষ্টুরতা জন্ম নিচ্ছে। এখনি না শোধরালে ও হৃদয়হীনতায় ভুগবে। মনে রাখবেন, মানুষ অমানুষ হওয়ার প্রথম ধাপ হচ্ছে নিষ্টুরতা।
সমাধান:
প্রথমে বন্ধু হোন। আদর করুন। বোঝান। মাথায় হাত বুলান। কাজ না হলে শত্রু হোন। কঠিন হোন। যে হাত মাথায় হাত বুলায়, সে হাতগুলোকে মাঝে মাঝে খুব কঠিন হতে হয়। আপনার আজকের কাঠিন্য ওর জন্য আগামীকালের সম্পদ। আজ খারাপ লাগলেও একদিন সে এটা বুঝবে।
আমাদের সন্তান থাকুক আনন্দে, সুখে এবং শান্তিতে।
#সন্তান
#সতর্কতা
#বিপদসংকেত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন