🎍মেধা, স্মৃতিশক্তি, মনোযোগ, বুদ্ধিবৃত্তি ও ব্রেন-ফাংশন উন্নত করতে ব্যবহৃত ৫০টি হোমিওপ্যাথিক ঔষধ দেওয়া হলো~
🧠 মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধির ৫০টি হোমিওপ্যাথিক ঔষধ
1️⃣ আনাকার্ডিয়াম ওরিয়েন্টেল — Anacardium Orientale
দ্বিধা-দ্বন্দ্ব, ভুলে যাওয়া, মনোযোগ কমে যাওয়া।
2️⃣ জিঙ্কাম মেটালিকাম — Zincum Metallicum
দুর্বল স্নায়ু, অতিরিক্ত পড়াশোনায় মাথা ক্লান্তি।
3️⃣ ন্যাট্রাম মিউর — Natrum Muriaticum
আবেগজনিত ভুলে যাওয়া, মানসিক চাপজনিত স্মৃতিহানি।
4️⃣ ক্যালকেরিয়া ফস — Calcarea Phosphorica
শিশুর বুদ্ধি বিকাশ, পড়াশোনায় মনোযোগের ঘাটতি।
5️⃣ কালি ফস — Kali Phosphoricum
স্নায়ু দুর্বলতা, অতিরিক্ত পরিশ্রমে ব্রেন ক্লান্তি।
6️⃣ জিঙ্কাম ফস — Zincum Phosphoricum
ব্রেন-টনিক; একাগ্রতার ঘাটতি।
7️⃣ লাইকোপোডিয়াম — Lycopodium
ভয়-টেনশন, আত্মবিশ্বাস কমে যাওয়া, পরীক্ষার ভয়।
8️⃣ জেলসেমিয়াম — Gelsemium
টেনশন-পরীক্ষায় মাথা ফাঁকা হয়ে যাওয়া।
9️⃣ আর্জেন্টাম নাইট্রিকাম — Argentum Nitricum
অস্থিরতা, চিন্তায় হঠাৎ ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া।
🔟 সিলিসিয়া — Silicea
স্মৃতিভ্রংশ, দুর্বল মনোযোগ, ভয়-ভীতি।
⸻
11. ফসফরাস — Phosphorus
মেধা উজ্জ্বল করতে, পড়াশোনায় ইন্টেলিজেন্স বাড়ায়।
12. ব্যারিটা কার্ব — Baryta Carbonica
বুদ্ধির বিকাশ ধীর—শিশু ও বয়স্ক উভয়ের জন্য।
13. ব্যারিটা মিউর — Baryta Muriatica
স্মৃতি কমে যাওয়া, ধীর প্রতিক্রিয়া।
14. নাক্স ভমিকা — Nux Vomica
স্ট্রেস-চাপের ফলে মাথা কাজ না করা।
15. কফিয়া — Coffea Cruda
অতিরিক্ত উত্তেজনায় ঘুম না হওয়া, মনোযোগ হারানো।
16. আর্সেনিকাম অ্যালবাম — Arsenicum Album
ব্যাকুলতা, অস্থিরতা, টেনশনে ভুলে যাওয়া।
17. ব্রায়োনিয়া — Bryonia Alba
চিন্তা করতে অক্ষমতা, মাথা ভারী।
18. চায়না — China Officinalis
শারীরিক দুর্বলতায় মেধা কমে যাওয়া।
19. কার্বো ভেজ — Carbo Vegetabilis
স্নায়ু দুর্বলতা, স্মৃতিশক্তির পতন।
20. ক্যানাবিস ইন্ডিকা — Cannabis Indica
মাথা ফাঁকা লাগা, অদ্ভুত ভুলে যাওয়া।
⸻
21. কাওস্টিকাম — Causticum
মস্তিষ্কের একাগ্রতা কমে যাওয়া, ধীর বুদ্ধি।
22. হায়োসায়ামাস — Hyoscyamus Niger
চিন্তার অসংগতি, অতি কথাবার্তা।
23. বেলাডোনা — Belladonna
উত্তেজনা, তীব্র একাগ্রতার অভাব।
24. স্ট্রামোনিয়াম — Stramonium
ভয়, অস্থিরতায় চিন্তা ব্যাহত।
25. ইগ্নেশিয়া — Ignatia Amara
মানসিক ধাক্কা বা দুঃখে স্মৃতি দুর্বল।
26. ন্যাট্রাম ফস — Natrum Phosphoricum
অতিরিক্ত পড়াশোনায় মাথা ভার।
27. ম্যাগ ফস — Magnesium Phosphoricum
নিউরাল ক্লান্তি, চিন্তা করতে কষ্ট।
28. অরুম মেট — Aurum Metallicum
ডিপ্রেশনে স্মৃতি কমে যাওয়া।
29. সেপিয়া — Sepia Officinalis
মনোযোগ কমে যাওয়া, মানসিক ক্লান্তি।
30. রাসটক্স — Rhus Toxicodendron
অধিক অধ্যয়নে মাথা চাপ অনুভব।
⸻
31. ফসফরিক এসিড — Phosphoric Acid
দুঃখ-চিন্তায় স্মৃতি লোপ পাওয়া।
32. অ্যাসিড ফস — Acid Phosphoricum
মস্তিষ্কের শক্তি কমে যাওয়া।
33. অর্টিগা উরেন্স — Urtica Urens
স্নায়ু সতেজতা বৃদ্ধি।
34. সালফার — Sulphur
মনোযোগ বিচ্ছিন্নতা, ভুলে যাওয়া।
35. আয়োডাম — Iodum
দ্রুত চিন্তা, আবার দ্রুত ভুলে যাওয়া।
36. থুজা — Thuja Occidentalis
মনোযোগ ধরে রাখতে না পারা।
37. পাইক্রোটক্সিন — Picrotoxin
মস্তিষ্কের অতি উত্তেজনা কমায়।
38. ল্যাসিসেস — Lachesis Mutus
টেনশনে কথার ধারাবাহিকতা ভেঙে যাওয়া।
39. কক্কুলাস — Cocculus Indicus
ঘুমের অভাবে মাথা কাজ না করা।
40. হেলোনিয়াস — Helonias Dioica
মানসিক ক্লান্তি, ব্রেন-ড্রেন।
⸻
41. প্লাটিনা — Platina
অতিরিক্ত আত্মগরিমায় মনোযোগ হারানো।
42. ক্যালকারিয়া কার্ব — Calcarea Carbonica
পড়াশোনায় মনোযোগহীনতা, দুর্বল স্মৃতি।
43. স্ট্যানাম মেট — Stannum Metallicum
অতিরিক্ত ভাবনায় মস্তিষ্ক ক্লান্ত।
44. ওপিয়াম — Opium
ধীর প্রতিক্রিয়া, স্মৃতিশক্তির ঘাটতি।
45. ভেরাট্রাম অ্যালবাম — Veratrum Album
অতিরিক্ত মানসিক চাপের পর মস্তিষ্ক দুর্বল।
46. হেপার সালফ — Hepar Sulphur
বিচলিত মস্তিষ্ক, সিদ্ধান্তহীনতা।
47. অ্যালুমিনা — Alumina
ধীর চিন্তা, কথা ভুলে যাওয়া।
48. ন্যাট্রাম সালফ — Natrum Sulphuricum
মুড-চেঞ্জে স্মৃতি কমে যাওয়া।
49. ফেরাম ফস — Ferrum Phosphoricum
দুর্বল রক্তচলাচলে মেধা কমা।
50. গ্লোনইন — Glonoinum
মাথায় রক্তচাপ উঠানামায় স্মৃতির ব্যাঘাত।
⸻
✔ বিশেষ নোট
• মেধা-স্মৃতি দুর্বলতা কারণভেদে ভিন্ন রেমেডি প্রয়োজন হয়।
• সব রোগীর জন্য একই ওষুধ উপযুক্ত নয়।
• সঠিক রেমেডি নির্বাচন একজন অভিজ্ঞ চিকিৎসকের দায়িত্ব।
⚠️ Notice:All content in this post - including text and images - is owned© Dr. Farhad Hossain | Copying without permission will be reported 🚫 Respect Original Creation ~প্রয়োজনে শেয়ার করে রেখে দিন। 🤷♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়। 🩺Dr.Md.Forhad Hossain D.H.M.S(B.H.😎,DHAKA Pdt(Hom) Consultant:Homoeopathic Medicine Helpline:01955507911
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন