আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে
“সালাত সকল প্রকার সমস্যার সমাধান” – এই কথাটির ব্যাখ্যা
আল্লাহ তা‘আলা কুরআনে বারবার সালাতকে মুমিনের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা, শক্তি ও সমাধানের উপায় হিসেবে উল্লেখ করেছেন। কয়েকটি আয়াত ও হাদীস দিয়ে বিষয়টি স্পষ্ট হয়:
১. কুরআনে সরাসরি প্রমাণ
আল্লাহ বলেন:
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
“তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই এটা খাশি‘ঈনদের জন্য ছাড়া কঠিন।”
(সূরা বাকারা: ৪৫)
⇒ এ আয়াতে স্পষ্ট যে, যে কোনো সমস্যা-বিপদে সালাতই হলো সবচেয়ে বড় সাহায্য চাওয়ার মাধ্যম।
আরেক জায়গায় আল্লাহ বলেন:
إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ
“নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
(সূরা আনকাবুত: ৪৫)
⇒ অর্থাৎ দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো গুনাহ। সালাত গুনাহ থেকে বাঁচায়, ফলে মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সব সমস্যার মূল থেকে সমাধান হয়।
২. হাদীসে প্রমাণ
হযরত হুযাইফা (রা.) থেকে বর্ণিত:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ فَزِعَ إِلَى الصَّلاَةِ
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুতর বিষয়ে পড়তেন, তখন তিনি তৎক্ষণাৎ সালাতের দিকে ধাবিত হতেন।”
(আবু দাউদ ১৩১৯, আহমাদ; শায়খ আলবানী সহীহ বলেছেন)
হযরত আনাস (রা.) বলেন:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَرَبَهُ أَمْرٌ قَالَ: «يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ ثُمَّ يُصَلِّي
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুশ্চিন্তায় পড়তেন, তখন বলতেন ‘ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম...’ তারপর সালাত আদায় করতেন।”
(তাবারানী, হাসান)
হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عِنْدَ الكَرْبِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ... ثُمَّ يُصَلِّي
“কষ্টের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু‘আ পড়তেন এবং সালাত আদায় করতেন।”
(বুখারী, আদাবুল মুফরাদ)
৩. সালাত কীভাবে সব সমস্যার সমাধান করে?
মানসিক চাপ, দুশ্চিন্তা, ডিপ্রেশন দূর করে (কুরআনের ভাষায় “তেনহা আনিল ফাহশা ওয়াল মুনকার”)
আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে, ফলে মনে প্রশান্তি আসে
(إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا... إِلَّا الْمُصَلِّينَ – সূরা মা‘আরিজ)
গুনাহ মাফ হয়, জীবনের সবচেয়ে বড় সমস্যা (জাহান্নামের ভয়) থেকে মুক্তি মেলে
দু‘আ কবুলের সবচেয়ে বড় সময় হলো সিজদা (মুসলিম ৪৮২)
সালাত মানুষকে ধৈর্য শেখায়, আর ধৈর্যই সব বিপদের চাবিকাঠি
উপসংহার
তাই “সালাত সকল সমস্যার সমাধান” – এ কথাটি কোনো অতিরঞ্জিত বাক্য নয়; বরং কুরআন-হাদীসের স্পষ্ট শিক্ষা। যে ব্যক্তি খুশু‘-খুযু‘সহ পাঁচ ওয়াক্ত সালাত আদায়ী হবে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সব সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে সালাতের প্রতি যত্নবান হওয়ার তাওফীক দিন। আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন