❣️💕 চমৎকার একটা উপমাঃ
এক দেশে এক রাজা ছিলো, তার ছিলো অনেক কর্মচারি। একদিন রাজা সকালবেলায় সবাইকে ডেকে বললেন তোমরা আজ মাঠের কাজ করতে যাও, অমুক মাঠে ধান পেকে গেছে তা কাটতে হবে, রাজা বললেন দুই ঘন্টা ধান কাটবে, এরপর কি করতে হবে আমি চিঠি পাঠিয়ে জানিয়ে দিবো তখন তাই করবে। সবাই চলে গেলো মাঠে, কিছু লোক সঠিকভাবে কাজ করলো, আর কিছু লোক পাশের বনে মধু সংগ্রহ করতে লাগলো, কিছু লোক ধানক্ষেতের অদুরেই নাচ গানের আসর দেখে সেখানে গিয়ে সেগুলো উপভোগ করতে লাগলো। দুই ঘন্টা পরে রাজা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলো এখন তোমরা পাট কাটো। যারা ধান কাটছিলো তাদের মধ্যে কিছু লোক পাট কাটতে চলে গেলো, তারা ছিলো সংখ্যায় খুবই সামান্য। কিছু লোক ধান কাটতেই থাকলো, তার মানে হলো তারা রাজার কথা অমান্য করেছে। আর কিছু লোক রাজাকে খুব ভালোবাসে এজন্য, রাজার পাঠানো সেই চিঠি মুখস্থ করতে শুরু করলো, পাট কাটতে না গিয়ে। ঐ চিঠিতে পাট কাটার কথা লেখা ছিলো, তা না করে চিঠিই মুখস্থ করে ফালাইসে তারা, মনে করছে রাজার মুখের বাণী ও রাজার লেখা চিঠি মুখস্থ করলে রাজা খুশি হবে। বিকাল বেলা যখন ফিরে গেলো রাজার কাছে তখন কারা পুরস্কার পাবে বলুন তো? যারা চিঠিতে আদেশ অনুযায়ী ধান কাটা বাদ দিয়ে পাট কাটতে গিয়েছিল, তাই না? হ্যা, অবশ্যই তারা পুরস্কার পাবে রাজার কাছ থেকে।
শিক্ষাঃ প্রথমে সবাই একই আদেশ পালন করেছে, আদম আঃ এর সময় থেকে মুসা আঃ পর্যন্তু। যারা তখন আদেশ পালন করেনি তাদের উদাহরণ হলো পাশের বনে মধু সংগ্রহ করা মানে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া, এবং দুনিয়ার রং তামাশায় মেতে থাকা। এরপর ঈসা আঃ এর মাধ্যমে আল্লাহ আদেশ পাঠালেন তখন আগের করা আদেশ বাদ হয়ে যাবে কিন্তু কিছু মানুষ আগেরটাই আকড়ে ধরে থেকে ইহুদি হয়ে গেলো। অল্প সংখ্যক মানুষ ঈসা আঃ এর অনুসরণ করতেন। এরপর মুহাম্মদ সঃ এর আগমন হলো এবং আল্লাহ কোরআন নাজিল করলেন, তখন কিছু লোক কোরআন অনুসরণ করতে লাগলো আর বেশিরভাগই আগের কিতাব অনুসরণ করে নিজেদেরকে নাসারা বা খ্রিস্টান বলে পরিচয় দিলো। আল্লাহর শেষ আদেশ কোরআন কিছু লোক অনুসরণ করলো আর কিছু লোক শুধু ভালোবাসে মুখস্থ করে ফেললো, কিন্তু কোন আমল নেই, থাকলেও সামান্য আমল থাকতে পারে। আল্লাহ শুধুই সালাত ও সিয়াম পালন করতে দুনিয়ায় পাঠান নাই। সকল আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করতে বলেছেন। কোরআন জানার পরেও যারা আমল করে না, তাদের উদাহরণ হলো নিচের এই আয়াত ও গাধার ছবিটি। আল্লাহই বলেছেন তারা পুস্তক বহন করা গাধা।
[৬২:৫] আল জুমুআহ
مَثَلُ الَّذينَ حُمِّلُوا التَّوراةَ ثُمَّ لَم يَحمِلوها كَمَثَلِ الحِمارِ يَحمِلُ أَسفارًا بِئسَ مَثَلُ القَومِ الَّذينَ كَذَّبوا بِآياتِ اللَّهِ وَاللَّهُ لا يَهدِي القَومَ الظّالِمينَ
বায়ান ফাউন্ডেশন :
যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল তারপর তারা তা বহন করেনি, তারা গাধার মত! যে বহু কিতাবের বোঝা বহন করে। সে সম্প্রদায়ের উপমা কতইনা নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। সংগৃহীত : ❣️💕💞
সৌজন্যে ত্রিশা জান্নাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন