যাঁরা পৃথিবীকে বদলে দিতে গিয়ে নিজেরাই হারিয়ে গেলেন—বিজ্ঞান যাদের জীবন কেড়ে নিয়েছিল!
বিজ্ঞান আমাদের জীবন বদলে দেয়, সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়, অন্ধকার থেকে আলো এনে দেয়। কিন্তু ইতিহাসে এমন কিছু বিজ্ঞানীর গল্প আছে যাঁদের নিজের আবিষ্কারই শেষ পর্যন্ত তাদের জীবন কেড়ে নিয়েছে। এই মানুষগুলো শুধু গবেষণাগারে বসে কাজ করেননি—তারা নিজেদের জীবনকে বাজি রেখে সত্যের খোঁজ করেছিলেন। আজ তাদের সেই অজানা, হৃদয়বিদারক কয়েকটি গল্প আপনাদের শেয়ার করলাম।
#মেরি_কুরি—তেজস্ক্রিয়তার জননী। রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করে তিনি চিকিৎসা বিজ্ঞানে নতুন যুগের সূচনা করেন। কিন্তু তখন কেউ জানত না রেডিয়েশনের ভয়াবহ ক্ষতি। তিনি খালি হাতে রেডিয়াম ধরতেন, পকেটে রাখতেন। দীর্ঘদিনের বিকিরণে তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত তিনি মারা যান অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায়। বিজ্ঞানকে আলো দিতে গিয়ে নিজেই নিজের জীবন বাতি নিবিয়ে ফেলেছিলেন।
#লুই_স্লোটিন—পারমাণবিক গবেষণার এক সাহসী বিজ্ঞানী। তিনি প্লুটোনিয়াম নিয়ে পরীক্ষা করছিলেন যখন একটি ধাতব যন্ত্র তার হাত থেকে পিছলে যায়। মুহূর্তের মধ্যে ঘটে যায় মারাত্মক নিউক্লিয়ার বিক্রিয়া। তিনি এতটাই রেডিয়েশনে আক্রান্ত হন যে মাত্র ৯ দিনের মধ্যে তার মৃত্যু হয়। এই ঘটনাকে ইতিহাসে “ডেমন কোর দুর্ঘটনা” বলা হয়।
#আলেকজান্ডার_লিটভিনেনকো—তার মৃত্যু যেন সিনেমার গল্প। তাকে পোলোনিয়াম-২১০ মেশানো চা খাওয়ানো হয়। এই তেজস্ক্রিয় বিষ তার শরীরকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। মৃত্যুর আগে তিনি নিজেই বলে গিয়েছিলেন তাকে তেজস্ক্রিয় বিষ দিয়ে মারা হয়েছে। এটি ইতিহাসের সবচেয়ে আলোচিত রেডিয়েশন হত্যাকাণ্ড। (বিঃদ্রঃ তিনি বিজ্ঞানী নন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন)
#থমাস_মিডগলি_জুনিয়র—তিনি আবিষ্কার করেছিলেন লেডযুক্ত পেট্রল ও CFC গ্যাস। আজ আমরা জানি এই দুটি আবিষ্কার পৃথিবীর জন্য কতটা ক্ষতিকর ছিল। পরবর্তীতে তিনি পক্ষাঘাতগ্রস্ত হন এবং নিজেকে উঠাতে একটি দড়ির যন্ত্র বানান। সেই যন্ত্রেই তিনি শ্বাসরোধ হয়ে মারা যান। নিজের আবিষ্কার যেমন পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি নিজের বানানো যন্ত্রেই তার মৃত্যু হয়।
#কার্ল_উইলহেল্ম_শিলে—তিনি অক্সিজেন, ক্লোরিন ও অনেক বিষাক্ত গ্যাস আবিষ্কার করেন। সেই সময় বিজ্ঞানীরা রাসায়নিক চেখে পরীক্ষা করতেন। তিনিও তাই করতেন। বছরের পর বছর আর্সেনিক ও পারদের বিষ তার শরীরে জমতে থাকে। অল্প বয়সেই বিষক্রিয়ায় তার মৃত্যু হয়।
#জর্জ_উইলহেল্ম_রিচম্যান—তিনি বজ্রপাত থেকে বিদ্যুৎ সংগ্রহের চেষ্টা করছিলেন। একদিন পরীক্ষার সময় সরাসরি বজ্রাঘাত লাগে তার মাথায়। তিনি সঙ্গে সঙ্গে মারা যান। বিজ্ঞান ইতিহাসে তিনিই একমাত্র বিজ্ঞানী যিনি বজ্রপাতের পরীক্ষায় সরাসরি প্রাণ হারান।
এই মানুষগুলো আমাদের শেখান—বিজ্ঞান শুধু বইয়ের বিষয় নয়, এটি সাহসের বিষয়, ত্যাগের বিষয়, এবং কখনো কখনো জীবনের শেষ মূল্য দিয়েও সত্যকে ছুঁয়ে দেখার বিষয়। আজ আমরা নিরাপদ গবেষণাগারে বসে কাজ করি, কারণ তাদের মতো মানুষরা নিজেদের জীবন দিয়ে আমাদের সেই নিরাপত্তার পথ তৈরি করে গেছেন।
#বিজ্ঞান #বিজ্ঞানীগল্প #ScienceStory #MarieCurie #DemonCore #Radioactivity #ScientificTragedy #HistoryOfScience #BanglaScience #বিজ্ঞানমনস্ক #বিজ্ঞানপ্রেমী #Inspiration
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন