Sterility (#বন্ধ্যাত্ব) মানে হলো – পুরুষ বা নারী উভয়ের সন্তান উৎপাদনে অক্ষমতা, অর্থাৎ গর্ভধারণে বারবার ব্যর্থ হওয়া।
♦️নারীর বন্ধ্যাত্বের কারণ:♦️
- ডিম্বাণু তৈরি না হওয়া (Ovulation problem)
- পলিসিস্টিক ওভারি (PCOS)
- জরায়ু বা ডিম্বনালী ব্লক
- হরমোন সমস্যা
- আগের ইনফেকশন বা অপারেশন
♦️পুরুষের বন্ধ্যত্বের কারণ:♦️
- শুক্রাণুর স্বল্পতা বা দুর্বলতা
- শুক্রনালী ব্লক
- হরমোনের সমস্যা
- ধূমপান, মদ্যপান, স্ট্রেস
---
✅ ✅Sterility-এর হোমিওপ্যাথিক চিকিৎসা (উপসর্গভিত্তিক):
🟣 নারীদের জন্য:
1. Sepia– মাসিক অনিয়ম, ঠাণ্ডা শরীর, যৌন অনীহা। চিকন চাকান,পুরুষালি চেহারা।পেট মোটা।কৃপণ এবং সহজেই কান্না করা স্বভাব।
2. *Pulsatilla* – হরমোনাল সমস্যা, কোমল স্বভাব, দেরিতে মাসিক । পানিতে ভিজে রজঃরোধ।বন্ধ্যাত্বের কথা বলতে গিয়ে কান্না করে দেয়।সহজেই বশ্যতা স্বীকার করে।
3. *Calcarea Carb* – স্থূল নারী, অতিরিক্ত ঘাম, ক্লান্তি । অনিয়মিত মাসিক স্রাব।নানান ধরনের ভয়।পাগল হয়ে যাওয়ার ভয়, হাই পেলেসের ভয়,ইঁদুরের ভয় ইত্যাদি।
4. *Natrum Mur* – গোপন দুঃখে ভোগে, পিরিয়ড স্বল্প বা বন্ধ । চিকন চাকান নারী।লবণের প্রতি আসক্ত।
5. *Lachesis* – মাসিক রক্তপাত বেশি, গরমে অসহ্য, বাচাল স্বভাবের।সাপের ভয় পায়।সন্দেহ এবং হিংসুটে নারী।
6.*Natrum carb*—সাদাস্রাবের কারণে বন্ধ্যাত্ব দেখা দেয়।রোদ,তাপ অসহ্য। দুধ অপছন্দ।
★এছাড়া Medorrhinum,Borax,Caulophyllum ইত্যাদি।
🔵 *পুরুষদের জন্য:*
1. *Sabal Serrulata* – শুক্রাণুর সমস্যা, যৌন দুর্বলতা
2. *Agnus Castus* – সেক্সে অনীহা, পুরনো হস্তমৈথুনের ইতিহাস
3. *X-Ray* – শুক্রাণু স্বল্পতায় ব্যবহৃত হয়
4. *Caladium* – যৌন ইচ্ছা থাকলেও শক্তি নেই
5. *Phosphoric Acid* – মানসিক দুর্বলতা ও বীর্য পাতলা
6.*Lycopodium*—সেক্সের প্রতি প্রচন্ড আগ্রহ কিন্তু সামর্থ্য কম।দ্রুত ইজাকুলেশন হয়ে যায়।গরম এবং মিষ্টি খাবারে আগ্রহ।
7.*Medorrhinum*–সাইকোটিক প্রধাণ ওষুধ। গণোরিয়া দোষে দুষ্ট ব্যক্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন