এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন

 🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬


প্রাথমিক ভাবে ধারণা করা হয় 


🔹 জ্বর বা ইনফেকশন হলে:

✅ CBC (Complete Blood Count)

✅ ESR

✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)


🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:

✅ Fasting Blood Sugar (খালি পেটে)

✅ 2 Hours After Breakfast (2HABF)

✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)


🔹 থাইরয়েড সমস্যা হলে:

✅ TSH

✅ T3, T4


🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:

✅ LFT (Liver Function Test)

✅ HBsAg

✅ Anti-HCV


🔹 কিডনির সমস্যা হলে:

✅ Creatinine

✅ Urea

✅ Urine R/E (Urine Routine and Microscopy)


🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:

✅ ECG

✅ Troponin I

✅ Lipid Profile

✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)


🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:

✅ USG Whole Abdomen

✅ Endoscopy (প্রয়োজনে)

✅ H. Pylori Test


🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:

✅ USG Lower Abdomen

✅ LH, FSH

✅ Prolactin

✅ TSH

✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।


🔹 প্রেগন্যান্সি টেস্ট:

✅ Urine β-hCG

✅ USG Pregnancy Profile


🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:

✅ RA Factor

✅ CRP

✅ Uric Acid

✅ X-ray (প্রয়োজনে)।


🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:

✅ CBC

✅ Serum Iron

✅ Ferritin

✅ Vitamin B12


💡 মনে রাখবেন:

বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।


🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..


Pic for attention, AI generated pic


লেখা - সংগৃহীত♥️

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

জরায়ুর স্থানচ্যুতি  —

 ★Uterus prolapsus★জরায়ুর স্থানচ্যুতি  — অর্থাৎ জরায়ু তার স্বাভাবিক অবস্থান থেকে নিচের দিকে সরে গিয়ে যোনিমুখ (vagina) বা তার বাইরে চলে আসে।


✅ 💧জরায়ু স্থানচ্যুতির কারণ:


1. ★বারবার প্রসব (বিশেষ করে নরমাল ডেলিভারি)।  

2. ★জন্মের সময় দীর্ঘক্ষণ চাপ প্রয়োগ* । 

3. ★বয়স বৃদ্ধির কারণে পেশির শক্তি কমে যাওয়া*।  

4. ★মেয়েদের পেটের নিচের পেশি দুর্বল হওয়া। (Pelvic floor weakness)*  

5. ★অতিরিক্ত ভার উত্তোলন বা দীর্ঘদিনধরে কাশি হওয়া*।


---⭕✅ উপসর্গ:


- যোনির নিচে ভার ভার ভাব । 

- পেটে বা কোমরে ব্যথা । 

- যোনিমুখে কিছু বের হয়ে আসছে অনুভব করা । 

- প্রস্রাব বা পায়খানায় সমস্যা । 

- দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অস্বস্তি বাড়ে । 

- সহবাসে অস্বস্তি বা ব্যথা অনুভব করা। 


✅⭕ হোমিওপ্যাথিক চিকিৎসা (লক্ষণভিত্তিক):


1★Sepia– জরায়ু ভারী লাগে, নিচে পড়ে যাচ্ছে মনে হয়, মানসিক বিরক্তি । পা ক্রসিং করে বসে।স্বামী,সন্তান,সংসার, সহবাস সবকিছুতেই ঔদাসিন্যে। 

2★Murex– জরায়ু ও ডান পাশে টান, কামভাব বেশি।  

3. ★Lilium Tigrinum – জরায়ু টানছে মনে হয়, প্রস্রাবের চাপ । কাপড়ের ঘর্ষণেও কামভাব জাগ্রত হয়।

4★Fraxinus Americana (mother tincture) জরায়ু স্থানচ্যুতির উপর ভালো কাজ করে। 

5.★Hydrastis– দুর্বল জরায়ু, সাদা স্রাব, ক্লান্তি


-★ এছাড়া,Aurum met,Aurum mur nat,Rhus tox,Pulsatilla,Platina চমৎকার মেডিসিন।

★★ লক্ষণ ভিত্তিক যেকোনো মেডিসিন আসতে পারে। আপনারা রোগীর ধাতুগত চিকিৎসা করবেন। ধন্যবাদ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১১-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১১-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট --- সন্ধ্যায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনী তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার * নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা চাইলেন সিইসি 


 নির্বাচনে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না --- হুঁশিয়ারি প্রধান নির্বাচন কমিশনারের 


জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে প্রধান উপদেষ্টাসহ  বিভিন্ন রাজনৈতিক দল 


 দুই বিদায়ী উপদেষ্টার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ উপদেষ্টা পরিষদে --- বিদ্যমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন --- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দা রিজওয়ানা হাসান 


 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে দলীয় সরকার নয়, জনগণের সরকার গঠন করবে বিএনপি --- বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 


 মিয়ানমারে একটি হাসপাতালে সামরিক বিমান হামলায় নিহত অন্তত ৩১  

এবং আগামীকাল কক্সবাজারে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

সকাল ৭টার সংবাদ তারিখ : ১১-১২-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১১-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................


* আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন সিইসি

 

* আগামী জাতীয় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মধ্য দিয়ে স্মরণীয় করে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান


* পদত্যাগ করলেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া---তফসিল ঘোষণার পর কার্যকর---জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

 

* জাতীয় নির্বাচনকে সামনে রেখে একশো ২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি

 

* বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এর পুনরাবৃত্তি চায় না বিএনপি---বললেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

 

* বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া


* এবং আজ চন্ডিগড়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশে ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত টাকা বদলানোর নিয়ম খুবই পরিষ্কার।,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 বাংলাদেশে ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত টাকা বদলানোর নিয়ম খুবই পরিষ্কার।

১. ছেঁড়া টাকা ব্যাংক কি বদলে দেবে?

হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী যেকোনো বাণিজ্যিক ব্যাংক বাধ্য ছেঁড়া, পুরনো, ময়লা বা ক্ষতিগ্রস্ত নোট গ্রহণ করতে এবং নতুন নোট দিয়ে দিতে।


২. নতুন নোট কি যেকোনো ব্যাংক দিতে বাধ্য?

হ্যাঁ, ব্যাংকগুলো নতুন নোট দেয়, কিন্তু…

 • নতুন নোট সব সময় সব ব্যাংকে পাওয়া যায় না,

 • সাধারণত বাংলাদেশ ব্যাংকের শাখায় নিশ্চিতভাবে পাওয়া যায়,

 • উৎসবের সময় (ঈদের আগে) নতুন নোট বেশি দেওয়া হয়।


৩. টাকা বদলাতে কি কোনো চার্জ লাগে?

না! একদম ফ্রি।

একটা টাকাও কাটার অধিকার কোনো ব্যাংকের নেই।


৪. কোন নোট বদলাবে, কোনটা বদলাবে না?

যা বদলাবে:

বাংলাদেশ ব্যাংক ‘নোট প্রত্যর্পণ প্রবিধান ২০২৫’ অনুযায়ী নতুন সার্কুলার মূল পয়েন্টগুলো:

ছেঁড়া, পোড়া বা ক্ষতিগ্রস্ত নোটের বিনিময়মূল্য ফেরত দেওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম করা হয়েছে।

নোটের ৯০% বা বেশি অংশ থাকলে পুরো মূল্য ফেরত।

৭৫–৯০% থাকলে ৭৫% মূল্য।

৫১–৭৫% থাকলে ৫০% মূল্য।

৫১% এর কম থাকলে কোনো বিনিময়মূল্য দেওয়া হবে না।

একাধিক খণ্ডে থাকলে, দুই প্রান্তের সিরিয়াল নম্বর মিললে এবং কমপক্ষে ৬০% অংশ থাকলে ৫০% মূল্য পাওয়া যায়।

পোড়া নোটেও নির্দিষ্ট শর্তে মূল্য ফেরত দেওয়া হয়।

এই সার্কুলারটি তৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পুরোনো “নোট রিফান্ড রেগুলেশনস-২০১২” বাতিল করেছে।  

এখন শুধু “বাণিজ্যিক ব্যাংক” নয়, বাংলাদেশ ব্যাংকের শাখা ও সব অফিস থেকেও ক্ষতিগ্রস্ত নোট বদল/বিনিময় করা যাবে এবং কত টাকা পাবেন সেটা স্পষ্ট শতাংশ ভিত্তিতে নির্ধারণ আছে।  


যা বদলাবে না:

 • নোটের অর্ধেকের কম থাকলে

 • সম্পূর্ণ ছাই হয়ে গেলে

 • জাল নোট


ব্যাংকে নিয়ে গেলে 

 • টাকা ফ্রি বদলাবে

 • যেকোনো ব্যাংক বদলাতে বাধ্য

 • নতুন নোট সম্ভব হলে দেবে, নইলে বলবে কোন শাখায় পাওয়া যাবে। 


ব্যাংকে সরাসরি যেসব নোট বদলে দেওয়া হয়, সেগুলোর জন্য সাধারণ নিয়ম হলো

• নোট দুই টুকরোর বেশি না হলে

• বড় অংশটি মোট নোটের প্রায় ৯০% বা তার বেশি হলে

ব্যাংক অভার দ্য কাউন্টার–ই বদলে দেয়।

আর যখন নোটের অংশ ৫০% এর নিচে থাকে বা বেশি ক্ষতিগ্রস্ত হয়, তখন ব্যাংক সেটি গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকে পাঠায়, এবং গ্রাহককে কিছুদিন অপেক্ষা করতে হয়, বাংলাদেশ ব্যাংক যেটুকু অনুমোদন করে, সেটুকুই পরে কাস্টমার পায়।


দুই খণ্ডে টুকরো নোটের ক্ষেত্রেও সবসময় ১০০% মূল্য ফেরত দেওয়া হয় না। বাংলাদেশ ব্যাংকের Note Refund Act 2012–এ এটার বিস্তারিত শর্ত উল্লেখ আছে।


ছেঁড়া নোট না নিলে কোন ব্যাংকের বিরুদ্ধে কোথায় অভিযোগ করতে হবে:

১. বাংলাদেশ ব্যাংকে অভিযোগ (সরাসরি সবচেয়ে কার্যকর)

বাংলাদেশ ব্যাংকের Customer Complaint Management System (CCMS) আছে।

অভিযোগ করার উপায়:

• বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে “Complaint/CCMS” সেকশন

• সেখানে ব্যাংকের নাম, শাখা, ঘটনা এসব লিখে সাবমিট

• অভিযোগ রেজিস্টার হলে ব্যাংককে উত্তর দিতে হয় বাধ্যতামূলকভাবে

এটা সবচেয়ে শক্তিশালী অভিযোগ ব্যাংকগুলো ভয় পায়।

২. ব্যাংকের হেড অফিসে অভিযোগ

যে ব্যাংক আপনাকে সেবা দিতে অস্বীকার করেছে, তাদের নিজের Head Office Customer Service Desk–এ ইমেইল করে বা ফোন করে জানাতে পারেন।

উদাহরণ:

• সোনালি ব্যাংক হেড অফিস

• জনতা ব্যাংক হেড অফিস

• বা যেই ব্যাংক হোক প্রতিটিরই Customer Complaint Cell থাকে।

হেড অফিসের চাপ পেলে শাখা আর টালবাহানা করে না।

৩. ব্যাংকিং মোবাইল অ্যাপ/ফেসবুক পেজ

অনেক ব্যাংক এখন ফেসবুক পেজ বা ইনবক্সে দেওয়া অভিযোগও গুরুত্ব সহকারে নেয়।

কারণ পাবলিক ইমেজ!

৪. বাংলাদেশ ব্যাংকের হেল্পলাইন (টেলিফোন)

১৬২৩৬

এটা ব্যাংক ও আর্থিক সেবার সব অভিযোগের কমন হেল্পলাইন।

ছেঁড়া নোট না নেওয়াও এই ক্যাটাগরির মধ্যে পড়ে।

কি বলবেন অভিযোগে?

খুব ছোট করে:

“আজ [তারিখ], [শাখা/ব্যাংকের নাম] আমার ক্ষতিগ্রস্ত নোট বদলাতে অস্বীকার করেছে, যা বাংলাদেশ ব্যাংকের নিয়মবিরুদ্ধ।”

একটা কথা জেনে রাখুন:

যদি আপনি অভিযোগ করেন, অধিকাংশ সময় ব্যাংক ক্ষমা চেয়ে নোট বদলে দেয়।

সমস্যা হচ্ছে আমরা অভিযোগ করি না বলে তারা ভাবছে, “কে আর মাথা ঘামাবে?”


রুপা

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১০-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১০-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামীকাল সন্ধ্যে ছ’টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন সিইসি।  


জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও তফসিল ঘোষণা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ  --- ইসিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস।    


আগামী জাতীয় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মধ্য দিয়ে স্মরণীয় করে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান।


পদত্যাগ করলেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া --- তফসিল ঘোষণার পর কার্যকর --- জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


জাতীয় নির্বাচনকে সামনে রেখে একশো ২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি।


বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, আগামীতে এর পুনরাবৃত্তি হোক তা চায় না বিএনপি --- বললেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


মরক্কোয় দুটি আবাসিক ভবন ধসের ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি।


এবং আজ কক্সবাজারে চতুর্থ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারালো পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১০-১২-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১০-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................


নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করলেন প্রধান উপদেষ্টা–বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান

 

* আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং তা প্রচারের লক্ষ্যে সিইসির ভাষণ আজ রেকর্ড করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন

 

* নির্বাচনের তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার

 

* বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপনে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে---বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

 

* নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই---জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে বলে জানালেন অর্থ উপদেষ্টা। 

 

* নানা আয়োজনে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস 

 

* যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিরাপত্তা নিশ্চিত করলে যুদ্ধের মধ্যেই ইউক্রেনে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

 

* এবং আজ কক্সবাজারে চতুর্থ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৯-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৯-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করলেন প্রধান উপদেষ্টা –-- বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান।


নির্বাচনের তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার।


সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক -- নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে তিনশো বিচারক ও বিচার বিভাগের সহযোগিতার অনুরোধ।


দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে সামাজিকভাবেও বর্জন করতে হবে --- আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে বললেন অর্থ উপদেষ্টা।


জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে -- জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২২ জন।


এবং আগামীকাল কক্সবাজারে চতুর্থ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সস্তায় কথা বলার স্মার্ট উপায়...

 সস্তায় কথা বলার স্মার্ট উপায়...


☞  বর্তমান সময়ে বাংলাদেশের বেসরকারি মোবাইল অপারেটরগুলো যে হারে কলরেট এবং ডাটা সহ অন্যান্য সার্ভিস সমূহের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে তা সত্যিই অসহনীয়! অন্তত কল এবং এসএমএস এর বিকল্প সমাধান হলো টেলিটক অপারেটরের সিম ব্যবহার করা অথবা আইপি কলিং অ্যাপ ব্যবহার করা। বর্তমানে সকল মোবাইল অপারেটরের মধ্যে সর্বনিম্ম রেগুলার কলরেট হলো টেলিটকে (জেন জেড প্যাকেজের কলরেট ৭০ পয়সা/মিনিট ১ সেকেন্ড পালসে)। তবে এখনো বাংলাদেশের সকল জায়গায় টেলিটকের নেটওয়ার্ক খুব ভালো নয়। তবে বর্তমানে প্রায় সবাই ইন্টারনেট নির্ভরশীল হওয়ায় অনেকের কাছে সবসময় কোনো সিমে ইন্টারনেট অথবা ওয়াই-ফাই সংযোগ থাকে। সে হিসেবে আইপি কলিং অ্যাপ ব্যবহার হতে পারে তাদের জন্য সেরা সিদ্ধান্ত।


 


  


☞  বাংলাদেশের যেসকল IPTSP প্রতিষ্ঠানের নিজস্ব আইপি কলিং অ্যাপ আছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলো:


১। ব্রিলিয়ান্ট কানেক্ট (Brilliant Connect)


✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।


✆ প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়। এছাড়াও এজেন্ট থেকে যেকোনো পরিমাণ রিচার্জে ১০% বোনাস পাওয়া যাবে।


✆ প্রতিবারে সর্বনিম্ম ২০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।


✆ অপারেটরের কোড নম্বর হলো:  +880 9638 XXX XXX এবং +880 9658 XXX XXX


✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।


✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।


✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে মাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।


✆ উক্ত অ্যাপটি ইন্টারক্লাউড লিমিটেড (Intercloud limited) প্রতিষ্ঠানের অধীনে।


২। ডায়াল (Dial)


✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।


✆ প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়। যেমন: এই পুরো ডিসেম্বর মাসে যতবার ২০ টাকা রিচার্জ করা হবে ততবার ২০ মিনিট (৮ টাকা) ফ্রি পাওয়া যাবে।


✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।


✆ অপারেটরের কোড নম্বর হলো:  +880 9678 XXX XXX


✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।


✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করার সুবিধা নেই এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে। এছাড়াও অ্যাপ লক করার সুবিধা আছে।


✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পাঁচটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।


✆ উক্ত অ্যাপটি লিংক৩ টেকনোলজিস লিমিটেড (Link3 Technologies Ltd.) প্রতিষ্ঠানের অধীনে।


৩। আলাপ (Alaap)


✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।


✆ প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়।


✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।


✆ অপারেটরের কোড নম্বর হলো:  +880 9696 XXX XXX এবং +880 9697 XXX XXX


✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং দুটো সুবিধাই আছে।


✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।


✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে মাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন (সম্ভবত)।


✆ উক্ত অ্যাপটি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড/বিটিসিএল (Bangladesh Telecommunications Company Limited/BTCL) প্রতিষ্ঠানের অধীনে। অর্থাৎ আলাপ (Alaap) একটি সরকারি আইপি কলিং অ্যাপ।


৪। আম্বার আইটি আইপি ফোন (Amber IT IP Phone)


✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।


✆ প্রথমবার একাউন্ট খুললে ১০ টাকা বোনাস পাওয়া যাবে। এছাড়াও মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়। যেমন: এই পুরো ডিসেম্বর মাসে যতবার ৫১ টাকা রিচার্জ করা হবে ততবার ৫১ মিনিট (২০ টাকা) ফ্রি পাওয়া যাবে।


✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।


✆ অপারেটরের কোড নম্বর হলো:  +880 9611 XXX XXX


✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।


✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।


✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে মাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।


✆ উক্ত অ্যাপটি আম্বার আইটি লিমিটেড (AMBER IT LTD.) প্রতিষ্ঠানের অধীনে।


৫। অগ্নিটক (Agnitalk)


✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট


✆ প্রথমবার একাউন্ট খুললে ৫ টাকা বোনাস পাওয়া যাবে।


✆ কোনো প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়।


✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।


✆ অপারেটরের কোড নম্বর হলো:  +880 9606 XXX XX


✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং দুটো সুবিধাই আছে।


✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।


✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পাঁচটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।


✆ উক্ত অ্যাপটি অগ্নি সিস্টেমস লিমিটেড (Agni Systems Limited) প্রতিষ্ঠানের অধীনে।


৬। অরবিটক (Orbitalk)


✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।


✆ প্রথমবার একাউন্ট খুললে ২০ টাকা বোনাস পাওয়া যাবে।


✆ কোনো প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়। এছাড়া অ্যাপে ৩০ দিন মেয়াদি ২০ টাকায় ৫০ মিনিট ও ৫০ টাকায় ১২৫ মিনিট (১ মিনিট পালস) এর দুটি প্যাকেজ আছে।


✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।


✆ অপারেটরের কোড নম্বর হলো:  +880 9643 XXX XXX


✆ কল ফরওয়ার্ডিং সুবিধা আছে এবং কল রেকর্ডিং সুবিধা নেই।


✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।


✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পাঁচটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।


✆ উক্ত অ্যাপটি রেস অনলাইন লিমিটেড (Race Online Limited) প্রতিষ্ঠানের অধীনে।


৭। কথন (Kothon)


✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।


✆ প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না।


✆ কোনো প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই।


✆ সর্বনিম্ম ৫ টাকা থেকে রিচার্জ শুরু করতে পারবেন।


✆ অপারেটরের কোড নম্বর হলো:  +880 9645 XXX XXX


✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।


✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।


✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পাঁচটি অ্যাকাউন্ট খুলতে পারবেন (সম্ভবত)।


✆ উক্ত অ্যাপটি স্টারডাস্ট টেলিকম লিমিটেড (Stardust Telecom Limited) প্রতিষ্ঠানের অধীনে।


 


 


☞  উপরের আইপি কলিং অ্যাপগুলোর কলরেটের চেয়েও কম কলরেটের সুবিধা আছে এসআইপি (SIP) কলিং অ্যাকাউন্টে। সেগুলোর কলরেট ভ্যাট সহ ৩০ থেকে ৩৫ পয়সার মধ্যে। তবে সেগুলো ব্যবহার করা কারো কাছে একটু কঠিন মনে হতে পারে। কারণ সেগুলোর নিজস্ব অ্যাপ নেই। তাদের প্রতিনিধির কাছ থেকে বা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে। তারপর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ আরো কিছু তথ্য দিয়ে অন্যান্য বিভিন্ন অ্যাপের (প্লে স্টোরে পেয়ে যাবেন) মাধ্যমে কল এবং মেসেজ আদান-প্রদান করতে হবে। তবে রিচার্জ করতে হবে সেই ওয়েবসাইট থেকেই। আমি পরবর্তী পোস্টে এসআইপি কলিং অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত লিখবো।


 


☞  উপর্যুক্ত সকল তথ্যের সর্বশেষ হালনাগাদের তারিখ ০৮/১২/২০২৫। পরবর্তীতে যেকোনো সময় উপর্যুক্ত তথ্যের পরিবর্তন হতে পারে। উপরের কোনো তথ্যে ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিবেন।

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ভূমিকম্প কীভাবে নির্ণয় করা হয়?

 ভূমিকম্প কীভাবে নির্ণয় করা হয়? কিভাবেই বা বোঝা যায় মাটির কত গভীরে ভূমিকম্প হয়েছে? 


পৃথিবীর যেকোনো স্থানে ভূমিকম্প হলে কয়েক সেকেন্ডের মধ্যেই সারাবিশ্বের সিসমিক নেটওয়ার্ক তা শনাক্ত করে ফেলে। আমরা যে ভূমিকম্পের মাত্রা, গভীরতা এবং অবস্থান দেখি– এর পেছনে রয়েছে অত্যন্ত বৈজ্ঞানিক ও নির্ভুল হিসাব-নিকাশ। আজ জানুন ভূমিকম্প নির্ণয়ের এই পুরো প্রক্রিয়াটি।


➤ভূমিকম্প কারা শনাক্ত করে?


বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার সিসমোমিটার বা সিসমিক স্টেশন ছড়িয়ে রয়েছে।

এগুলো অত্যন্ত সংবেদনশীল যন্ত্র, যা মাটির ক্ষুদ্রতম কম্পনও রেকর্ড করে।


প্রখ্যাত ভূমিকম্প মনিটরিং সংস্থাগুলো হলো—


USGS (যুক্তরাষ্ট্র)


EMSC (ইউরোপ)


GFZ (জার্মানি)


BMD (বাংলাদেশ)


JMA (জাপান)


➤ ভূমিকম্প হলে কী কী ঘটে?


ভূমিকম্পের পরে মাটির মধ্যে বিভিন্ন ধরনের তরঙ্গ তৈরি হয়:


P-Wave (Primary wave) – সবচেয়ে দ্রুত আসে


S-Wave (Secondary wave) – পরে আসে


Surface Wave – সবচেয়ে বেশি ক্ষতি করে


প্রতিটি সিসমিক স্টেশন এই তরঙ্গগুলোর আগমনের সময় (arrival time) মাপতে থাকে।


➤ কীভাবে ভূমিকম্পের অবস্থান বা epicenter নির্ণয় করা হয়?


একটি স্টেশন থেকে শুধু জানা যায় ভূমিকম্প কত দূরে হয়েছিল, কিন্তু কোথায় হয়েছিল তা জানা যায় না।

তাই অন্তত তিনটি সিসমিক স্টেশন প্রয়োজন হয়।


ভূমিকম্প নির্ণয়ের ধাপগুলো নিম্নরূপ :


১। প্রতিটি স্টেশনে প্রাইমারি ও সেকেন্ডারি তরঙ্গের আগমনের সময়ের পার্থক্য মাপা হয়।

২। এই সময় ব্যবধান থেকে স্টেশন থেকে ভূমিকম্পের দূরত্ব নির্ণয় করা যায়।

৩। তিনটি স্টেশনের দূরত্ব দিয়ে একটি triangulation বা ত্রিভুজ তৈরি করা হয়।

৪। তিনটি বৃত্ত যেখানে মিলিত হয় সেই বিন্দুই হলো ভূমিকম্পের কেন্দ্র (Epicenter)।


* এই পদ্ধতিটি বিশ্বব্যাপী ব্যবহৃত এবং সবচেয়ে নির্ভুল।


➤ ভূমিকম্পের মাত্রা (Magnitude) কীভাবে নির্ণয় হয়?


ভূমিকম্প কত শক্তিশালী ছিল, সেটি বোঝায় Magnitude৷ আজকের বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত স্কেল হলো:-

Mw — Moment Magnitude Scale


এটি নির্ণয় করা হয় মূলত সিসমিক তরঙ্গের অ্যাম্পলিটিউড, তরঙ্গের সময়কাল, ফাটল কত বড় ছিল ও ভূত্বকের মধ্যে কত শক্তি মুক্ত হয়েছে তার উপর ভিত্তি করে। 


*এতে কম্পনের উচ্চতা (wave amplitude) যত বেশি হবে, মাত্রাও তত বেশি হবে।


➤ ভূমিকম্পের গভীরতা (Depth) কীভাবে নির্ণয় করা হয়?


সিসমিক তরঙ্গের আগমনের ধরন বিশ্লেষণ করে ভূমিকম্প কত গভীরে হয়েছিল তা নির্ণয় করা হয়।


এটি নির্ভর করে মূলত বিভিন্ন স্টেশনে P ও S তরঙ্গ কখন পৌঁছালো, সময়ের পার্থক্য কত ও তরঙ্গের গতি মডেল (Earth velocity model) অনুযায়ী। 


*গভীর ভূমিকম্পে P ও S তরঙ্গের পার্থক্য কম হয়, আর অগভীর ভূমিকম্পে এই পার্থক্য বেশি হয়। এবং উন্নত অ্যালগরিদম (Hypocenter location algorithms) ব্যবহার করে নির্ভুল গভীরতা বের করা হয়।


➤কত দ্রুত এই তথ্য পাওয়া যায়?


USGS/EMSC: প্রথম রিপোর্ট আসে ১–২ মিনিটে


GFZ: ২–৫ মিনিটে


BMD: সাধারণত কয়েক মিনিটের মধ্যে


* পরে ডেটা আরও বিশ্লেষণ করে রিপোর্ট refine করা হয়


 ➤কেন মাঝে মাঝে পরে magnitude পরিবর্তন হয়?


কারণ প্রাথমিক ডেটা সীমিত স্টেশন থেকে আসে। কয়েক মিনিটের মধ্যে আরও বেশি ডেটা যোগ হলে গণনাটি আরও নির্ভুল হয়। এজন্য initial magnitude পরে reviewed magnitude দিয়ে আপডেট করা হয়।


ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা, কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই তার অবস্থান, গভীরতা ও শক্তি জানতে পারি। পৃথিবীর হাজারো সিসমিক স্টেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে, যে কারণে আজ আমরা আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত তথ্য পাই।


ধন্যবাদ, Bangladesh Weather Observation Team Ltd.

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৬-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৬-১২-২০২৫ খ্রি:। আজকের শিরোনাম: আসন্ন নির্বাচন ও গণভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ...