এক্সেলে নতুন হলে চাকরি, অফিস কিংবা ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে যেতে চাইলে এই ২০ টি এক্সেল ফর্মুলা সবার আগে শেখা উচিত।
এই ফর্মুলাগুলো জানলে এক্সেলের ৮০–৯০% কাজ আপনি আত্মবিশ্বাসের সাথে করতে পারবেন।
এক্সেলের যে ২০ টি ফর্মুলা সবার আগে শিখবেন
১) SUM
একাধিক সংখ্যার যোগফল বের করতে
ফর্মুলা লিখবেন
=SUM(A1:A5)
উদাহরণ
A1 থেকে A5 সেলে ৫ দিনের বিক্রয় আছে
→ মোট বিক্রয় দেখাবে
২) AVERAGE
গড় মান বের করতে
ফর্মুলা লিখবেন
=AVERAGE(A1:A5)
উদাহরণ
৫ জন ছাত্রের নাম্বারের গড় রেজাল্ট
৩) COUNT
কয়টি সেলে সংখ্যা আছে তা গুনতে
ফর্মুলা লিখবেন
=COUNT(A1:A10)
উদাহরণ
১০টি সেলে কয়টা সংখ্যা আছে
৪) COUNTA
খালি নয় এমন সেল গুনতে
ফর্মুলা লিখবেন
=COUNTA(A1:A10)
উদাহরণ
নাম বা লেখা সহ মোট কয়টা সেল ভরা
৫) COUNTBLANK
খালি সেল কয়টি আছে জানতে
ফর্মুলা লিখবেন
=COUNTBLANK(A1:A10)
উদাহরণ
ফাঁকা সেল কয়টা আছে
৬) MAX
সবচেয়ে বড় মান বের করতে
ফর্মুলা লিখবেন
=MAX(A1:A10)
উদাহরণ
সবচেয়ে বেশি সেলস কত
৭) MIN
সবচেয়ে ছোট মান বের করতে
ফর্মুলা লিখবেন
=MIN(A1:A10)
উদাহরণ
সবচেয়ে কম মার্কস কত
৮) IF
শর্ত অনুযায়ী ফল দেখাতে
ফর্মুলা লিখবেন
=IF(A1>=33,"Pass","Fail")
উদাহরণ
৩৩ বা বেশি হলে Pass
না হলে Fail
৯) IFS
একাধিক শর্ত একসাথে
ফর্মুলা লিখবেন
=IFS(A1>=80,"A+",A1>=70,"A",A1>=60,"A-",A1<60,"Fail")
উদাহরণ
নাম্বার অনুযায়ী গ্রেড
১০) SUMIF
শর্ত অনুযায়ী যোগফল
ফর্মুলা লিখবেন
=SUMIF(A1:A10,"Dhaka",B1:B10)
উদাহরণ
Dhaka এলাকার মোট সেলস
১১) SUMIFS
একাধিক শর্তে যোগফল
ফর্মুলা লিখবেন
=SUMIFS(C1:C10,A1:A10,"Dhaka",B1:B10,"January")
উদাহরণ
Dhaka + January এর মোট সেলস
১২) COUNTIF
শর্ত অনুযায়ী গুনতে
ফর্মুলা লিখবেন
=COUNTIF(A1:A10,"Male")
উদাহরণ
কয়জন Male আছে
১৩) COUNTIFS
একাধিক শর্তে গুনতে
ফর্মুলা লিখবেন
=COUNTIFS(A1:A10,"Male",B1:B10,"Dhaka")
উদাহরণ
Dhaka এর Male কয়জন
১৪) VLOOKUP
ডাটা খুঁজে বের করতে
ফর্মুলা লিখবেন
=VLOOKUP(A2,D1:F10,2,FALSE)
উদাহরণ
ID দিয়ে নাম বের করা
১৫) XLOOKUP
আধুনিক Lookup
ফর্মুলা লিখবেন
=XLOOKUP(A2,D1:D10,E1:E10)
উদাহরণ
ID দিয়ে Salary বের করা
১৬) HLOOKUP
Horizontal ডাটা খুঁজতে
ফর্মুলা লিখবেন
=HLOOKUP("January",A1:D5,2,FALSE)
উদাহরণ
January মাসের সেলস
১৭) LEFT
বাম দিক থেকে লেখা নিতে
ফর্মুলা লিখবেন
=LEFT(A1,4)
উদাহরণ
নাম্বারের প্রথম ৪ ডিজিট
১৮) RIGHT
ডান দিক থেকে লেখা নিতে
ফর্মুলা লিখবেন
=RIGHT(A1,2)
উদাহরণ
শেষ ২ ডিজিট
১৯) MID
মাঝখান থেকে লেখা নিতে
ফর্মুলা লিখবেন
=MID(A1,2,3)
উদাহরণ
২ নম্বর জায়গা থেকে ৩ অক্ষর
২০) LEN
লেখার দৈর্ঘ্য জানতে
ফর্মুলা লিখবেন
=LEN(A1)
উদাহরণ
একটি নাম কয় অক্ষরের
এই ২০টি ফর্মুলা ঠিকভাবে প্র্যাকটিস করলে
অফিস, জব ইন্টারভিউ ও বাস্তব কাজ—সব জায়গায় এক্সেল সহজ হয়ে যাবে।
আমার কোর্স সম্পর্কে জানতে 01515-629158