টাকা'তে কি আসলেই সব শান্তি?
A
d
v
M
d O
l
i
o
u
r
Rahman
Croydon, UK
আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, "টাকায় বাঘের চোখও মিলে"! আসলেই কি টাকা'তে সব শান্তি?
কথা হচ্ছিলো এক ভদ্র মহিলার সাথে।ছোট একটা বাচ্চা আছে ওনার। বসবাস করেন লন্ডনে। ছোট বাচ্চা, Husband নিয়ে কি একটা সুন্দর সংসার থাকার কথা! তাই তো? সেখানে তো কোন কিছুর অভাব নেই।কিন্তু বিধিবাম.....
ওনার ভাষ্যমতে, Husband শারীরিক নির্যাতন করে! ওনার ইনকামের টাকা নিয়ে নেয়।Husband পরিবার কিছুদিন পর পর টাকা চায়।এখন পর্যন্ত Husband 20 হাজার পাউন্ডের মতো ওনার কাছ থেকে নিয়েছে।এসব বিষয় নিয়ে দু'জনের মাঝে মনগাত!বিষয়টা আইন পর্যন্ত গড়িয়েছে।ফলাফল social service তাদের দু'জন কে আলাদা করে রেখেছে।
শুনেছেন Husband দেশে গিয়ে আবার নতুন করে বিয়ে করবে।শশুড়ের কাছে সংসার ঠিকে রাখার জন্য, আকুতি মিনতি করে Text করেছেন। স্কিনশট দেখছিলাম আর ভাবছিলাম, মানুষ কতোটা অসহায় হতে পারে।
তিনি এখনো সংসার করতে রাজি!আর শেষ পর্যন্ত যদি ডিভোর্স হয়েই যায়,তখন মামলা করতে চান....
আমার সব লেখার পিছনে ছোটখাটো একটা মেসেজ থাকে।
যেভাবে আছেন,যেরকম আছেন আল্লাহ কাছে শুকরিয়া করেন।কারো কারো বাহ্যিক হাসিতেও গভীর যন্ত্রণা থাকে।সবাই বেঁচে থাকার জন্য অভিনয় করে যাচ্ছে....
কপি
পেস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন