হজরত উসমান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমনভাবে কাঁদতেন যে, নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো- আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না, যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কী?
তিনি বললেন, রাসুল ﷺ বলেছেন, কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায়, তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে।
আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে।
তিনি আরও বললেন, রাসুল ﷺ বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ।
হে আল্লাহ আমাদের সবাইকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দিও
আমার প্রিয় ভাইকে আল্লাহ জান্নাত বাসি করুন,
------------------------------( আমিন)
(তিরমিজি শরিফ, হাদিস নং-২৩০৮)
حضرت عثمان رضی اللہ عنہ جب کسی قبر کے پاس کھڑے ہوتے تو اتنا روتے کہ داڑھی تر ہو جاتی۔ تو ایک دفعہ ان سے پوچھا گیا کہ تم جنت اور جہنم کو یاد کرکے اتنا نہیں روتے لیکن قبر کو دیکھ کر روتے ہو، اس کی کیا وجہ ہے؟
♐♐♐♐♐♐
انہوں نے کہا کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا قبر آخرت کی پہلی بنیاد ہے۔ اگر کوئی یہاں سے فرار ہو جائے تو اس کے لیے اگلے تمام اڈے آسان ہو جائیں گے۔
اور اگر کوئی یہاں نہیں بچا تو اس کے بعد کے تمام اڈے اس کے لیے بہت مشکل ہوں گے۔
انہوں نے یہ بھی کہا کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ میں نے معراج کی رجنی میں جو سب سے ہولناک چیز دیکھی وہ عذاب قبر ہے۔
اے اللہ ہم سب کو قبر کے سخت عذاب سے نجات عطا فرما
اللہ میرے پیارے بھائی کو سلامت رکھے۔
-------------------------------------------- (آمین)
(ترمذی شریف، حدیث نمبر-2308
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন