* কিভাবে বুঝবেন আপনি বয়স্ক নাগরিক হয়ে গেছেন *
======================
👉 আজ আমি বাজারে গিয়েছিলাম সবজি আনতে,
বাজার থেকে বের হওয়ার সময় দেখি আমার স্কুটির চাবিটা পকেটে নেই...
👉 আমি আবার বাজারে ফিরে গেলাম, যেসব দোকানে গিয়েছিলাম সব ঘুরে দেখলাম,
টমেটো, আলু আর সব সবজির মাঝে খুঁজে দেখলাম—কোথাও চাবি নেই...
👉 হঠাৎ মনে হলো, চাবিটা হয়তো স্কুটির ভেতরেই রেখে এসেছি আর সেটা চুরি হয়ে গেছে...
👉 আমি দৌড়ে পার্কে গেলাম, আর সত্যিই দেখি স্কুটিটা নেই...!
👉 তৎক্ষণাৎ পুলিশে ফোন করলাম, স্কুটির সব তথ্য দিলাম
আর স্বীকার করলাম যে চাবিটা ভেতরেই রেখে এসেছিলাম,
এই ভুলের কারণেই বিপদ হয়েছে...
--পুলিশ বলল তারা খুঁজে বের করবে...
🤔 তারপর সবচেয়ে কঠিন কাজটা করলাম—স্ত্রীকে ফোন করলাম...
😇 পুরো ঘটনা বলার পর আমি আর আমার কণ্ঠ দুটোই কাঁপছিল...
🤨 একটা দীর্ঘ নীরবতার পর সে চিৎকার করে উঠল—
“হায় আল্লাহ, তুমি কী ভীষণ ভুলোমনা...!
আমি তো তোমাকে স্কুটি করে বাজারে নামিয়ে দিয়ে বিউটি পার্লারে গেছি...!
🤨 তুমি কিছুই মনে রাখো না..!”
🥰 আমি বললাম, ভালো লাগছে জেনে যে স্কুটি চুরি যায়নি...
আর ওকে বললাম যেন আমাকে বাজার থেকে নিয়ে যায়...
🤨 সে আবার চিৎকার করে উঠল—
“তুমি কতটা বোকা কাজ করো জানো...?
-আমি এখন থানায়, আমাকে স্কুটি চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে...!
🤨 তুমি এখনই এসে পুলিশকে বোঝাও যে আমি স্কুটি চুরি করিনি...!”
👉 এমন বিব্রতকর ঘটনা ঘটলেই বুঝতে হবে আপনি মুরুব্বিদের কাতারে পরে গেছেন...
---সংগৃহীত...
#fb #funnypost #flowers
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন