এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

Felon / আঙ্গুল হাড়ার হোমিও ঔষধ

 ✅ Felon / আঙ্গুল হাড়ার হোমিও ঔষধ✅


♦️*Arsenic Alb*

রোগীর আঙ্গুলের ডগা অত্যন্ত ফোলা, তাতে খুব জ্বালা, যন্ত্রনা। ব্যথায় রোগী অস্থির ও অবসন্ন হয়ে পড়ে। মরে যাবার ভয়। গরম সেঁক দিলে কিছুটা আরাম পায়। 


♦️ *Myristica Sebifera*  

- ফেলনের জন্য প্রধান ওষধ । 

- দ্রুত পুঁজ তৈরি করে বের করে  

- *“Homeopathic knife”* বলা হয়  

- হাতের আঙ্গুলে প্রচন্ড ব্যথা। আঙ্গুল এবং অস্থিতে প্রদাহ।যন্ত্রণায়  রোগী অস্থির।  ফোঁড়া ফাঁটাতে ইহা অদ্বিতীয়। 


♦️. *Hepar Sulphuris*  

- পুঁজ হওয়ার আগেই তীব্র ব্যথা ।

স্পর্শ করা যায় না।ঠান্ডা বাতাসে বাড়ে।

পুঁজ হলে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। সমস্যা রাতের দিকে বাড়ে। আঙ্গুল হাড়ায় হিপার সালফ ও চমৎকার মেডিসিন। 


♦️. *Silicea*  

- পুঁজ হয়েছে কিন্তু বের হচ্ছে না  

- পুঁজ সহজে বের করার জন্য কার্যকর  

- দীর্ঘস্থায়ী ফেলনের জন্য।পুঁজ বের হওয়ার পর ঘাঁ সারাতে ও সাইলেসিয়া কার্যকরী। 


.♦️ *Belladonna*  

- ফেলনের শুরুতে লাল, টনটনে ব্যথা  

- জ্বর থাকতে পারে  

- স্পর্শে গরম।


♦️*Arnica Montana*  

- ফেলনের আগে আঘাত বা চাপ লেগে থাকলে  

- ইনফেকশনের শুরুর সময় ব্যবহারযোগ্য।


♦️*Lachesis*

-আঙ্গুল হাড়া রোগে রোগীর আক্রান্ত স্থান বেগুনি- নীল বর্ণের এবং প্রচন্ড ব্যথা থাকে। রোগী খুব বাচাল।  যে কোন প্রকার স্রাব নিঃসরণে রোগের উপশম এবং নিদ্রার পূর্বে এবং নিদ্রার পরে রোগের বৃদ্ধি।

কোন মন্তব্য নেই:

কিভাবে বুঝবেন আপনি বয়স্ক নাগরিক হয়ে গেছেন

 * কিভাবে বুঝবেন আপনি বয়স্ক নাগরিক হয়ে গেছেন *  ======================  👉  আজ আমি বাজারে গিয়েছিলাম সবজি আনতে, বাজার থেকে বের হওয়ার সময়...